160 likes | 437 Views
স্বাগতম. শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. মোঃ মাসুম বিল্লাহ প্রভাষক, জীববিজ্ঞান এস এম হাবিবুর রহমান পৌর কলেজ,চৌগাছা সেলফোন নম্বর : 0 ১৭২৪ ৯৪৯৩৫২ E-mail: masumbillah 1709 @ gmail.com. পাঠ পরিচিতি. বিষয়: উদ্ভিদ বিজ্ঞান শ্রেণী: একাদশ অধ্যায়: নবম পাঠ: আবহাওয়া ও জলবায়ু. শিখনফল.
E N D
স্বাগতম শুভেচ্ছা
শিক্ষক পরিচিতি মোঃ মাসুম বিল্লাহ প্রভাষক, জীববিজ্ঞান এস এম হাবিবুর রহমান পৌর কলেজ,চৌগাছা সেলফোন নম্বর: 0১৭২৪৯৪৯৩৫২ E-mail: masumbillah1709@ gmail.com
পাঠ পরিচিতি বিষয়: উদ্ভিদ বিজ্ঞান শ্রেণী: একাদশ অধ্যায়: নবম পাঠ: আবহাওয়া ও জলবায়ু
শিখনফল • গ্রিন হাউস প্রতিক্রিয়া কি তা বলতে পারবে। • গ্রিন হাউস প্রতিক্রিয়া কীভাবে সংঘটিত হয় তাবর্ণনা করতে পারবে। • গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে পরিবেশের কি কি পরিবর্তন ঘটে তা বিশ্লেষন করতে পারবে। • গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা কি তা উল্লেখ করতে পারবে।
আজকের পাঠ • গ্রিন হাউস প্রতিক্রিয়া ও ফলাফল
ছবিটি লক্ষ কর গ্রীন হাউস অর্থ সবুজ ঘর। যেখানে ঘরের মধ্যে লাগনো গাছ সূর্য থেকে আসা আলোক রশ্মি হতে তাপ শোষণ করে। ফলে ঘরের পরিবেশ গরম থাকে।
নিচে আরও কিছু ছবি লক্ষ করি বায়ু মণ্ডল ও কাচের ঘরের মধ্যে তুলনা
শীত প্রধান দেশে শীতের প্রকোপ থেকে বাচার জন্য কাচের ঘরের মধ্যে সবুজ গাছ পালা লাগিয়ে ঘর গরম রাখা হয় । সূর্যালোক হতে আসা দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মি কাচের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। ঐ তাপ গাছ পালা,প্রানির দেহে শোষিত হয়। শোষিত তাপের কিছু টা আবার প্রকৃতিতে ছেড়ে দেয় । এই তাপ ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট হওয়ায় তা ঐ কাচ ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না। এ জন্য কাচের ঘর গরম থাকে। আমাদের চার পাশের বায়ু মণ্ডল গ্রীন হাউস আর অনুরুপ ভুমিকা পালন করে।
নিন্মে আর কিছু ছবি লক্ষ করি
গ্রীন হাউসের ক্ষতিকর প্রভাব • সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। • উপকূলীয় অনেক দেশ ও শহর সমুদ্র গহ্বরে বিলিন হবে। • বাংলাদেশের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যাবে। • শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়ার মত অনেক দরিদ্র দেশের বেশির ভাগ স্থলভাগ পানিতে ডুবে যাওয়ার ফলে খাদ্য, বিশুধ পানি ,অতিরিক্ত জন সংখ্যা সহ নানা সমাস্যা দেখা দেবে। • গাছপালা ,প্রাণী, এমনকি সুন্দরবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার ফলে পরিবেশের উপর মারাত্নক বিপর্যয় ঘটবে। • গবাদিপশু সহ জীববিচিত্রের বিপর্যয় ঘটবে। দলীয় কাজ
গ্রীন হাউসের প্রয়োজনীয়তা • শীত প্রধান দেশে শীতের হাত থেকে বাচার জন্য কৃত্রিমভাবে কাচের ঘরের মধ্যে গাছ লাগানো হয়। • বায়ু মণ্ডল গ্রীন হাউসের মত ভুমিকা পালন করে,ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে। • বায়ুমণ্ডল সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীব জগতকে বাঁচিয়ে রাখে। একক কাজ
পাঠ মূল্যায়ন • গ্রীন হাউস প্রতিক্রিয়া কি? • গ্রীন হাউস প্রতিক্রিয়া ফলে কি কি ক্ষতি হতে পারে? • গ্রীন হাউস প্রতিক্রিয়ার সাথে কোনটির মিল রয়েছে?
বাড়ির কাজ • পৃথিবির মানচিত্র দেখে সুমুদ্র উপকূলীয় কয়েকটি দেশের নাম লিখে আনতে হবে। • গ্রীন হাউস এর কয়েকটি ক্ষতিকর প্রভাব লিখে আনতে হবে।
ধন্যবাদ সবার জীবন সুখময় হোক