160 likes | 410 Views
সকলকে স্বাগতম. পরিচিতি. কাজী আল ইমরান সহকারী শিক্ষক লহ্মীপাশা আদর্শ বিদ্যালয় লোহাগড়া নড়াইল ০১৯৩৪৩৩৭৮২১ kazialemran@yahoo.com. পাঠ পরিচিতি শ্রেণী : নবম বিষয় : ভূগোল সময় : ৫০ মিনিট তারিখ : ৩১/০৩/২০১৩. চিত্রে প্রদর্শিত ছবিগুলো নগর বসতির. পাঠ শিরোনাম মানব বসতি. শিখন ফল
E N D
পরিচিতি কাজী আল ইমরান সহকারী শিক্ষক লহ্মীপাশা আদর্শ বিদ্যালয় লোহাগড়া নড়াইল ০১৯৩৪৩৩৭৮২১ kazialemran@yahoo.com
পাঠ পরিচিতি শ্রেণী : নবম বিষয় : ভূগোল সময় : ৫০ মিনিট তারিখ : ৩১/০৩/২০১৩
চিত্রে প্রদর্শিত ছবিগুলো নগর বসতির
পাঠ শিরোনাম মানব বসতি
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা গ্রামীন বসতি ও নগর বসতির ধরন বর্ণনা করতে পারবে। বসতি স্থাপনের নিয়ামক সমুহ ব্যাখ্যা করতে পারবে। গ্রামীন বসতির ধরন ও বিন্যাস বর্ণনা করতে পারবে। নগরায়ন কি তা ব্যাখ্যা করতে পারবে। নগরায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। নিজ এলাকায় বসতির ধরন ও বিন্যাস বর্ণনা করতে পারবে।
চিত্রে প্রদর্শিত ছবিগুলো গ্রামীন বসতির
পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকুল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। কোন একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে তোলার এটাই প্রথম পদক্ষেপ। মানব বসতির ধরন ক) গ্রামীন বসতি। খ) নগর বসতি।
বসতি স্থাপনের নিয়ামক ভূপ্রকৃতি পানীয় জলের সহজলভ্যতা মাটি বনাঞ্চল প্রতিরক্ষা সামাজিক বিভিন্নতা পশুচারন যোগাযোগ
দলীয় কাজ শিক্ষার্থীদের কয়েকটি সমান দলে ভাগ করব। প্রত্যেক দলে পোষ্টার পেপার সরবরাহ করব। পোষ্টার পেপারে বসতি স্থাপনের নিয়ামক সমুহ লিখতে বলব । সময় শেষ হলে প্রত্যেক দলের দলনেতা পোষ্টার পেপার উপস্থাপন করবে। নিজের তৈরি করা পোষ্টার পেপার দেখাব শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংশোধন দিব।
মূল্যায়ন শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নলিখিত প্রশ্ন করা হবে। ক) বাংলাদেশে প্রধানত কত ধরনের বসতি গড়ে উঠেছে? খ) নগরায়ন কী? গ) গ্রামীন বসতি ও নগর বসতির দুইটি বৈশিষ্ট্য বল। ঘ) বসতি স্থাপনের তিনটি নিয়ামক বল।
বাড়ির কাজ গ্রামীন বসতির ধরন ও বিন্যাস লিখে আনবে।