160 likes | 362 Views
স্বাগতম. সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা. পাঠ উপস্থাপনায় আমি. মোঃ দেলোয়ার হোসেন সহকারী শিক্ষক ঝওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামালপুরসদর,জামালপুর।. পাঠ পরিচিতি শ্রেণীঃ- নবম আজকের বিষয়ঃ-কম্পিউটার. শিখন ফল
E N D
স্বাগতম সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা
পাঠ উপস্থাপনায় আমি মোঃ দেলোয়ার হোসেন সহকারী শিক্ষক ঝওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামালপুরসদর,জামালপুর।
পাঠ পরিচিতি শ্রেণীঃ- নবম আজকের বিষয়ঃ-কম্পিউটার
শিখন ফল • কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারবে • কম্পিউটার কিভাবে কাজ করে তা বলতে পারবে। • হার্ডওয়্যার ও সফটওয়্যার কী তা বলতে পারবে। • কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইজ কী তা বলতে পারবে।
সাধারণভাবে বলা যায় কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র।অর্থাৎ আমাদের অতি চেনা ক্যালকুলেটরের বৃহৎ সংস্করণ ।কম্পিউটার একটি জটিল প্রযুক্তির সম্বয়ে গঠিত, অথচ মানুষের দেয়া নির্দেশ ছাড়া চলতে পারে না তাহাকে কম্পিউটার বলে।
কম্পিউটার কিভাবে কাজ করে ? মনিটর মাউস কী বোড
সিপিইউ প্রিণ্টার
কেন্দ্রীয় প্রক্রিয়া করণ ইউনিট ইনপুট আউটপুট
হার্ডওয়্যার ও সফটওয়্যার কী?
কম্পিউটারের যেসব উপকরণসমূহকে ‘দেখা’ বা ধারা যায় সেসব ষন্ত্রাংশ সমূহকেই একত্রে হার্ডওয়্যার বলে। • কম্পিউটারের ভাষায় লিখিত প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে।
কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইজ কী? আউটপুট ডিভাইজ ইনপুট ডিভাইজ
যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে ত্বথ্য প্রেরণ করা হয় তাহাকে ইনপুট ডিভাইজ বলে।যেমনঃ- কী বোর্ড,মাউস • যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার আউটপুট বা ফলাফল আকারে প্রকাশ করে, তাহাকে আউটপুট ডিভাইজ বলে। যেমনঃ-মনিটর,স্পিকার
দলীয় কাজ • সফটওয়্যার কম্পিউটারে কী ধরণের কাজ সম্পাদন করে তা আলোচনা কর।
পাঠ মুল্যায়ন • ইনপুট ও আউটপুট ডিভাইজ কাকে বলে? • মনিটর ও কী বোড কী ধরণের ডিভাইজ? • কয়েকটি হার্ডওয়্যারের নাম বল?