270 likes | 1.09k Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. পাঠ পরিচিতি. শ্রেণী : নবম বিষয় : জীববিজ্ঞান অধ্যায় : ছয় তারিখ : ০৫-০৪-২০১৪ইং. প্রেষণা. ছবি গুলো পর্যবেক্ষণ কর. একটি জঙ্গল যেখানে কোটি কোটি বৈশিষ্ট্যের উদ্ভিদ বিদ্যমান থাকে।.
E N D
পাঠ পরিচিতি • শ্রেণী : নবম • বিষয় : জীববিজ্ঞান • অধ্যায় : ছয় • তারিখ : ০৫-০৪-২০১৪ইং
প্রেষণা ছবি গুলো পর্যবেক্ষণ কর
একটি জঙ্গল যেখানে কোটি কোটি বৈশিষ্ট্যের উদ্ভিদ বিদ্যমান থাকে।
এই বিশান ও বৈচিত্রময় উদ্ভিদজগতকে সহজে অল্প সময়ে জানার জন্য এই উদ্ভিদ সমরাজ্যকে কি করা উচিৎ ?
পাঠ ঘোষনা আজকের পাঠ উদ্ভিদের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা নম্বর- ৪৭ সময়ঃ ৪৫ মিনিট
শিখন ফল আজকের পাঠে তোমরা যা শিখতে পারবে তা হল- ভাইরাস সৃষ্ট অনেক রোগের নাম বলতে পারবে
এবার আমরা ভিডিও টি দেখি ৪ মিনিটের ভিডিও যোগ করলে ফাইল সাইজ হয় ৩৯ এমবি, তখন আপলোড সম্ভব হয় না তাই ভিডিও টি বাদ রাখা হল Don’t Show this Slide
International Code of Botanical Nomenclature ICBN স্বীকৃত ধাপ হল উদ্ভিদজগৎ বিভাগ শ্রেণী বর্গ গোত্র বা পরিবার গণ প্রজাতি
অসংখ্য উদ্ভিদরাজির চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে এক জাতীয় উদ্ভিদকে একসাথে স্থাপন করে পৃথিবীর সব উদ্ভিদকে পর্যায়ক্রমে বিভাগ-শ্রেণী-বর্গ-গোত্র-গণ এবং প্রজাতিইত্যাদি দলে উপদলে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা যায়।
ফ্লাজেলাম কোষ প্রাচীর সাইট্রোপ্লাজমিক কোষ ঝিল্লী নিউক্লিয়ার বস্তু Clostridium ব্যাকটেরিয়াম
ভাইরাস হল- নিউক্লিক এসিড ও প্রোটিন দিয়ে গঠিত এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগজীবাণু বা রাসায়নিক বস্তু যা জীব কোষের ভেতর সক্রিয় হয়ে সংখ্যাবৃদ্ধি ও রোগ সৃষ্টি করে কিন্তু জীব কোষের বাহিরে এরা জড় বস্তুর ন্যায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
নিচের ছবিদুটোর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য কর- Spirogyra
একক কাজ স্পাইরোগাইরার বৈশিষ্ট্যগুলো লিখ সময়- ৩ মিনিট
তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও গাঢ সবুজ বর্ণের অশাখ সূত্রাকার শৈবাল। ক্লোরোপ্লাষ্ট ফিতার লম্বা। প্রতিটি কোষে একটি সুগঠিত । নিউক্লিয়াস এবং বড় কোষ গহবর আছে। পিচ্ছিল দেহ বিশিষ্ট। কোষপ্রাচির গুলো তিন স্তর বিশিষ্ট।
পাইলিয়াস গিলস অ্যানুলাস স্টাইপ Agaricus ছত্রাক ছত্রাক এক প্রকার সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ যা মাইসেলিয়ামযুক্ত বা মাইসেলিয়ামবিহীন।
ভিডিও টি দেখ মস বর্গের Bryumউদ্ভিদ মস ব্রায়োফাইটা বিভাগভূক্ত অপুষ্পক উদ্ভিদ। এরা স্থলবাসী হলেও জলের মাধ্যমে নিষেক ক্রিয়াসম্পন্ন হয় বলে এদেরকে উভচর উদ্ভিদ বলে। মসের দেহ কান্ড ও পাতার ন্যায় অঙ্গে বিভক্ত, কিন্তু মূরের পরিবর্তে রাইজয়েড থাকে।
ফার্ণ উদ্ভিদ ফার্ণ উদ্ভিদ Cycasউদ্ভিদ Cycasউদ্ভিদ
এবার নিচের লাইন দুটো পড় হায় ! হায় ! বসন্ত মাস এল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল” হায় --- হাম ভাইকে- ভাইরাল হেপাটাইটিস হায় - হার্পিস ইনফ্লুয়েঞ্জা--- ইনফ্লুয়েঞ্জা বসন্ত - বসন্ত জ্বরে- জলাতঙ্ক মাস - মাম্পস পেল - পোলিও এল - এনসেফালাইটিস
চক বোর্ড ব্যবহার তোমাদের জানামতে আর কয়েকটি ভাইরাস জনিত রোগের নাম একে একে আস ও বোর্ডে লেখ।
দলীয় কাজ ৮ জন মুখোমুখি বসে দল তৈরী কর ১ম গ্রুপ • ‘ক’ চিত্র ২য় গ্রুপ ৩য় গ্রুপ • ‘খ’ চিত্র
মূল্যায়ন পৃথিবীতে কত প্রজাতির উদ্ভিদ আছে ? প্রায় সাড়ে চার লক্ষ প্রায় সাড়ে তিন লক্ষ গ ক ঘ প্রায় আড়াই লক্ষ প্রায় সোয়া দুই লক্ষ খ
কারো কোন জিজ্ঞাসা থাকলে বল ? আগামী ক্লাশে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হবে। বাড়ীর কাজ চিত্র অংকন পূর্বক ব্যকটেরিয়া আমাদের কি কি উপকার করে এবং ভাইরাসের ক্ষতিকর দিক গুলো কি কি ?
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান শেষ করছি। ধন্যবাদ