190 likes | 374 Views
সবাইকে শুভেচ্ছা. প রিচিতি. মোঃ মোতিউল ইসলাম. ইন্সট্রাক্টর (চারু ও কারুকলা ) পিটিআই, ঝিনাইদহ ।. ক. অ. আ. খ. ক য. শ্রেণি : দ্বিতীয়. বিষয় : বাংলা. গ. ক. ই. অ. আ. পাঠ :. আমাদের ছোট নদী. (রবীন্দ্রনাথ ঠাকুর). পাঠ্যাংশ : আমাদের ছোট ...............তার পাড়ি ।. শি খন ফল.
E N D
পরিচিতি মোঃ মোতিউল ইসলাম ইন্সট্রাক্টর (চারু ও কারুকলা ) পিটিআই, ঝিনাইদহ ।
ক অ আ খ কয শ্রেণি : দ্বিতীয় বিষয় : বাংলা গ ক ই অ আ
পাঠ : আমাদের ছোট নদী (রবীন্দ্রনাথ ঠাকুর) পাঠ্যাংশ :আমাদের ছোট ...............তার পাড়ি ।
শিখন ফল শুদ্ধ উচ্চারণে ছন্দ ও তাল বজায় রেখে কবিতাংশ টুকু আবৃত্তি করতে পারবে। শব্দের অর্থ বলতে পারবে। নতুন শব্দ দিয়ে বাক্য গঠণ করে লিখতে পারবে।
কবি পরিচিতি কলকাতার এক ধনাঢ্য ও সাংস্কৃতিবান ব্রাহ্মপিরালি ব্রাহ্মণ পরিবারে ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে জন্ম গ্রহণ করেন। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৯১৩খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল প্রাইজ পান। ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দেতিনিমৃত্যুবরণকরেণ। রবীন্দ্রনাথ ঠাকুর
ভিডিও গান (নদীর কুল নাই .........)
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ,
বৈশাখ মাসে তার, হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু , পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি ।
পরের লাইনটি বলি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, .............................................। পার হয়ে যায় গরু,পার হয় গাড়ি, ........................................।
শব্দের অর্থ জানি, অর্থ জেনে বাক্য বলি : বাঁকে বাঁকে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। রাস্তার বাঁকে বাঁকে সংকেত চিহ্ন থাকে ।
ধার নদীর তীর নদীর ধারে সাদা কাশবন দেখা যায়।
ছবিটি ভাল করে পর্যবেক্ষণ করঃ নদীর পাড়টি অনেক ঢালু। নিচের শব্দগুলোর অর্থসহ বাক্য তৈরী করে খাতায় লেখ। পাড়ি ,ঢালু ।
ঠিক শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি। (ক) পার হয়ে যায় .........। ছোট ছোট (খ) আমাদের ......... নদী চলে বাঁকে বাঁকে। পাড়ি পাড়ি গরু গরু (গ) ঢালু তার ...............। নিচু
রেখা টনে মিল করি। এঁকে বেঁকে চলে হাঁটুজল নদী বৈশাখ মাসে নদীতে থাকে কাশবন
মুখে মুখে উত্তর বলি ও খাতায় লিখি (ক) বাঁকে বাঁকে কী বয়ে চলে ? (খ) বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে?
সবাইকে ধন্যবাদ