140 likes | 406 Views
স্বাগতম. পরিচিতি. বিষয়ঃইসলাম শিক্ষা শ্রেনীঃনবম পাঠঃসূরা আত-তীন উপস্থাপনায়ঃ মাহফুজা বেগম সহকারী শিক্ষিকা সরকারী পি,এন বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী. শিখন ফল. সূরা আত তীন কোথায় অবতীর্ণ ও এর আয়াত সংখ্যা কত তা বলতে পারবে। সূরা আত তীনের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ বলতে পারবে।
E N D
পরিচিতি বিষয়ঃইসলাম শিক্ষা শ্রেনীঃনবম পাঠঃসূরা আত-তীন উপস্থাপনায়ঃমাহফুজাবেগম সহকারী শিক্ষিকা সরকারী পি,এন বালিকা উচ্চবিদ্যালয়,রাজশাহী
শিখন ফল • সূরা আত তীন কোথায় অবতীর্ণ ও এর আয়াত সংখ্যা কত তা বলতেপারবে। • সূরা আত তীনের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ বলতে পারবে। • সূরা আত তীনের শানেনূযুল বলতে করতে পারবে। • সূরা আত তীনের শিক্ষা ব্যাখ্যা করতে পারবে।
কয়েকটি ফলের নাম বল দেখি। • পবিত্র কুরআন মাজিদে ফলের নাম দিয়ে যে সূরা অবতীর্ণ হয়েছেতার নাম কী?
সূরা আত তীন • আয়াত সংখ্যাঃ ৮ • মক্কায় অবতীর্ণ।
নিচের শব্দার্থ গুলো লক্ষ্য করঃ • আত তীন=আঞ্জীর বা ডুমুর জাতীয় ফল। • আয যায়তুন=জলপায় জাতীয় ফল। • আল ইনসান= মানুষ জাতি। • আজরুন=পুরস্কার,প্রতিদান। • তাকবিমুন=আকৃতি।
শানেনুযূল • এ সূরায় দুইটি অতি উপকারী বৃক্ষ ও ফল এবং দুইটি পবিত্র স্থানের নামে শপথ করা হয়েছে।বৃক্ষ দুইটি হল আঞ্জীর এবং যায়তুন।আঞ্জীর বৃক্ষের ফল অতি উপাদেয়।আর যায়তুনের ফল বরকতময় এবং এর তেল অত্যন্ত উপকারী। • তুরপর্বত হযরত মুসা (আ)-এর আল্লাহর সাথে কথোপকথন স্থল আর বালাদুলআমীন হচ্ছে মক্কাশরীফ, যা রাসূল(স) –এর জন্মস্থান। • এখানেইমসজিদুল হারাম অবস্থিত,যেখানে সকল ধরণের রক্তপাত নিষিদ্ধ। এসূরায় মহিমান্বিত এস্থানগুলোর উল্লেখ করে মানব জাতিকে ঈমান ও সৎ কর্মের প্রতি আহবান জানিয়েই নাযিল হয়েছে।
সূরা আত তীনের শিক্ষা • মানুষ কে উত্তম গঠন ও জ্ঞানে বিভূষিত করন। • মানুষ ই হতে পারে পশুর চেয়ে অধম। • মুমিন ও নেককার তারা এ পর্যায়ে পৌছেনা। • মানব জাতির দুইটি শ্রেণীর কর্মফল এক নয়। • উপযুক্ত শাস্তি এবং পুরস্কার প্রদানের স্থান এ পৃথিবী নয়। • আল্লাহপাক হচ্ছেন বিচারকের মহা বিচারক।
একক কাজ • সূরা আত তীনে কিসের শপথ করা হয়েছে।
দলীয় কাজ • সূরা আত তীনের শিক্ষাবিশ্লেষন কর।
মূল্যায়ন • সূরাতীন কোথায় অবতীর্ণ হয়। • এর আয়াত সংখ্যা কত। • সূরা তীনের শানেনুযূল বল। • আত তীন ও যায়তুন শব্দের অর্থ বল। • সূরা তীনের দুইটি শিক্ষা বল।
বাড়ীর কাজ • সূরা তীনের আলোকে আমাদের জীবন কী ভাবে পরিচালনা করা দরকার ,বিশ্লেষন কর।