260 likes | 889 Views
স্বাগতম. ্র. পরিচিতি. মোছাঃরেহেনা পারভিন সহকারী শিক্ষিকা(কম্পিউটার) আটি দাশড়া উচ্চ বিদ্যালয় ক্ষেতলাল,জয়্পুরহাট. শ্রেনিঃ-৭ম বিষয়ঃ-বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠের বিষয়- তারিখঃ- সময়ঃ-. শিখনফল. দুর্যোগ কি তা বলতে পারবে। দুর্যোগ কত প্রকার তা কি কি বলতে পারবে।
E N D
স্বাগতম ্র
পরিচিতি মোছাঃরেহেনা পারভিন সহকারী শিক্ষিকা(কম্পিউটার) আটি দাশড়া উচ্চ বিদ্যালয় ক্ষেতলাল,জয়্পুরহাট শ্রেনিঃ-৭ম বিষয়ঃ-বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠের বিষয়- তারিখঃ- সময়ঃ-
শিখনফল • দুর্যোগ কি তা বলতে পারবে। • দুর্যোগ কত প্রকার তা কি কি বলতে পারবে। • প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ কি কি বলতে পারবে। • প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি সর্ম্পকে লিখতে পারবে
দ্র পাঠ শিরোনাম আজকের পাঠঃ-বাংলাদেশর প্রাকৃতিক দুর্যোগ ।
উপস্থাপন প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিও অসহনী অবস্থার সৃষ্টি করে তখন তাকে দুর্যোগ বলে। দুর্যোগ দুই প্রকার ।মানব সৃষ্ঠ দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়,জলোচ্ছা,বন্যা,খরা।মানব সৃষ্ঠ দুর্যোগ হলো বনায়ন নিধন ,যুদ্ধ বিগ্রহ,আগুন,ইত্যাদি।
বাংলদেশে প্রায় প্রতি বছ্রর ব ন্যা হয়।হিমালয়ের বরফ গলা পানি,নদীর তলদেশ ভরাট,বৃষ্টি পানি,পাহাড় থেকে নেমে আসা ইত্যাদি কারনে বন্যার সৃষ্টি করে।বন্যার কারনে প্রতিবছর মানুষের সম্পদের প্রচুর ক্ষতি হয়।
কোন কোন স্থানে বাতাসের তাপ বৃদ্ধি পেলে সেখানকার বাতাস ভারী হয়ে উঠে।একে নিন্মচাপ বলে।এ সময় আসেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিন্মচাপের দিকে ছুটে আসে।একে ঘুর্ণিঝড় বলে।ঘুর্ণিঝড়ে ফলে অসংখ্য মানুষের প্রাণহানি,গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষিত হয়।
খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ প্রয়োজনীয় বৃষ্টির অভাবে খরা হয়।বাংলাদেশে উত্তরাঞ্চলে বেশী খরা দেখা যায়। পানির অভাবে জমির সেচ কাজ ব্যাহত হয়। এতে ফসলের অনেক ক্ষতি হয়।বৃষ্টিপাতের অভাব,বাধনির্মান,পরিবেশ দূষণ, ইত্যাদি কারণে খরা হয়
মানব সৃষ্ট দুর্যোগে মধ্য যুদ্ধ বিগ্রহ একটি বড় ধরণের দুর্যোগ দেশের মানুষের অনেক প্রানহানী ঘটে।সম্পদের প্রচুর ক্ষতি হয় আর এই ক্ষয়ক্ষতির জন্য মানুষ।
মানব সৃষ্ট দুর্যোগের মধ্য যুদ্ধ বিগ্রহ একটি বড় ধরনের দুর্যোগ।যুদ্ধের ফলে দেশের মানুষের অনেক প্রানহানী ঘটে এবং সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়।এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী মানুষ
একক কাজ ব কিভাবে র্ঘণিঝড়ের সৃষ্টি হয় ব্যাখ্যা কর ।
দলীয় কাজ যে কোন দুটি প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দাও ।
মুল্যায়ন দুর্যোগ কাকে বলে ? প্রাকৃতিক দুর্যোগ কি কি? মানব সৃষ্ট দুর্যোগ কাকে বলে? খরা কি ধরনের দুর্যোগ ?
বাড়ীর কাজ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহন করা যায় –ব্যাখ্যা ?