390 likes | 969 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. নাজমুন নাহার সহকারি শিক্ষক দশঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাটখিল, নোয়াখালী।. পাঠ পরিচিতি. শ্রেণিঃ চতুর্থ বিষয়ঃ বাংলা অধ্যায়ঃ ১ পাঠঃ বাংলাদেশের প্রকৃতি বিশেষ পাঠঃ এরকমভাবে ----শীত লাগে। পৃষ্ঠাঃ ২,৩,৪ সময়ঃ ৪৫ মিনিট. পাঠ শেষে শিশুরা যা শিখবে-.
E N D
শিক্ষক পরিচিতি নাজমুন নাহার সহকারি শিক্ষক দশঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাটখিল, নোয়াখালী।
পাঠ পরিচিতি শ্রেণিঃ চতুর্থ বিষয়ঃ বাংলা অধ্যায়ঃ ১ পাঠঃ বাংলাদেশের প্রকৃতি বিশেষ পাঠঃ এরকমভাবে ----শীত লাগে। পৃষ্ঠাঃ ২,৩,৪ সময়ঃ ৪৫ মিনিট
পাঠ শেষে শিশুরা যা শিখবে- ১। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বলতে ও লিখতে পারবে। ২। ঋতুর পরিচয় এবং ঋতুভেদে বাঙ্গালির জীবনযাপন সম্পর্কে জানবে এবং লিখতে পারবে। ৩। পাঠে ব্যবহৃত শব্দগুলোর প্রমিত উচ্চারণ, শব্দের অর্থ ও পদ নির্ণয় করতে পারবে।
নিরাপদ পরিবেশ সৃষ্টি গানের মাধ্যমেঃ ( গ্রীষ্ম, বর্ষা, শরৎ --- করে ডাকাডাকি। )
উপস্থাপন সময়ঃ ২০ মিনিট
ছবিগুলো দেখঃ গ্রীষ্মকাল
ছবিগুলো দেখঃ বর্ষাকাল
ছবিগুলো দেখঃ শরৎকাল
ছবিগুলো দেখঃ হেমন্তকাল
ছবিগুলো দেখঃ শীতকাল
ছবিগুলো দেখঃ বসন্তকাল
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি বছর পালা বদল করে আসে ছয়টি ঋতু। বর্ষাকাল শরৎকাল গ্রীষ্মকাল শীতকাল বসন্তকাল হেমন্তকাল
ছবি দেখে বলঃ গ্রীষ্মকালে মাঠ - ঘাট ফেটে চৌচির। অসহ্য গরমে অস্থির জনজীবন।
ছবি দেখে বলঃ বর্ষাকালে খালে – বিলে ফুটে শাপলা ফুল। অঝর বৃষ্টিতে ডুবে যায় রাস্তাঘাট।
ছবি দেখে বলঃ শরৎকালের সুনীল আকাশ যেন অনেক উপরে। নদীর তীরে ফুটে শুভ্র কাশফুল।
ছবি দেখে বলঃ শীতের সকালে সবাই আগুন পোহাচ্ছে। গাছিরা খেজুরের রস সংগ্রহ করছে।
ছবি দেখে বলঃ কোকিল ডাকে বসন্তে আর বাঙ্গালীরা সাজে ফাল্গুনের নব আনন্দে।
নীরব পাঠ সময়ঃ ৫ মিনিট
প্রশ্নগুলোর উত্তর দাওঃ • বাংলাদেশে বৎসরে কয়টি ঋতু আসে-যায়? • ঋতুগুলোর নাম বল। • কোন ঋতুতে অনেক গরম পড়ে? • কোন ঋতুতে মুষলধারায় বৃষ্টি হয়? • কোন ঋতুতে কাশফুল ফুটে?
এসো শব্দগুলোর অর্থ জেনে রাখি। মূল শব্দ শব্দের অর্থ ইলশেগুঁড়ি হাল্কা ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টিপাত বাদলের ধারা। অসহ্য যা সহ্য করা যায় না। গ্রীষ্ম গরমের সময়। কিনারা। পাড়
এসো পদ শিখি • তখন হাড়কাঁপানো শীত। • অসহ্য রোদের তাপ। • ফুরফুরে সুন্দর বাতাস বয়। • এ আমাদের বড় সৌভাগ্য।
মূল শব্দ পদ বিশেষ্য শীত অসহ্য বিশেষণ বয় ক্রিয়া আমাদের সর্বনাম
মূল্যায়নঃ সময়ঃ ১৫ মিনিট
দলগত কাজ সময়ঃ ১০ মিনিট • বর্ষা ও শীত ঋতুর মধ্যে তুলনা কর।
একক কাজ সময়ঃ ৫ মিনিট • নিচের বাক্যগুলোর পদ নির্ণয় করঃ • হেমন্ত ভারী লাজুক ঋতু। • আকাশে মেঘের ছোটাছুটি। • শরৎকালে কাশফুল ফুটে। • আমরা ষড়ঋতুর দেশের মানুষ। • ফাল্গুন ও চৈত্র মিলে হয় বসন্তকাল।
একক কাজ প্রদত্ত শব্দ পদ লাজুক বিশেষণ ছোটাছুটি ক্রিয়া শরৎকালে বিশেষ্য আমরা সর্বনাম ও অব্যয়
বাড়ির কাজ • বর্ষা ঋতু সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে আনবে।