240 likes | 540 Views
শুভেচ্ছা. ১. নারায়ন চন্দ্র নাথ সহকারী শিক্ষক রাউজান আয্যমৈত্রেয় ইনস্টিটিউশন। ID: ৪২. টি , কিউ , আই , -২ সি , পি , ডি , অন ডিজিটাল কন্টেন্ট, ব্যাচঃ৬ ভেন্যুঃ টি,টি,সি, চট্টগ্রাম ।. জীববিজ্ঞান নবম শ্রেনি সময়ঃ ৫০ মিঃ. রক্ত. রক্তের ব্যাগ. রক্ত ও রক্তের উপাদান ৬ষ্ঠ অধ্যায়
E N D
শুভেচ্ছা ১. নারায়ন চন্দ্র নাথ সহকারী শিক্ষক রাউজান আয্যমৈত্রেয় ইনস্টিটিউশন। ID: ৪২ টি, কিউ ,আই,-২ সি,পি,ডি, অন ডিজিটাল কন্টেন্ট, ব্যাচঃ৬ ভেন্যুঃ টি,টি,সি, চট্টগ্রাম ।
জীববিজ্ঞান নবম শ্রেনি সময়ঃ ৫০ মিঃ
রক্ত ও রক্তের উপাদান ৬ষ্ঠ অধ্যায় ৯০ পৃষ্ঠা
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা • রক্ত কি বলতে পারবে। • রক্তের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। • রক্তের উপাদান সম্পর্কে বিশ্লেষন করতে পারবে। • রক্তের উপাদানের কাজ ব্যাখা করতে পারবে।
রক্ত • রক্ত একধরনের তরল যোজক কলা। • এটা ঈষৎ ক্ষারীয় ও লবনাক্ত। • হিমোগ্লোবিন থাকায় রক্ত লাল দেখায়।
রক্ত রস রক্ত কনিকা
রক্ত রক্তকনিকা রক্তরস
লোহিত রক্তকনিকা শ্বেত রক্তকনিকা অনুচক্রিকা
রক্তকনিকা শ্বেত রক্তকনিকা লোহিত রক্তকনিকা অনুচক্রিকা
রক্তরসের উপাদান • রক্তের ৫৫ ভাগ রক্তরস। • এর প্রধান উপাদান পানি। কিছু আমিষ দ্রবীভূত থাকে। • এছাড়া সোডিয়াম ক্লোরাইড ও এমাইনো এসিড সামান্য পরিমানে থাকে • পুষ্টিকর দ্রব্যাদি গ্রহনকরে দেহের পুষ্টি সাধন ও ক্ষয় পুরন করে।
রক্তকনিকা লোহিত রক্তকনিকা • মানুষের লোহিত রক্তকনিকায় নিউক্লিয়াস থাকে না। • দেখতে বৃত্তের মত দ্বি অবতল। • পুরুষদের তুলনায় মেয়েদের এই কনিকা কম কিন্তু শিশুদের বেশি। • প্রতি মুহূর্তে এ কনিকা ধ্বংস ও সৃষ্টি হয়। • হিমোগ্লোবিন থাকার কারনে রক্ত লাল দেখায়।
শ্বেতরক্তকনিকা • কয়েক ধরনের শ্বেতকনিকা থাকে। • লাল অস্থি মজ্জায় ও লসিকা গ্রন্থিতে এই কনিকা তৈরি হয়। • এদের রঙ নেই,কিন্তু নিউক্লিয়াস আছে। • ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবানুকে ধ্বংস করে।
অনুচক্রিকা • ১। আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন অস্থিমজ্জায় অনুচক্রিকা উৎপন্ন হয়। • ২। ক্ষতস্থানে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরিত হয়ে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে।
রক্তের কাজ • অক্সিজেন পরিবহন করা। • রোগ প্রতিরোধ করা। • রক্ত জমাট বাঁধা। • তাপের সমতা রক্ষা করা। • খাদ্যসার পরিবহন করা।
দলীয় কাজ নিউক্লিয়াস,আকার,সংখ্যা ও কাজের উপর ভিত্তি করে লোহিত ও শ্বেত রক্ত কনিকার ৪ টি পার্থক্য লিখ।
মূল্যায়ন রক্ত লাল দেখায় কেন? রক্তরসে কি কি পদার্থ থাকে? লোহিত রক্তকনিকার প্রধান কাজ কি? রোগজীবানু ধ্বংস করে কোন কনিকা? রক্ত জমাট বাধার কারন কি?
বাড়ির কাজ মানবদেহে রক্ত কি ভুমিকা পালন করে? তোমার যুক্তি বিশ্লেষণ কর।