180 likes | 309 Views
স্বাগতম. পরিচিতি. জাহানারা বেগম সহকারী শিক্ষক (কম্পিউটার) মির্জাপুর আলিম মাদ্রাসা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।. শ্রেণী: নবম বিষয়: কৃষি শিক্ষা অধ্যায়: তৃতীয়. বাংলাদেশের মৎস সম্পদের উৎস. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা- উৎসের প্রকারভেদ বলতে পারবে।
E N D
পরিচিতি জাহানারা বেগম সহকারী শিক্ষক (কম্পিউটার) মির্জাপুর আলিম মাদ্রাসা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
শ্রেণী: নবম বিষয়: কৃষি শিক্ষা অধ্যায়: তৃতীয়
বাংলাদেশের মৎস সম্পদের উৎস
শিখনফল • এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • উৎসের প্রকারভেদ বলতে পারবে। • মৎস সম্পদ হ্রাসের কারন নির্নয় করতে পারবে • মৎস সম্পদ বৃদ্ধির উপায় ব্যাখ্যা করতে পারবে।
আভ্যান্তরীন জলাশয় দুই প্রকার যথা: ১. আভ্যান্তরীন বদ্ধ জলাশয় ২. আভ্যান্তরীন মুক্ত জলাশয়
কারনসমুহ পলি পড়ে ভরাট হওয়ায় জলাসয়ের আয়তন সংকোচন অপরিকল্পিত বাঁধ নর্মান ও পানি সেচ নির্বিচারে পোনা বিনষ্ট করা ও ডিমওয়ালা মাছ ধরা
নি্র্দিষ্ট জলাশয়ের ইজারা প্রথা বিলোপ করা হয়েছে। খাস বদ্ধ জলাশয়ের রাজস্বভিত্তিক ইজারা প্রথার পরিবর্তে দীর্ঘ মেয়াদী উৎপাদন পরিকল্পনা ভিত্তিক ইজারা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছৈ। অবৈধ জাল ব্যবহার ও নির্বিচারে ও ছোট ছোট মাছ ধরা বন্ধের জন্য মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন কর্মসুচি জোরদার করা হয়েছে।
দলীয় কাজ মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ হ্রাসের কারন ব্যাখ্যা কর।
মুক্ত জলাশয়ের উল্লখযোগ্য কারনগুলো হল যেমন: পলি পড়ে ভরাট হওয়ায় জলাশয়ের আয়তন সংকোচন অপিরিকল্পিত বাধ নির্মান ও পানি সেচ নির্বিচারে পোনা বিনষ্ঠ করা ও ডিমওয়ালা মাছ ধরা শীত মৌসুমে বহু বিল ও নিচু অঞ্চল শুকিয়ে যাওয়া মৎস ক্ষেত কৃষি ক্ষেতে রুপান্তর মৎস প্রনয়ন ও চলাচলের স্বাভাবিক পরিবেশ বিনষ্টকরণ
মূল্যায়ন মৎস সম্পদ কি? অভ্যান্তরিন বদ্ধ জলাশয় বলতে কি বুঝ? অভ্যান্তরিন মুক্ত জলাশয় বলতে কি বুঝ?
বাড়ির কাজ মৎস্যচাষের উপকারীতাগুলো লিখ।