290 likes | 577 Views
সবাইকে শুভেচ্ছা. মোহাম্মদ আতিক উল্লাহ সহকারি শিক্ষক কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় । মনোহরদী , নরসিংদী ।. বিষয়ঃ বাংলা শ্রেণি তৃতীয় সময়ঃ ৪০ মিনিট. পাঠশিরোনাম. আমাদের গ্রাম বন্দে আলী মিঞা. শিখন ফল. ১ । কবির নাম সহ কবিতাটির আট লাইন আবৃত্তি করতে পারবে।
E N D
মোহাম্মদআতিকউল্লাহ সহকারিশিক্ষক কাচিকাটাসরকারিপ্রাথমিকবিদ্যালয় । মনোহরদী, নরসিংদী।
বিষয়ঃবাংলাশ্রেণিতৃতীয় সময়ঃ৪০মিনিট
পাঠশিরোনাম আমাদের গ্রামবন্দে আলী মিঞা
শিখন ফল ১।কবির নাম সহ কবিতাটির আট লাইন আবৃত্তি করতে পারবে। ২। প্রশ্নের উত্তর বলতে পারবে। ৩।আমাদের গ্রাম সম্পর্কে জানবে।
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালেযাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি।
শব্দ গুলো জেনে নিই • সেথা=সেখানে • পাঠশালা=বিদ্যালয় • গাঁ=গ্রাম
গোলাপ দলজবা দল ১।এক সাথে আমরা কি কি করি?
ঠিক উত্তরটি বাচাই করে বলি ও লিখি (১)পাড়ার সকল ছেলে এক সঙ্গে কী করে? (ক)মাছ ধরে (গ)বাজারে যায় (খ)বেড়াতে যায় (ঘ)খেলাধুলা করে ১।খেলাধুলাকরে
(২)কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখব? (ক)এক সঙ্গে খেলা করা (খ)বিদ্যালয়ে যাওয়া ( গ)মারা মারি করা (ঘ)গুরুজনকেভয়করা ২মারা মারি করা
শূন্যস্থান পূরণ করি ১। আমাদের ছোটো ছোট ছোট ঘর। ২। এক সাথে থাকি আরযাই। পাঠশালে গাঁয়ে
মিলকরন মিলেশালা মারামাতা পিতামিশে পাঠমারি সেথা
প্রশ্নগুলোর উত্তর বলি ১।আমাদের গ্রাম কবিতার লেখকের নাম কি? ২।গাঁয়েরঘর গুলোকেমন? ৩।ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়?
বাড়ির কাজ পিতামাতার মতআর কে কে তোমাদেরগুরুজনআছে তার একটি তালিকা তৈরি করে আনবে।