180 likes | 590 Views
শুভেচ্ছা. উপস্থাপনায়. মুহাম্মাদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (কম্পিউটার ) বাকেরগঞ্জ মহিলা দাখিল মাদরাসা, বাকেরগঞ্জ ।. পাঠ পরিচিতি. শ্রেণি : নবম বিষয় : সামাজিক বিজ্ঞান অধ্যায় : তৃতীয় সময় : ৪০ মিনিট ।. পর্বত. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা- পর্বতের সংজ্ঞা দিতে পারবে।
E N D
উপস্থাপনায় মুহাম্মাদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (কম্পিউটার ) বাকেরগঞ্জ মহিলা দাখিল মাদরাসা,বাকেরগঞ্জ ।
পাঠ পরিচিতি শ্রেণি : নবম বিষয় : সামাজিক বিজ্ঞান অধ্যায় : তৃতীয় সময় : ৪০ মিনিট ।
শিখনফল • এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • পর্বতের সংজ্ঞা দিতে পারবে। • ২. পর্বতের প্রকারভেদ নির্ণয় করতে পারবে। • ৩. আগ্নেয় পর্বতের গঠন ব্যাখ্যা করতে পারবে। • স্তূপ ও ল্যাকোলিথ পর্বতের বিশ্লেষণ • করতে পারবে।
আগ্নেয় পর্বত ল্যাকোলিথ পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত
একক কাজ আগ্নেয় পবর্ত কাকে বলে?
আগ্নয় বা সঞ্চয়জাত পর্বত আগ্নয় বা সঞ্চয়জাত পর্বত আগ্নয় বা সঞ্চয়জাত পর্বত আগ্নয় বা সঞ্চয়জাত পর্বত
জোড়ায় কাজ পর্বত কত প্রকার ?সঞ্চয়জাত পর্বতের বর্ণনা দাও।
ল্যাকোলিথ পর্বত ল্যাকোলিথ পর্বত স্তূপ পর্বত স্তূপ পর্বত
দলীয় কাজ: স্তূপ ও ল্যাকোলিথ পর্বতের গঠন প্রণালী বিশ্লেষণ কর
দলীয় কাজের উত্তর মিলিয়ে নাও উত্তর: ভূআলোড়নের ফলে ভূত্বকের শিলাস্তর খাড়াভাবে ফেটে গিয়ে এর একাংশ ভূগর্ভে বসে যায় এবং অন্য অংশ উপত্যাকার সৃষ্টি হয়ে স্তূপ পর্বত গঠিত হয়। ভূঅভ্যান্তরের গলিত শিলা গ্যাসের দ্বারা উপরে উঠে আসার চেষ্টা করে কিন্তু দূর্বল ফাটল না থাকায় এক স্থানে জমাট বেঁধে গম্বুজ আকার ধারণ করে ল্যাকোলিথ পর্বত গঠিত হয়।
মূল্যায়ন 1. ভঙ্গিল পর্বত কাহাকে বলে ? ২. পর্বত প্রকার কত প্রকার ও কী কী ? ৩. আগ্নেয় পর্বতের গঠন প্রণালী ব্যাখ্যা কর । ৪. স্তূপ ও ল্যাকোলিথ পর্বত বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
বাড়ির কাজ বাংলাদেশের কোথায় পর্বত রয়েছে ? মানচিত্র অংকন করে দেখাও।