170 likes | 274 Views
স্বাগতম. পরিচিতি. মনিজা বেগম সহশিক্ষক মাঝিড়া মডেল সপ্রাবি শাজাহানপুর. শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃ ইসলাম শিক্ষা পাঠঃ ইবাদত পাঠ্যাংশঃ আমরা জানি … পাক-সাফ থাকব ।. শিখনফল. উযূ সম্বন্ধে মহানবির বাণী জানবে। সঠিক নিয়মে উযূ করতে শিখবে। উযূর ফরয বলতে ও লিখতে পারবে ।. Video whudu. উযূ.
E N D
পরিচিতি মনিজা বেগম সহশিক্ষক মাঝিড়া মডেল সপ্রাবি শাজাহানপুর
শ্রেণিঃ তৃতীয়বিষয়ঃ ইসলাম শিক্ষা পাঠঃ ইবাদত পাঠ্যাংশঃআমরা জানি…পাক-সাফ থাকব।
শিখনফল • উযূ সম্বন্ধে মহানবির বাণী জানবে। • সঠিক নিয়মে উযূ করতে শিখবে। • উযূর ফরয বলতে ও লিখতে পারবে।
Video whudu
উযূ করার ধারাবাহিক নিয়ম ৹ কবজি পর্যন্ত দুই হাত ধোয়া। ৹ কুলি করা। ৹ পানি দিয়ে নাক সাফ করা। ৹ সমস্ত মুখ ধোয়া। ৹ কনুইসহ প্রথমে ডান ও পরে বাম হাত ধোয়া। ৹ মাথা,কান ও ঘাড় মাসহ করা। ৹ গিরাসহ প্রথমে ডান ও পরে বাম পা ধোয়া।
উযূর ফরযসমূহ ৹ মুখমন্ডল ধোয়া।
মাথার চার ভাগের এক ভাগ মাসহ করা।
উযু সম্পর্কে মহানবি[ স ] বলেছেন নামাজ বেহেস্তের চাবি এবং পবিত্রতা নামাযের চাবি
দলীয় কাজ প্রথম দল সঠিক উত্তরটি খাতায় লিখ কি ছাড়া নামাজ কবুল হয় না ? উত্তর ঃ গোসল /উযু / যাকাত প্রতিদিন অন্তত কতবার উযু করতে হয় ? উত্তর ঃ তিন বার /পাঁচ বার / সাত বার
দ্বিতীয় দল খালি ঘর পূরণ করঃ (ক) পাকপবিত্র হওয়ায় একটি উপায় হল__________। (খ) উযূ ছাড়া ______________ করা যায় না।
মূল্যায়ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (ক) উযূ সম্বন্ধে মহানবি(স) কী বলেছেন? (খ) উযূর ফরয কয়টি ও কী কী?