110 likes | 270 Views
ঘোষণা. শিক্ষার্থীদের জন্য শ্রেণি কক্ষে ব্যবহার উপযোগি করে তৈরী । প্রয়োজনে যে কেউ পরিমার্জন,পরিবর্ধন করে নিতে পারেন ।মতামত দিলে উপকৃত হব ।. সবাইকে শুভেচ্ছা আজকের পাঠ উপস্থাপনায় মোঃ আব্দুস সামাদ প্রধান শিক্ষক রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর,সুনামগঞ্জ. বিষয়ঃ ভূ-গোল
E N D
ঘোষণা • শিক্ষার্থীদের জন্য শ্রেণি কক্ষে ব্যবহার উপযোগি করে তৈরী । প্রয়োজনে যে কেউ পরিমার্জন,পরিবর্ধন করে নিতে পারেন ।মতামত দিলে উপকৃত হব ।
সবাইকে শুভেচ্ছা আজকের পাঠ উপস্থাপনায় মোঃ আব্দুস সামাদ প্রধান শিক্ষক রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর,সুনামগঞ্জ বিষয়ঃ ভূ-গোল শ্রেণিঃ ৯ম/১০ম পাঠঃ আগ্নেয়গিরি
শিখণ ফলঃ- • আগ্নেয়গিরির সংজ্ঞা বলতে পারবে। • আগ্নেয়গিরির প্রকারভেদ ও সংখ্যা বলতে পারবে । • আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল লিখতে পারবে।
আগ্নেয়গিরিঃভূঅভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা অশ্বমন্ডলের দূর্বল কোন অংশ ভেদ করে ভূপৃষ্ঠে উদগিরিত হয় ।উদগিরিত এ পদার্থকে লাভা বলে ।উদগিরিত মূখের চারপাশে লাভা সঞ্চিত হয়ে যে উঁচু ভূমির সৃষ্টি হয় তাই আগ্নেয়গিরি ।
অগ্ন্যুৎপাতের কারণ • ভূ-আন্দোলন • ভূ্-পৃষ্ঠের চাপের হ্রাস • ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণ • ভূ-গর্ভস্থ তাপমাত্রা বৃদ্ধি
হ্রদের সৃষ্টি নদীর গতিপথের পরিবর্তন লাভা জমির উর্বরতা বৃদ্ধি করে • প্রাণহানি বায়ুদূষণ
মূল্যায়ন আগ্নেয়গিরি, লাভা,ম্যাগমার সংজ্ঞা দাও?
দলীয় কাজ 1/ ফুজিয়ামা দলঃ- আগ্নেয়গিরির চিত্র অংকন করে জ্বালামূখ চিহ্নিত কর ? 2/ হেলেনস দলঃ- সুপ্ত আগ্নেয়গিরি কি এবং এদের সংখ্যা কত? 3/ ভিস্যুভিয়াস দলঃ- সক্রিয় আগ্নেয়গিরি কি এবং এদের সংখ্যা কত ? 4/ মনালোয়া দলঃ- শিল্ড আগ্নেয়গিরি কি দ্বারা গঠিত ?
বাড়ির কাজ পাঠ সংশ্লিষ্টযেকোন ৫টি বহুনির্বাচনী ও ৫টি নৈর্ব্যক্তিকপ্রশ্নসহউত্তর লিখে আনবে