180 likes | 459 Views
স্বাগতম. পরিচিতি. মোছাঃ আকলিমা খাতুন সহকারী শিক্ষক (কম্পিউটার) টোকরাভাষা তহিবন নেছা উচ্চ বিদ্যালয়। দেবীগঞ্জ , পঞ্চগড় ।. বিষয়ঃবাংলা ৬ষ্ঠ শ্রেণি সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ২৩/০১/২০১৩ইং. মুজিব রোকনুজ্জামান খান-. এই পাঠ শেষে শিক্ষার্থীরা-. কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে।
E N D
পরিচিতি মোছাঃআকলিমা খাতুন সহকারী শিক্ষক (কম্পিউটার) টোকরাভাষা তহিবন নেছা উচ্চ বিদ্যালয়। দেবীগঞ্জ, পঞ্চগড়। • বিষয়ঃবাংলা • ৬ষ্ঠ শ্রেণি • সময়ঃ ৪০ মিনিট • তারিখঃ২৩/০১/২০১৩ইং
মুজিব রোকনুজ্জামানখান-
এই পাঠ শেষে শিক্ষার্থীরা- কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে। শব্দার্থ ও বাক্য রচনা করতে পারবে । কবিতার মুল ভাব বর্ননা করতে পারবে।
জন্ম- ১৯২৫ সাল তিনি দৈনিকমিল্লাত,সাপ্তাহিক পূর্ব দেশ ইত্যাদি পত্রিকায় নিয়জিতছিলেন । তার ছড়াগুলো হচ্ছে,আজব হলে ও গুজবনয়,খোকন খোকন ডাক পাড়িইত্যাদি। মৃত্যু= 1956 সাল
অরণ্য এলাকা বনভূমি স্বর্ণের মত বর্ণের ধান সোনাধান বালুর পলি পড়ে উৎপন্ন যে চর। বালুচর
কবিতা আবৃতি মুজিব (সম্পুর্ন কবিতা)
একক কাজ • কবির জন্ম সাল কত? • কবির মৃত্যু সাল কত?
জোড়ায় কাজ “সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর।” উপরের লাইন দুটিতে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করে লিখ?
দলীয় কাজ শেখ মুজিবুর রহমানের কর্মজগৎ নিয়ে আলোচনাকর।
মূল্যায়ন বঙ্গবন্ধু উপাধী দেয়া হয়েছে কাকে? বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় ? তিনি কোথায় এবং কত তারিখে স্বাধীনতার ঘোষনা দেন?
বাড়ীর কাজ শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার ভিতর দিয়ে তোমরা কিভাবে দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা জাগিয়েতুলবে তা লিখে আনবে।