280 likes | 893 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. মুহাম্মাদ আলামগীর হোসেন সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ শৈলকুপা, ঝিনাইদহ সেল ফোন - ০১৭১৪ ৩২৩ ১০১ email:alamgirf75@gmail.com. পাঠ পরিচিতি. শ্রেণি: দ্বাদশ বিষয়: ইসলামের ইতিহাস পাঠ শিরোনাম:
E N D
শিক্ষক পরিচিতি মুহাম্মাদ আলামগীর হোসেন সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ শৈলকুপা, ঝিনাইদহ সেল ফোন-০১৭১৪ ৩২৩ ১০১ email:alamgirf75@gmail.com
পাঠ পরিচিতি শ্রেণি: দ্বাদশ বিষয়: ইসলামের ইতিহাস পাঠ শিরোনাম: সম্রাট শাহজাহানের আমলে স্থাপত্য শিল্পের বিকাশ অধ্যায়: তিন সময়: ১ ঘণ্টা
শিখনফল • সম্রাট শাহজাহান কে ছিলেন তা বলতে পারবে। • সম্রাটের শাসনকাল লিখতে পারবে। • তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে পারবে। • স্থাপত্য শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান ব্যাখ্যা করতে পারবে।
সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহল
সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহল
আজকের পাঠ সম্রাট শাহজাহানের শাসনামলে স্থাপত্য শিল্পের বিকাশ
সম্রাট শাহজাহান(১৬২৭-১৬৫৮)
একক কাজ • সম্রাট শাহজাহান কে ছিলেন? • সম্রাট শাহজাহান এর শাসনকাল লিখ।
সংশোধনী • সম্রাট শাহজাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট।তিনি স্থাপত্য শিল্পের বিশেষ অনুরাগী ছিলেন। তাঁর শাসনামলে মুঘল স্থাপত্য কর্ম বিশ্বে সুপরিচিতি লাভ করে এবং উন্নতির চরম শিখরে আরোহণ করে। এজন্য সম্রাট শাহজাহান-এর শাসন কালকে মুঘল শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। • সম্রাট শাহজাহান ১৬২৭ খ্রি: থেকে ১৬৫৮ খ্রি: পর্যন্ত দিল্লীর সিংহাসনে আসীন ছিলেন।
লাল দূর্গ দেওয়ান-ই-খাস ময়ুর সিংহাসন দেওয়ান-ই-আম
জোড়ায় কাজ • সম্রাট শাহজাহান-এর পাঁচটি স্থাপত্য শিল্পের নাম লিখ।
সংশোধণী সম্রাট শাহজাহান এর ৫ টি স্থাপত্য শিল্প হলঃ (১)তাজমহল (২)লাল কেল্লা (৩)ময়ুর সিংহাসন (৪)দিওয়ান-ই-আম (৫) দিওয়ান-ই-খাস
দলীয় কাজ • তাজমহল-এর উপর একটি টিকা লিখ।
সংশোধণী 1.তাজমহল বিশ্বের বিস্ময় এবং মধ্যযুগীয় পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। এটি পত্নী প্রেমের এক অনন্য দৃষ্টান্ত । মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখার জন্য আগ্রার যমুনা নদীর তীরে অনিন্দ্য সুন্দর এক স্মৃতি সৌধ নির্মাণ করেন। এটি নির্মাণ করতে ২০ হাজার লোকের ২২ বছর সময় লেগেছিল এবং এতে প্রায় ৩ কোটি মুদ্রা ব্যয় হয়েছিল। এর শিল্পী ছিলেন বিশ্বখ্যাত নির্মাতা ওস্তাদ ঈশা খাঁ(ফরাসি পরিব্রাজক টেভার্নিয়ার মতে)।
মূল্যায়ণ • সম্রাট শাহজাহান কে ছিলেন? • সম্রাট-এর শাসনের সময় উল্লেখ কর। • সম্রাট শাহজাহান-এর পাঁচটি স্থাপত্য শিল্পের নাম বল।
বাড়ির কাজ • স্থাপত্য শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান মুল্যায়ণ কর।