110 likes | 240 Views
বিসমিল্লাহির রাহমানির রাহীম. স্বাগতম. শ্রেণিঃ একাদশ বিষয়ঃ ইসলামি সংস্কৃতি অধ্যায়ঃ ইসলামি শিক্ষা ও সংস্কৃতি সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ ১০/০২/২০১৩ ইং. উপস্থাপনায়ঃ- মোঃ মোস্তাফিজুর রহমান প্রভাষক, ইসলাম শিক্ষা
E N D
বিসমিল্লাহির রাহমানির রাহীম স্বাগতম
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ ইসলামি সংস্কৃতি অধ্যায়ঃ ইসলামি শিক্ষা ও সংস্কৃতি সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ ১০/০২/২০১৩ ইং উপস্থাপনায়ঃ- মোঃ মোস্তাফিজুর রহমান প্রভাষক, ইসলাম শিক্ষা মহিলা কলেজ, সদরপুর ফরিদপুর । মোবাইলঃ ০১৭১২৭১০০৫৯ e mail- mostafizspur@gmail.com
ছবিতে কি কি দেখতে পাচ্ছ?
আজকের পাঠ পরিচিতি ইসলামি সংস্কৃতি
শিখন ফল ইসলামি সংস্কৃতি কি বলতে পারবে । ইসলামি সংস্কৃতির পরিচয় দিতে পারবে । ইসলামি সংস্কৃতির ব্যাখ্যা করতে পারবে ।
ইসলামি সংস্কৃতি হলো ইসলামি কৃষ্টি বা আচার ব্যবহার। আরবিতে বলে তাহযীব।ইংরেজিতে বলে কালচার/Culture। ইসলামের পরিভাষায় বেমানান বিষয়াদি পরিহার করে ঈমান ভিত্তিক মার্জিত উন্নত ধ্যান-ধারণা সম্বলিত মন-মানসিকতা। প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে।মুসলমানদের রয়েছে ইসলামি সংস্কৃতি। মুসলমানদের চাল-চলন, আচার-আচরণ,রীতি-নীতি যাবতীয় কর্ম-কান্ডকে ইসলামি সংস্কৃতি হিসেবে পরিচিত।
ইসলামি সংস্কৃতি হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি। মুসলমানদের খাদ্য,পোষাক-পরিচ্ছদ,আচার-ব্যবহার,চাল-চলন,কথা-বার্তা,শিক্ষা-দীক্ষা, অত্যন্ত রুচি সম্মত এবং মার্জিত। একজন মুসলমান অন্য মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে।যখন অনেক মুসলমান একত্রে বসে আহার করবে তখন তাড়াহুড়া করে অধিক আহার করবে না।বিসমিল্লাহ বলে আস্তে ধীরে আহার করবে।সবার সাথে সুন্দর ব্যবহার করবে।
বাড়ির কাজ ইসলামি সংস্কৃতির বিষয় বস্তু কি কি ?