220 likes | 294 Views
স্বাস্থ্য সেবা আইন এবং আপনি. মূল সমস্যা:. বীমা কোম্পানিগুলো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে 129 মিলিয়ন আমেরিকানকে তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে । গত এক দশকে প্রিমিয়াম বেড়েছে দ্বিগুণ আর বীমা কোম্পানিগুলোর লাভ হয়েছে আকাশচুম্বী।
E N D
মূল সমস্যা: বীমা কোম্পানিগুলো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে 129 মিলিয়ন আমেরিকানকে তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। গত এক দশকে প্রিমিয়াম বেড়েছে দ্বিগুণ আর বীমা কোম্পানিগুলোর লাভ হয়েছে আকাশচুম্বী। কোটি কোটি মানুষের যথোপযোগী বীমা ছিল না, আর যাদেরও বা ছিল তারাও সেটা হারাবার ভয়ে ছিল। এবং 50 মিলিয়ন আমেরিকানের কোন বীমাই ছিলনা।
স্বাস্থ্য সেবা আইন প্রেসিডেন্ট ওবামা 2010 সালের মার্চ মাসেএফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আইনে স্বাক্ষর করেন।
আইনটি আপনার জন্য কি অর্থ বহন করে:4টি বিষয় জানতে হবে বীমা সংস্থার জঘন্য অপব্যবহার বন্ধ করে স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে মেডিকেয়ারকে আরো শক্তিশালী করে তোলে বীমার আওতায় আসার আরো ভালো সুযোগ দেয়
আইনটি বীমা কোম্পানি কর্তৃকআপনার দুর্বলতার সুযোগ নেয়া বন্ধ করে আজকের বীমা কোম্পানির জন্য যা অবৈধ: অ্যাজমা কিংবা ডায়াবেটিস-এর মত পূর্ব বিদ্যমান রোগে আক্রান্ত শিশুদের বীমাভুক্তি বাতিল করে দেয়া। আপনি অসুস্থ হলে তারা আপনাকে কতটা সেবা দিবে সেটার একটা সময়সীমা বেঁধে দেয়া। আপনি অসুস্থ হয়ে পড়ার পর আপনার কাগজপত্রে ভুলের জন্য আপনার বীমাভুক্তি বাতিল করে দেয়া। এছাড়াও...
আইনটি বীমা কোম্পানি কর্তৃকআপনার দুর্বলতার সুযোগ নেয়া বন্ধ করে “জীবন রক্ষাকারী হৃদচিকিৎসার পরের দিনে নবজাতকের স্বাস্থ্য বীমার বীমাভুক্তি প্রত্যাখ্যান” -- ABC News “নিম্নমানের স্বাস্থ্য বীমা পলিসি রোগীদের অসহায় অবস্থায় ফেলে রেখে যায়” -- USA Today “ওয়েলপয়েন্ট সবসময়ই স্তন ক্যান্সার আক্রান্তদের বাতিলের তালিকায় রাখে” -- The Huffington Post
আইনটি স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করেঅনেক ক্ষেত্রেই, প্রতিষেধক সেবাগুলো আপনি বিনামূল্যে পেতে পারেন: • ক্যান্সার স্ক্রিনিং যেমন মেমোগ্রামস এবং কোলোনস্কপিস • টিকাদান যেমন ফ্লু, মাম্পস, হাম • রক্ত চাপ স্ক্রিনিং • কোলেস্টেরল স্ক্রিনিং • তামাক ছাড়ায় পরামর্শ এবং মধ্যস্থতা • জন্মনিয়ন্ত্রণ • বিষাদগ্রস্থতা স্ক্রিনিং • এছাড়াও... পূর্ণ তালিকার জন্য ভিজিট করুন www.healthcare.gov/prevention
আইনটি স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে 60% / 40% 80% / 20% আগে, বীমা কোম্পানিগুলো প্রতিটি প্রিমিয়াম ডলারে 40 সেন্টেরও বেশি ব্যয় করত আনুষঙ্গিক খরচ, বাজারজাতকরণ এবং সিইওদের বেতনের পেছনে। এখন, 80/20 নিয়ম অনুযায়ী বীমা কোম্পানিকে প্রতিটি প্রিমিয়াম ডলারে কমপক্ষে 80 সেন্ট অবশ্যই আপনার স্বাস্থ্য সেবা কিংবা সেবার মানোন্নয়নে ব্যয় করতে হবে। যদি তারা তা না করে, তবে তাদেরকে টাকা ফেরত দিতে হবে।
আইনটি স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে “স্বাস্থ্য রেয়াত চেক এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আইনের আওতায় আসতে শুরু করেছে” -- The Tampa Tribune “মিসৌরী, ইলিনইস তাদের খদ্দেরদের স্বাস্থ্য সেবা নীতির রেয়াতের আওতায় নিয়ে আসছে” -- St. Louis Post-Dispatch “স্বাস্থ্য বীমা 81,000 ওহিও বীমাধারীদের রেয়াত দিচ্ছে” -- Cleveland Plain Dealer
আইনটি স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে আগে, ছোট ব্যবসাগুলো বড় কোম্পানিগুলোর চেয়ে প্রায় 18 শতাংশ বেশি স্বাস্থ্য বীমা পরিশোধ করত। এখন, ছোট ব্যবসাগুলো তাদের কর্মচারীদের বীমাভুক্তি পরিশোধ করার জন্য ট্যাক্স ক্রেডিট পেতে পারে।
আইনটি স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে “2010 এ আমরা প্রায় $11,000 কর্মচারীদের স্বাস্থ্য বীমা পরিশোধ করেছি।ট্যাক্স ক্রেডিট আমাদের $2,000 এরও বেশি ব্যয় কমিয়েছে।ছোট ব্যবসাগুলো স্বাস্থ্য বীমাভুক্তি বজায় রাখতে লড়াই করে যাচ্ছে এবং পার্থক্যটা এখানেই।আমরা আসলে আমাদের বীমাগুলো ফেলে দেয়ার চিন্তা করছিলাম, কিন্তু ট্যাক্স ক্রেডিট ত্বরান্বিত করেছেসমতা আনয়নে এবং বীমাভুক্তি বজায় রাখতে আমাদের সাহায্য করেছে।” --Matt H. in Montana
আইনটি মেডিকেয়ারকে আরো শক্তিশালী করে তোলে বিনামূল্যে প্রতিষেধক সেবা যেমন মেমোগ্রামস, কোলোনস্কপিস এবং একটি বার্ষিক সুস্থতা নির্ণয়। কিছু আওয়াভুক্ত ব্যবস্থাপত্রে ব্র্যান্ড নামের ঔষধগুলোর উপর 50% ড্রাগ ডোনাট ছাড়- গড়ে জনপ্রতি প্রায় $650 এরও বেশি সঞ্চয়। অপরাধীদের জন্য কঠোর শাস্তি সহ প্রতারণার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ।
আইনটি মেডিকেয়ারকে আরো শক্তিশালী করে তোলে “আমি একজন দাদি যে একজন নাতিকে তার শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করছে।আমি সাতটি ভিন্ন ঔষধ গ্রহণ করি।ডোনাট হোল বন্ধ হওয়ায় এটা আমার পকেটে কিছু টাকা জমায়।’’ - Helen R. in Pennsylvania
এই আইন বীমাভুক্তি অর্জনের জন্য আরো ভাল উপায় প্রদান করে কোটি কোটি আমেরিকান যারা নিজেদের বীমাভুক্তি কেনে, বীমাভুক্তি হারিয়ে ফেলে কিংবা যাদের আদৌ কোন বীমাভুক্তি নেই, এই আইন তাদেরকে আরো ভাল উপায় প্রদান করে।
আইনটি বীমাভুক্তি অর্জনের জন্য আরো ভাল উপায় প্রদান করে 26 বছরের কম বয়সের তরুণ প্রাপ্তবয়স্করা এখন তাদের পিতামাতার স্বাস্থ্য প্ল্যান এর আওতায় থাকতে পারবে। “আমি সত্যিকার অর্থে জানিনা আমাদের কি করতে হত...এটার ব্যয়ভার বহন করার আমাদের আর কোন উপায় ছিলনা।আমি হয়তো ঠিক এখন এখানে থাকতাম না।’’ --Kylie L., 23, in Illinois, যিনি স্বাস্থ্য সেবা নীতি নিয়েছেনজীবন রক্ষাকারী হার্ট ট্রান্সপ্ল্যান্ট সেবার জন্য
আইনটি বীমাভুক্তি অর্জনের জন্য আরো ভাল উপায় প্রদান করে ক্যান্সার কিংবা হৃদরোগের মত পূর্ব বিদ্যমান রোগের কারণে বীমা মার্কেটে ঢুকতে না পারা লোকদের জন্য প্রত্যেকটি অঙ্গরাজ্যে নতুন অনেক প্ল্যান আছে। যখন আমার রোগটি ধরা পড়ে তখন ওরা আমাকে বলেছিল যে শতকরা 60 ভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আমার।সেটা অনেক ভালো একটি ব্যাপার, কিন্তু আমি আর্থিক ব্যাপারে ভয়ানক ভাবে চিন্তিত ছিলাম।এখন আমার এটা মনে হয়না যে আমরা এটার ব্যয়ভার বহন করতে পারবনা” --Gail O. in New Hampshire আরো জানতে ভিজিট করুন www.PCIP.gov
আইনটি বীমাভুক্তি অর্জনের জন্য আরো ভাল উপায় প্রদান করে 2014 তে শুরু হতে যাচ্ছে: • মহিলা হওয়ার কারণে কিংবা পূর্ব বিদ্যমান রোগের কারণে মানুষকে বৈষম্য করা অবৈধ। • সেখানে নতুন কিছু স্টেট-বেজড মার্কেটপ্লেস যাকে বলে এফোর্ডেবল ইনস্যুরেন্স এক্সচেঞ্জ- থাকবে যেখানে আপনি ব্যক্তিগত প্ল্যান বাছাই করতে পারবেন। • ট্যাক্স ক্রেডিট বীমা কেনাকে অনেক সহজলভ্য করবে।
আইনটি বীমাভুক্তি অর্জনের জন্য আরো ভাল উপায় প্রদান করে যাই ঘটুক না কেন, আপনি পাচ্ছেন সহজলভ্য স্বাস্থ্য বীমা।
আইনটি সেবা প্রাপ্তির পরিধি বাড়ায়দেশ জুড়ে কম্যুনিটিতে হাজার হাজার নতুন ডাক্তার এবং সেবিকা আছে এবং আরো কোটি কোটি মানুষ সেবা পাচ্ছে।
আইনটি যা প্রদান করছে অনেক স্বতন্ত্র বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন যে ঘাটতি দূরীকরণে আইনটি কোন প্রভাব ফেলবে না।
আইনটির ব্যাপারে 4 টি বিষয় মনে রাখতে হবে বীমা সংস্থার জঘন্য অপব্যবহার বন্ধ করে স্বাস্থ্য বীমাকে আরও সুপ্রাপ্য করে মেডিকেয়ারকে শক্তিশালী করে তোলে বীমার আওতায় আসার আরো ভালো সুযোগ দেয়
আরো বেশি জানুন সংযুক্ত থাকুন http://www.healthcare.gov/