110 likes | 255 Views
শুভেচ্ছা. পরিচিতি. যমুনা গ্রুপ আই ডি নং ০১,০৩,০৮,২৭,২৮,৩০ পক্ষে মোঃ একরামূল হক. ৬ষ্ঠ শ্রেণী বিষয়-কৃষি শিক্ষা পাঠঃগৃহপালিত পশু ও গুরুত্ব সময়-৩০মিনিট তারিখঃ-২০-২-১৩. শিখন ফল. গৃহপালিত পশু সম্পর্কে বলতে পারবে। গৃহপালিত পশু কি কি তা নিদ্দিষ্ট করতে পারবে।
E N D
পরিচিতি যমুনা গ্রুপ আই ডি নং ০১,০৩,০৮,২৭,২৮,৩০ পক্ষে মোঃ একরামূল হক ৬ষ্ঠ শ্রেণী বিষয়-কৃষি শিক্ষা পাঠঃগৃহপালিত পশু ও গুরুত্ব সময়-৩০মিনিট তারিখঃ-২০-২-১৩
শিখন ফল • গৃহপালিত পশু সম্পর্কে বলতে পারবে। • গৃহপালিত পশু কি কি তা নিদ্দিষ্ট করতে পারবে। • গৃহপালিত পশুর বিভিন্ন উপকারীতা সর্ম্পকে লিখতে পারবে।
পাঠ ঘোষনা গৃহপালিত পশুর গুরুত্ব
উপস্থাপন গরু-মহিষ, ছাগলর-ভেড়া ইত্যাদি পশু কে আমরা গৃহে লালন-পালন করি । এদের চামরা,পশম,হাড়,ও শিং দ্বারা ব্যাগ,জুতা,বেল্ট,পোশাক,চিরুনী ও মারবেল তৈরি করা যায়। গরুর মাংস আমাদের প্রিয় খাদ্য। মাংস দিয়ে সুস্বাদু খাদ্য, যেমন-পোলাও ,চপ, কাবাব ইত্যাদি তৈরি করা যায়। দুধ দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা যায়। যেমন-দই, মিষ্টি,ঘি,মাখন,পনির, ছানা ইত্যাদি। চর্বি থেকে সাবান তৈরি করা যায়। গরুর গোবর জৈব সার ও জ্বালানী হিসেবে ব্যবহার হয়। বাণিজ্যিকভাবে গৃহ পালিত পশুকে লালন-পালনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি।
একক কাজ • উত্তর • গৃহপালিত পশুর শিং দিয়ে চিরুনী, • মারবেল তৈরী করা যায় • জমি চাষ ও গাড়ী টানার কাজে ব্যবহার • করা হয় গবর জ্বালানী হিসাবে ব্যবহার হয় • গৃহপালিত পশুর শিং দিয়ে কি কি তৈরী করা যায়? • গৃহপালিত পশু গৃস্থালীর কি কি কাজে লাগে ? জোড়ায় কাজ • উত্তর • ঘি, মাখন, পনির, ছানা, পায়েস, মিষ্টি ইত্যাদি। • দুধ দ্বারা কি কি খাদ্য তৈরী করা যায়?
দলীয় কাজ বাংলাদেশের অর্থনীতিতে গৃহপালিত পশুর গুরুত্ব বর্ণনা কর। উত্তরঃ- বাংলাদেশের অর্থনীতিতে গৃহপালিত পশুর গুরুত্ব নিম্নে দেওয়া হলঃ- গরু-মহিষের দ্বারা জমি চাষ করে ফসল উৎপাদন করা হয় । এছাড়া এক স্থান হতে অন্যস্থানে চলাচল ও পণ্য সামগ্রী আনা নেওয়আ কাজে গরু-মহিষের গাড়ি ব্যবহার করা হয় । গৃহপালিত পশুর চামড়া,পশম, ও শিং হাড়,দ্বারা ব্যাগ,জুতা বেল্ট ও পোশাক মারবেল ও রাসায়নিক সার তৈরি করে আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় ।গরু-মহিষ, ছাগলর-ভেড়ার মাংস ও দুধ আমাদের প্রিয় খাদ্য। পরিশেষে বলতে পারি গৃহপালিত পশুর গুরুত্ব অপরিসীম।
মূল্যায়ন • যে কোন দুটি গৃহপালিত পশুর নাম লিখ। • মাংস শরীর গঠনে কিভাবে সহযোগিতা করে বাড়ীর কাজ ক)বর্তমানপ্রেক্ষাপটে গৃহপালিত পশুর মাধ্যমে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। খ) যে কোন একটি গৃহপালিত পশুর চিত্র অংকন কর।