220 likes | 743 Views
স্বাগতম. প্রাথমিক বিজ্ঞান শ্রেণীঃপঞ্চম সময়ঃ৪৫মিনিট. বায়ু অধ্যায়ঃপঞ্চম পৃষ্ঠাঃ২৩ও২৪. শিখনফল. ১। বায়ু দূষণ কীভাবে হয় তা বলতে পারবে । ২।বায়ু দূষনের কারন গূলো বর্ণনা করতে পারবে । ৩।বায়ু দূষন প্রতিরোধে করনীয় গূলো বলতে পারবে ।. কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে।.
E N D
প্রাথমিকবিজ্ঞান শ্রেণীঃপঞ্চম সময়ঃ৪৫মিনিট
বায়ু অধ্যায়ঃপঞ্চম পৃষ্ঠাঃ২৩ও২৪
শিখনফল ১।বায়ু দূষণ কীভাবে হয় তা বলতে পারবে । ২।বায়ু দূষনের কারন গূলো বর্ণনা করতে পারবে । ৩।বায়ু দূষন প্রতিরোধে করনীয় গূলো বলতে পারবে।
কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে।
যানবাহনের কালো ধোঁয়া বায়ুকে দুষিত করে।
বিড়ি সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে।
ইটের ভাটার ধোঁয়া বায়ুকে দূষিত করে।
হাঁচি কাশি থেকে জীবানু বাতাসে মিশে বায়ুকে দূষিত করে।
বায়ু দূষণ প্রতিরোধের উপায়ঃ কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার বন্ধ করতে হবে। ইটের ভাটালোকালয় থেকে দূরে স্থাপন করতে হবে।
ধূমপান না করা, বিশেষ করে অন্য মানুষের নিকটে বা বদ্ধস্থানে ধুমপান না করা। গাছ লাগিয়ে নতূন বন ভূমি সৃষ্টি করা।
দলীয় কাজ সঠিক উত্তরের পাশে চিহ্ন ( )দাও। ১।কোন গ্যাসটি বিষাক্ত? ক)অক্সিজেন খ)কার্বন ডাই-অক্সাইড গ)নাইট্রোজেন ঘ)কার্বন মনোক্সাইড। 2।বায়ু দূষন প্রতিরোধের উপায় কোনটি? ক)বনভূমি সংরক্ষণ খ)গাছপালা কেটে ফেলা গ)বনভূমিতে আগুন দেয়া ঘ)বনভূমিতে বসবাস করা।
মূল্যায়নঃ বায়ু দূষণের তিনটি কারন খাতায় লিখ।
বাড়ির কাজঃ ধুমপান ক্ষতিকর কেন?
সম্পাদনায়ঃ আলী আকবর সহকারি শিক্ষক মধ্য কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁশখালি,চট্টগ্রাম।