170 likes | 300 Views
স্বাগতম. পরিচিতি. আমিনুর রহমান সহকারী শিক্ষক (কম্পিউটার) বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর,যশোর।. পাঠ পরিচিতি. শ্রেণি-৯ম বিষয়-কম্পিউটার শিক্ষা পাঠ-সফটওয়্যার সময়-৩০ মিনিট তারিখ-২৫-০২-২০১২. শিখনফল. সফটওয়্যার এর পরিচয় দিতে পারবে।
E N D
পরিচিতি আমিনুর রহমান সহকারী শিক্ষক (কম্পিউটার) বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর,যশোর।
পাঠ পরিচিতি শ্রেণি-৯ম বিষয়-কম্পিউটার শিক্ষা পাঠ-সফটওয়্যার সময়-৩০ মিনিট তারিখ-২৫-০২-২০১২
শিখনফল • সফটওয়্যার এর পরিচয় দিতে পারবে। • এ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের এর পার্থক্য নির্ণয় করতে পারবে। • সফটওয়্যার এর প্রকারভেদ বর্ণনা করতে পারবে। • সফটওয়্যার কীভাবে হার্ডওয়্যারকে কর্ম-উপযোগী করে তোলে তা ব্যাখ্যা করতে পারবে।
পাঠ ঘোষণা আজকের পাঠেরবিষয়“সফটওয়্যার”
সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমম্বয়ে গঠিত হয় কম্পিউটার সিস্টেম। হার্ডওয়্যারকে সচল ও কাজের উপযোগী করে তোলে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া শুধু হার্ডওয়্যার নিষ্প্রাণ দেহের মত। এই নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করে সফটওয়্যার ।
অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ • ফাইল ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামকে স্মৃতিতে নিয়ে আসে। • ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করে। • ডিক্সকে কাজের উপযোগী করে তোলে। • ডিক্সের ত্রুটি নির্ণয় ও সংশোধন করে। • ইনপুট আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে। • নেটওয়াকিং সার্ভিস প্রদান করে।
এ্যাপ্লিকেশন সফটওয়্যারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ • লেখালেখির কাজের জন্য ব্যবহারিত হয়। • হিসাব-নিকাশের কাজের জন্য ব্যবহারিত হয়। • পৃষ্ঠা-সজ্জার কাজের জন্য ব্যবহারিত হয়। • ছবি সম্পাদনার কাজের জন্য ব্যবহারিত হয়। • অংকন বা চিত্রকলাধর্মী কাজের জন্য ব্যবহারিত হয়।
নিচের ছবি দেখে দলীয় কাজ কর
দলীয় কাজ • “সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল”-উক্তিটি মূল্যায়ন কর।
মূল্যায়ন সফটওয়্যারকী? ওয়ার্ড প্রসেসিং কোন ধরণের সফটওয়্যার ? সফটওয়্যার প্রথমত কত প্রকার ও কী কী?
বাড়ির কাজ সফটওয়্যারকে কেন কম্পিউটারের প্রাণ বলা হয়-ব্যাখ্যা কর।