160 likes | 385 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. নাম :- শ্যামল কুমার ঘরামী. বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়. টুংগীপাড়া , গোপালগঞ্জ ।. shyamalkumargharami1979@gmail.com Cell-01728218996. পাঠ পরিচিতি. শ্রেনীঃ-ষষ্ঠ বিষয়ঃ কৃষি শিক্ষা সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ- 04-06-2014.
E N D
শিক্ষকপরিচিতি নাম:- শ্যামলকুমারঘরামী বাশুড়িয়াসেনেরচরউচ্চবিদ্যালয় টুংগীপাড়া, গোপালগঞ্জ। shyamalkumargharami1979@gmail.com Cell-01728218996
পাঠ পরিচিতি শ্রেনীঃ-ষষ্ঠবিষয়ঃ কৃষি শিক্ষাসময়ঃ ৪৫ মিনিটতারিখঃ-04-06-2014
তোমরা কি বলতে পার উপরের চিএ গুলো আমরা কোথা থেকে পাই? হ্যাঁ ,কৃষি থেকে।
পাঠ শিরোনামঃআমাদের জীবনে কৃষি
শিখনফলঃ১। কৃষির পরিধিওপরিসর ব্যাখ্যা করতে পারবে।২। কৃষিবিষয়ক তথ্যওসেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারবে।৩। কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাত সম্পর্কে অবহিত হতে পারবে।৪।কৃষি মেলার মাধ্যমে কৃষি বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে।
পাঠ উপস্হাপন ধান কৃষি সভা পাট কৃষি মেলা গম
চাল পাটের ব্যাগ রুটি
বাংলাদেশকৃষিগবেষণাপ্রতিষ্ঠানবাংলাদেশকৃষিগবেষণাপ্রতিষ্ঠান
কৃষিতথ্যওসেবাপ্রদানকেন্দ্রসমূহঃ-কৃষিতথ্যওসেবাপ্রদানকেন্দ্রসমূহঃ-
B R R I বাংলাদেশধানগবেষণাপ্রতিষ্ঠান
জোড়ায়কাজ: ১। কৃষিই মানুষের মৌলিক চাহিদা পূরণ করে? ব্যাখ্যা কর।
দলীয় কাজঃ১। পরিবারের প্রতিদিন খাদ্যের আলোকে কৃষির পরিধি কতটুকু? মতামত দাও।
মূল্যায়ন রহীম সাহেব তার বাড়ীতে বিভিন্ন ধরনের শাক-সবজি,ফুল ও ফলের বাগান করেন। উপযুক্ত পরামর্শের অভাবে তিনি বাগান থেকে ভাল ফলন পাচ্ছিলেন না। গত বছর কৃষি মেলায় গিয়ে কৃষিবিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন। এতে তার বাগানে উদ্ভুত সমস্যাগুলোর সমাধান করেন। পরবর্তীতে তিনি প্রতিবেশিদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।ক। কৃষিবিষয়ক একটি সমস্যার নাম লেখ।খ।অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে-ব্যাখ্যা কর।গ। রহীম সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা কর।ঘ। রহীম সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ কর।
বাড়ীর কাজঃ১। আমাদের জীবনে কৃষির পরিধিও পরিসরের গুরুত্ব কতখানি?-ব্যাখ্যা কর।