160 likes | 261 Views
সবাইকে শুভেচ্ছা. উপস্থাপনায়. আল-মামুন সহকারী শিক্ষক (কম্পিউটার) মোজ্জামেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। বোরহানউদ্দিন, ভোলা।. পাঠ পরিচিতি. শ্রেণি : নবম বিষয় : কম্পিউটার শিক্ষা অধ্যায় : প্রথম সময় : ৪০ মিনিট. কম্পিউটার. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা –
E N D
উপস্থাপনায় আল-মামুন সহকারী শিক্ষক(কম্পিউটার) মোজ্জামেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। বোরহানউদ্দিন, ভোলা।
পাঠ পরিচিতি শ্রেণি : নবম বিষয় : কম্পিউটারশিক্ষা অধ্যায় : প্রথম সময় : ৪০ মিনিট
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা– ০১। কম্পিউটারেরসংজ্ঞা দিতে পারবে। ০২। কম্পিউটারের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে। ০৩। কম্পিউটারের শ্রেণি বর্ণনা করতে পারবে।
একক কাজ একটি আউটপুট ও ইনপুট যন্তের নাম লিখ।
জোড়ায় কাজ কম্পিউটার ও মোবাইলের মধ্যে দুইটি পার্থক্য লিখ।
দলীয় কাজ “সফটওয়্যার কম্পিউটারের প্রাণ”-ব্যাখ্যা কর।
উত্তর মিলিয়ে নাও কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে নিষ্প্রাণ দেহের মত। কম্পিউটারের হর্ডওয়্যারের প্রাণশক্তি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারে না। তাই সফটওয়্যার কে কম্পিউটারের প্রাণ বলা হয়।
মূল্যায়ন: ০১। কম্পিউটার কী? ০২। মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের মধ্যে একটি পার্থক্য বর্ণনা কর। ০৩। কম্পিউটারের কাজ করার পদ্ধতিগুলো ব্যাখ্যা কর। 04। কম্পিউটার ব্যাবহারে সময় বাচে ওতথ্য সংরক্ষণ সহজ হয়- বিশ্লেষণ কর।
বাড়ির কাজ “সুপার কম্পিউটার সব চেয়ে দ্রতগতি সম্পন্ন কম্পিউটার” এর সপক্ষে যুক্তি দাও।