180 likes | 315 Views
স্বাগতম. পরিচিতি. শারমীন আকতার আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর , খুলনা আইডি- ০৩. শিখনফল. শিক্ষার্থীরা গফুর কে ছিল বলতে পারবে। আমেনার পরিচয় ব্যাখ্যা করতে পারবে। মহেশ গল্পের সামাজিক চিত্র বর্ণনা করতে পারবে।. আমাদের কয়েকটি গৃহ পালিত পশুর নাম বল। কোন পশুটিকে দেবতা বলে আখ্যায়িত করা হয়।.
E N D
পরিচিতি • শারমীন আকতার • আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় • দৌলতপুর , খুলনা • আইডি-০৩
শিখনফল • শিক্ষার্থীরা গফুর কে ছিল বলতে পারবে। • আমেনার পরিচয় ব্যাখ্যা করতে পারবে। • মহেশ গল্পের সামাজিক চিত্র বর্ণনা করতে পারবে।
আমাদের কয়েকটি গৃহ পালিত পশুর নাম বল।কোন পশুটিকে দেবতা বলে আখ্যায়িত করা হয়।
শরত চন্দ্র চট্রপাধ্যায় জন্ম উল্লেখযোগ্য গ্রন্থ ১৮৭৬ সাল বড় দিদি,বিরাজ বৌ,রামের সুমতি, বিন্দুর ছেলে,দেবদাস,পরিনীতা, মেজদিদি,শ্রীকান্ত,চরিত্রহীন,দত্তা ইত্যাদি মৃত্যু ১৯৩৮ সাল
কাশিপুর গ্রামের গরীব কৃষক গফুর। মহেশ নামে তার একটি ষাঁড় ছিল।
তার একটি দশ বছরের কন্যা আছে। নাম আমেনা।
হতদরিদ্র গফুর অভাবের তাড়নায় মহেশকে ঠিক মত খেতে দিতে পারে না। না খেতে পেয়ে মহেশ এর ক্ষেতে ওর বাগানে মুখ দিয়ে বেড়ায়। ব্রাহ্মন জমিদার গফুরকে ডেকে সাজা দেয়। ঠাকুর তর্করত্ন তাকে বিভিন্ন ভাবে উপহাস করে। কেউ কেউ মহেশকে গো হাটায় বিক্রির পরামর্শ দেয়।
শব্দার্থ • দ্বিপ্রহর দুপুর • ধরিত্রী পৃথিবী
দলীয় কাজ • গফুরের থাকার ঘরটির বর্ণনা দাও। • তর্করত্নের রেগে যাওয়ার কারণ উল্লেখ কর।
মুল্যায়ন • আমেনা কে ছিল? • গফুরকে বার বার সাজা পেতে হয় কেন? • মহেশ কেন বার বার ছুটে যায়?
বাড়ির কাজ • গফুরের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।