260 likes | 649 Views
সূচীপত্র . হাইব্রিড কম্পিউ টার. সুপার কম্পিউ টার. মেইনফ্রেম কম্পিউটার. মিনিফ্রেম কম্পিউটার. মাইক্রো কম্পিউটার. ল্যাপটপ, নোটবুক , পামটপ. ডিজিটাল কম্পিউ টার. একক কাজ. দলীয় কাজ. মূল্যায়ন. বাড়ীর কাজ. ধন্যবাদ. শুভেচ্ছা. পরিচিতি. পাঠ পরিচিতি. পূর্বপাঠ. পাঠ ঘোষনা. শিখন ফল. সংজ্ঞা.
E N D
সূচীপত্র হাইব্রিডকম্পিউটার সুপারকম্পিউটার মেইনফ্রেম কম্পিউটার মিনিফ্রেম কম্পিউটার মাইক্রো কম্পিউটার ল্যাপটপ, নোটবুক,পামটপ ডিজিটালকম্পিউটার একক কাজ দলীয় কাজ মূল্যায়ন বাড়ীর কাজ ধন্যবাদ শুভেচ্ছা পরিচিতি পাঠ পরিচিতি পূর্বপাঠ পাঠ ঘোষনা শিখন ফল সংজ্ঞা শ্রেণিবিভাগ এনালগকম্পিউটার
উপস্থাপনায় মোঃ আমিনুল ইসলামসহকারী শিক্ষক (কম্পিউটার)দেওয়ান মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসামোহাম্মাদপুর(বালিয়া), পবা, রাজশাহী ।ফোনঃ ০১৭১২৭৬৬৯৩৩ই-মেইলঃ aminul.dmam.33@gmail.com
পাঠ পরিচিতি বিষয়ঃ কম্পিউটার শিক্ষা শ্রেণীঃ নবম অধ্যায়ঃ প্রথম সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ০৯/11/১৩
পাঠ ঘোষনা তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে- কম্পিউটারের প্রকারভেদ ও তার বৈশিষ্ট্য
এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • কম্পিউটার কি তা বলতে পারবে। • কম্পিউটারের প্রকারভেদ উল্লেখ করতে পারবে। • প্রত্যেক প্রকার কম্পিউটার সম্পর্কে বর্ণনা করতে পারবে। • প্রত্যেক প্রকার কম্পিউটারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। • কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলি বর্ণনা করতে পারবে। শিখনফল
কম্পিউটারেরসংজ্ঞা • কম্পিউটার বলতে কি বুঝ? • কম্পিউটার বলতে মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রোনিক, ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, ডিজিটাল বা অপটিক্যাল বা অন্য কোন পদ্ধতির ইমপালস ব্যবহার করে লজিক্যাল বা গাণিতিক যে কোনো একটি বা সকল কাজকর্ম সম্পাদন করে এমন তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেমকে বোঝায়।
শ্রেণিবিভাগ • কম্পিউটার • হাইব্রিড • ডিজিটাল • এনালগ • মেইনফ্রেম • সুপার • মাইক্রো • মিনিফ্রেম • ল্যাপটপ • নোটবুক কম্পিউটারের শ্রেণিবিভাগ • পামটপ
এনালগ কম্পিউটার • এনালগ কম্পিউটারের বৈশিষ্ট্যঃ • এনালগ কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে। • এই কম্পিউটারের ফলাফল প্রদর্শিত হয় পরিমাপন কাঁটা, প্রিণ্টার ও ভিডিও ডিসপ্লে ইউনিটের মাধ্যমে। • এক ধরনের কাজে ব্যবহৃত এনালগ কম্পিউটার দিয়ে অন্য ধরনের কাজ করা যায় না। • এনালগ কম্পিউটারের ব্যবহারঃ • শিল্প-কারখানায় তাপ, চাপ ইত্যাদি পরিমাপনের জন্য এটি ব্যবহার করা হয়।
ডিজিটাল কম্পিউটার… • ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যঃ • ডিজিটাল কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশ এর ভিত্তিতে। • ডিজিটাল কম্পিউটারের কাজ করার ধরন হচ্ছে অগ্রসরমান ও পর্যায়ক্রমিক। • ডিজিটাল কম্পিউটারের ফলাফল সর্বপ্রথম প্রদর্শিত হয় মনিটরের মাধ্যমে।
হাইব্রিড কম্পিউটার • হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য • হাইব্রিড কম্পিউটার হচ্ছে এনালগ ও ডিজিটাল উভয় পদ্ধতির সমন্নয়। • হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় এনালগ প্রক্রিয়ায়। • ফলাফল প্রদান করা হয় ডিজিটাল প্রক্রিয়ায়। পূরাতন হাইব্রিড কম্পিউটার • হাইব্রিড কম্পিউটারের ব্যবহার • রোগির রক্তচাপ, হৃদযন্থের ক্রিয়া, শরীরের তাপ, ক্ষেপণাস্ত্র, নভোযান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। নতুন হাইব্রিড কম্পিউটার
সুপার কম্পিউটার • সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য • সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী, ব্যয়বোহুল ও দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার • এর সাহায্যে সূক্ষ্ণাতিসূক্ষ্ণ ও জ়টিল বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ করা যায়। • এই কম্পিউটারে কয়েক হাজার প্রসেসর একই সংগে কাজ করে। নতুন সুপার কম্পিউটার • সুপার কম্পিউটারের ব্যবহার • মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, আবহাওয়া গবেষণা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়। পুরাতন সুপার কম্পিউটার
মেইনফ্রেম কম্পিউটার • মেইনফ্রেম কম্পিউটারের বৈশিষ্ট্য • মেইনফ্রেম কম্পিউটার বিপুল পরিমাণ উপাত্ত বিশ্লেষণের কাজ করতে পারে। • এই কম্পিউটারে বিভিন্ন প্রকার এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। • উচ্চস্তরের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেও প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যায়। আধুনিক মেইনফ্রম কম্পিউটার • মেইনফ্রেম কম্পিউটারের ব্যবহার • অফিস-আদালত, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প-কারখানায়, ব্যাংক - বীমা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুরাতন মেইনফ্রম কম্পিউটার
মিনিফ্রেম কম্পিউটার • মিনিফ্রেম কম্পিউটারের বৈশিষ্ট্য • মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে মিনিফ্রেম কম্পিউটারের কাজের ক্ষমতা ও কাজের গতি তুলনামূলকভাবে কম ছিল। • মিনিফ্রেম কম্পিউটারে একসংগে অনেক ব্যবহারকারি কাজ করতে পারে। • মিনিফ্রেম কম্পিউটারও ছিল বহুমূখী ব্যবহারের কম্পিউটার। পুরাতন মিনিফ্রেম কম্পিউটার • মিনিফ্রেম কম্পিউটারের ব্যবহার • অফিস-আদালত, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প-কারখানায়, ব্যাংক-বীমা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আধুনিক ল্যাপটপ মিনিফ্রেম
পার্সোনাল বা মাইক্রোকম্পিউটার • মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্য • মাইক্রো কম্পিউটার হচ্ছে ছোট আকারের কম্পিউটার। • মাইক্রো কম্পিউটার প্রধানত একক প্রসেসর বিশিষ্ট্য হয়। • টেবিলের উপর রেখে কাজ করা যায় বলে এটিকে ডেস্কটপ কম্পিউটার ও বলা হয়। • মাইক্রো কম্পিউটারের ব্যবহার • শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজনে, অফিস-আদালত ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ল্যাপটপ ও নোটবুক,পামটপ কম্পিউটার • ল্যাপটপ, নোটবুক এবং পামটপ কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্যে বৈশিষ্টান্বিত। নোটবুককম্পিউটার ল্যাপটপ কম্পিউটার পামটপ কম্পিউটার
একক কাজ • ডিজিটাল কম্পিউটারের একটি বৈশিষ্ট্য বল। মিলিয়ে নাও- • ডিজিটাল কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশ এর ভিত্তিতে।
দলীয় কাজ প্রতি দশ জন করে দলে বিভক্ত হয়ে নিম্নের কম্পিউটার গুলি বিভিন্ন শ্রেণিতে ভাগ কর। সুপার কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটার মিনিফ্রেম কম্পিউটার মাইক্রো কম্পিউটার
মূল্যায়ন • আমরাআজকিকিশিখলাম----- • কম্পিউটার বলতে কি বুঝায়? • আকার ও আয়তন অনুসারে কম্পিউটার কত প্রকার ও কি কি? • বিভিন্নপ্রকার কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি কি কি? • বিভিন্নপ্রকার কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলি কি কি?
বাড়ীর কাজ • কম্পিউটারের শ্রেণি বিভাগ করে যেকোন চারটি কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখে আনবে।