190 likes | 291 Views
সবাইকে শুভেচ্ছা. পরিচিতি।. নামঃ মোঃ রফিকুল ইসলাম মৃধা পদবীঃ সহকারি শিক্ষক প্রতিষ্ঠানে্র নামঃ পানিশাইল উচ্চ বিদ্যালয় আইডি,নম্বর-০৯. পাঠ পরিচিতিঃ. শ্রেনীঃ নবম বিষয়ঃ-রসায়ন বি জ্ঞান অধ্যায়ঃ দ্বিতীয় সময়ঃ ৫০মিনিট তাং -২৩/১১/১৩ইং. তেল. পানি. চেয়ার. চিনি. অক্সিজেন.
E N D
পরিচিতি। নামঃ মোঃ রফিকুল ইসলাম মৃধা পদবীঃ সহকারি শিক্ষক প্রতিষ্ঠানে্র নামঃ পানিশাইল উচ্চ বিদ্যালয় আইডি,নম্বর-০৯
পাঠ পরিচিতিঃ শ্রেনীঃ নবম বিষয়ঃ-রসায়ন বিজ্ঞান অধ্যায়ঃ দ্বিতীয় সময়ঃ ৫০মিনিট তাং -২৩/১১/১৩ইং
তেল পানি চেয়ার চিনি অক্সিজেন
আজকের পাঠের শিরোনাম পদার্থ ও পদার্থের অবস্থা।
শিখনফল ১। পদার্থ কি তা বলতে পারবে। ২। পদার্থের অবস্থা বিশ্লেষণ করতে পারবে। ৩।পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।
পানি আলু ইট
একক কাজঃ- সময়ঃ২ মিনিট। পদার্থ কাকে বলে?
সমাধানঃ যার ওজন আছে, স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে।
বরফ গ্যাসীয় পদার্থ পানি
জোড়ায় কাজঃ সময়ঃ ৭ মিনিট পদার্থ কয় অবস্থায় থাকতে পারে তা বিশ্লেষণ কর।
সমাধানঃ পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। তা হল কঠিন, তরল ও বায়বীয়। যেমনঃবরফ কঠিন পদার্থ, ইহাকে তাপ দিলে তরলে পরিণত হয়। তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। বরফ বায়বীয় পদার্থ পানি
দলীয় কাজঃ সময়ঃ ১০ মিনিট তাপ প্রয়োগে পদার্থের অণুসমূহের মধ্যে কি ঘটে তা ব্যাখ্যা কর।
সমাধানঃ প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং তা কঠিন,তরল অথবা গ্যাসীয় এই অবস্থার যে কোনো একটি অবস্থায় থাকে।সকল অবস্থায় পদার্থের কণাসমূহ গতিশীল থাকে।তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে তরলে এবং তরলকে তাপ দিলে গ্যাসে রুপান্তর হয়।
মূল্যায়ণঃ 1।পদার্থ কয় অবস্থায় থাকে? (ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার ২।i‡ যার ভর আছে, জায়গা দখল কর এবং জড়তা আছে, তাই পদার্থ। ii‡ পানি তরল পদার্থ। iii‡ ইট কঠিন পদার্থ। ওপরে কোনটি সঠিক ? (ক) I ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii, ৩। নিচের কোনটি গ্যাসীয় পদার্থ? (ক) কাঠ (খ) দুধ (গ) লবণ (ঘ) কার্বন ডাই অক্সাইড।
সমাধানঃ ১। (গ) ২। (ঘ) ৩। (ঘ)
বাড়ির কাজঃ পাঁচটি করে কঠিন, তরল, ও বায়বীয় পদার্থের নাম লিখ।