150 likes | 334 Views
স্বাগতম. মুহাম্মদ আইয়ুব সহকারি শিক্ষক বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কোরবানীগঞ্জ,চট্টগ্রাম। আইডি নং-৪৩ ব্যাচ-১১ সিপিডি অন ডিজিটাল কনটেন্ট,টিকিউআই। টিটিসি,চট্টগ্রাম।. ইসলাম ও নৈতিক শিক্ষা ৮ম শ্রেণি সময়ঃ ৪০ মিনিট।. হজ পালনের নিয়ম পাঠ-২ দ্বিতীয় অধ্যায়ঃইবাদত
E N D
স্বাগতম মুহাম্মদ আইয়ুব সহকারি শিক্ষক বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কোরবানীগঞ্জ,চট্টগ্রাম। আইডি নং-৪৩ ব্যাচ-১১ সিপিডি অন ডিজিটাল কনটেন্ট,টিকিউআই। টিটিসি,চট্টগ্রাম।
ইসলাম ও নৈতিক শিক্ষা ৮ম শ্রেণি সময়ঃ ৪০ মিনিট।
হজ পালনের নিয়ম পাঠ-২ দ্বিতীয় অধ্যায়ঃইবাদত পৃষ্ঠাঃ৩৬-৩৮
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা ইহরাম,তাওয়াফে কুদুম ও সাঈ কী তা বলতে পারবে। আরাফায় অবস্থান সর্ম্পকে বলতে পারবে। মুযদালিফায় অবস্থান,শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ,কুরবানি,তাওয়াফে যিয়ারত ও তাওয়াফে বিদা সর্ম্পকে বর্ণনা করতে পারবে।নি
ইহরাম অর্থ নিষিদ্ধকরন। শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে যিলহজ মাসের ৯ তারিখ পর্যন্ত ইহরাম বাঁধা যায়। এটি হজের আনুষ্ঠানিক নিয়ত।
ইহরাম বাঁধার পর মক্কা পৌঁছে কাবা ঘরের চারধারে সাতবার ঘুরতে হয়,এটাকে তাওয়াফে কুদুম বলা হয়।
তাওয়াফে কুদুম শেষে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাঈ করে যিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়।এটি হজের অন্যতম ফরজ।এ দিন সূর্যাস্তের সাথেসাথে আরাফার মাঠ থেকে মুযদালিফায় ফিরে আসতে হয়।এ রাত মুযদালিফায় কাটাতে হয়।
দশম দিন কুরবানির দিন।এ দিন হাজিগণ মিনায় গিয়ে প্রথমে বড় শয়তানের প্রতিকৃতিতে সাতটি কংকর নিক্ষেপ করে।কংকর নিক্ষেপের পর এ মিনাতেই কুরবানি করতে হয়।
কুরবানির পর হাজিগণ মাথা কামিয়ে ইহরাম মুক্ত হন।তারপর ওই তারিখেই অথবা ১১ কিংবা ১২ তারিখে মক্কা ফিরে কাবাঘর তাওয়াফ করতে হয়। এ তাওয়াফ কে তাওয়াফে যিয়ারত বলে।এটি হজের একটি ফরজ।
এর পর ১১ ও ১২ তারিখ এবংমিনায় থাকলে ১৩ তারিখ কংকর নিক্ষেপ করে হাজিগণ মক্কায় ফিরে আসতে পারেন। এভাবে হজের কার্যাবলি শেষ করে বহিরাগতদেরকে কাবাঘর তাওয়াফ করতে হয়।
দলীয় কাজ হজ পালনের ধারাবাহিক নিয়মগুলো উল্লেখ কর।
উত্তরবলি ইহরাম অর্থ কি ? তাওয়াফে বিদা কাদের জন্য ফরজ ? কংকর নিক্ষেপের পদ্ধতি উল্লেখ কর ?
বাড়ির কাজ আরাফার ময়দানে অবস্থান ও তাওয়াফে যিয়ারতের বর্ণনা দাও।