150 likes | 612 Views
পরিচিতি. আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক , আইসিটি বিভাগ বি.এস-সি(অনার্স), এম.এস-সি(গণিত), বি.এড। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন্স কক্সবাজার সিটি কলেজ। E-mail address-kalamazad 199 @gmail.com. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণি সময়ঃ ৪৫ মিনিট.
E N D
পরিচিতি আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ বি.এস-সি(অনার্স), এম.এস-সি(গণিত), বি.এড। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন্স কক্সবাজার সিটি কলেজ। E-mail address-kalamazad199@gmail.com
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণি সময়ঃ ৪৫ মিনিট
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ঃ তৃতীয় পৃষ্ঠা নং ১২১-১২৩ রেফারেন্স বইঃ মোঃ নাঈমুল হক নাঈম
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা- সার্বজনীন লজিক গেইট এর সংজ্ঞা বলতে পারবে। সার্বজনীন লজিক গেইট দিয়ে কিভাবে মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যায়, জানা যাবে। NAND ও NOR গেইটকেসার্বজনীন লজিক গেইট বলা হয় কেন?
সার্বজনীন লজিক গেইট সার্বজনীন লজিকঃ যে সমস্ত গেইট দ্বারা যে কোন মৌলিক গেইট বা অন্য যে কোন সম্বনিত গেইট তৈরি করা যায় তাকে সার্বজনীন লজিক গেইট বলা হয়। NAND ও NOR Gate এর সার্বজনীনতাঃ AND, ORএবংNOTএই তিনটি মৌলিক গেইট দিয়ে যে কোন সমন্বিত লজিক বর্তনী তৈরি করা সম্ভব। তবেNAND Gateদিয়েও যে কোন বর্তনী তৈরি করা সম্ভব অর্থাৎ AND, OR এবং NOTGateএর ফাংশন বাস্তবায়ন সম্ভব। তেমনিNOR Gateদিয়েও মৌলিক গেইট তিনটির ফাংশন বাস্তবায়ন সম্ভব। তাইNANDও NOR GateদুটিকেUniversal Gateবা সার্বজনীন লজিক গেইট বলা হয়।
শ্রেণি মূল্যায়ন ১। সার্বজনীন লজিক গেইটকি? ২। NAND ওNOR গেইটকে সার্বজনীন লজিক গেইট বলা হয় কেন?
অর্পিত কাজ ১। NANDগেইটদিয়ে মৌলিক লজিক গেইট বাস্তবায়ন কর। ২। NORগেইটদিয়ে মৌলিক লজিক গেইট বাস্তবায়ন কর।