250 likes | 429 Views
সবাইকে শুভেছা. দলের নামঃ জুঁই. দল পরিচিতি ০১। মোঃ ইদ্রিস আলী খান সহকারী অধ্যাপক, খলিলুর রহমান কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। ০২। মোঃ ছালাহউদ্দিন সহকারী অধ্যাপক, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ০৩। মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক, মির্জাপুর ডিগ্রি কলেজ. পাঠ পরিচিতি.
E N D
দলের নামঃ জুঁই দল পরিচিতি ০১। মোঃ ইদ্রিস আলী খান সহকারী অধ্যাপক, খলিলুর রহমান কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। ০২। মোঃ ছালাহউদ্দিন সহকারী অধ্যাপক, লায়ন নজরুল ইসলাম ডিগ্রিকলেজ ০৩। মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক, মির্জাপুর ডিগ্রি কলেজ
পাঠ পরিচিতি শ্রেণি: একাদশ বিষয়: ইসলাম শিক্ষা অধ্যায়: চতুর্থ সময়: ৪০মি. তারিখ: ০৮/০৩/১৩
কাবা শরিফ প্যাগোডা
মন্দির জাতীয় মসজিদ
ইসলামী সমাজে মসজিদের ভূমিকা
এই পাঠ শেষে শিক্ষার্থীরা -১। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মসজিদের ভূমিকাব্যাখ্যা করতে পারবে।২। সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকাবিশ্লেষণ করতে পারবে।৩। নেতৃত্ব ও আনুগত্যের ক্ষেত্রে মসজিদের ভূমিকাবর্ণনা করতে পারবে।৪। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে মসজিদের ভূমিকাবলতে পারবে।
ইমাম সাহেব খোৎবা দিচ্ছেন
ইমাম সাহেব খোৎবা দিচ্ছেন
কর্মপত্র-১ (একক কাজ) মসজিদ থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত ৩টি সুবিধার নাম লিখ।
কর্মপত্র-২ (জোড়ায় কাজ) ১। সামাজিক সাম্য কী? ২। ভ্রাতৃত্ব বলতে কী বোঝ?
১। নেতৃত্ব ও আনুগত্যের ক্ষেত্রে মসজিদের ভূমিকা বিশ্লেষণ। ২।পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে মসজিদের ভূমিকা আলোচনা কর। কর্মপত্র-৩ (দলীয় কাজ)
উত্তর মিলিয়ে নাও ১। মসজিদের ইমাম সাহেব খোৎবার মাধ্যমে সাধারণ মুছুল্লিদের দুনিয়া ও আখিরাতের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। ২। মসজিদ কেন্দ্রিক মক্তবের মাধ্যমে কোমলমতি শিশুদের কুরআন, হাদিসসহ প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও আদব কায়দা শিক্ষা দেয়া যায়। ৩। মসজিদ সাম্য ও ভ্রাতৃত্তের এক মূর্ত প্রতীক। এখানে ধনী-গরিব,সাদা-কালো,ইতর-ভদ্র কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে নামাজ আদায় করে। সম্প্রীতির এমন দৃশ্য বিরল।
উত্তর মিলিয়ে নাও ০৪। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ব্যতিরেকে মসজিদে প্রবেশ সঙ্গত নয়। কাজেই নিয়মিত নামাজ-জামাতে অভ্যস্ত ব্যক্তি সব সময় শারীরিক ও মানসিক ভাবে পবিত্র থাকে। ০৫। ইমামের পূর্ণ আনুগত্য ব্যতীত যেমন মুক্তাদির নামাজ হয় না, ঠিক তেমনি সমাজের নেতৃস্থানীয়দের কথা না মানলে সমাজের সুখ-শান্তি বিঘ্নিত হয়। এতে নেতৃত্র ও আনুগত্যের মহান শিক্ষা নিহিত আছে।
মূল্যায়ন ১। শিক্ষা ও সংস্কৃতির প্রসারে মসজিদের ভূমিকাব্যাখ্যা কর। ২। সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকাবিশ্লেষণ কর। ৩। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে মসজিদের ভূমিকা আলোচনা কর। ৪। সামাজিক শৃংখলা রক্ষায় মসজিদের ভূমিকা ব্যক্ত কর।
বাড়ির কাজ মসজিদ থেকে আমাদের সমাজ কী কী সুবিধা পেয়ে থাকে তা বর্ণনা কর।