190 likes | 409 Views
সবাইকে শুভেচ্ছা. আব্দুল মালেক সহকারি শিক্ষক চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ই-মেইলঃ shopno_ctg@yahoo.com. বাংলা সাহিত্য নবম শ্রেণি সময় ৫০ মিনিট. এল স্বাধীনতার সোনালী সূর্য. স্বাধীনতা , আমার স্বাধীনতা. স্বাধীনতা , এই শব্দটি কীভাবে আমাদের হলো (কবিতা) পৃষ্ঠা ২৪৬. শিখনফল.
E N D
আব্দুল মালেক সহকারি শিক্ষক চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ই-মেইলঃ shopno_ctg@yahoo.com
বাংলা সাহিত্য নবমশ্রেণি সময় ৫০ মিনিট
এলস্বাধীনতারসোনালী সূর্য স্বাধীনতা, আমারস্বাধীনতা
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো (কবিতা) পৃষ্ঠা ২৪৬
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা- কবি নির্মলেন্দু গুণের সংক্ষিপ্ত পরিচিতি বলতে পারবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলতে পারবে। ঐতিহাসিক ৭ই মার্চের বাস্তবচিত্র এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর প্রভাব বর্ণনা করতে পারবে। ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট তুলনা করতে পারবে।
সংক্ষিপ্ত পরিচিতি জন্মঃ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। পেশাঃসাংবাদিক কবিতার বৈশিষ্ট্যঃ প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি। উল্লেখযোগ্য গ্রন্থঃ প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল। কবি নির্মলেন্দু গুণ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
সোহ্রাওয়ার্দী উদ্যানে অবস্থিত জাতীয় চার নেতার সমাধি
বৃক্ষে ফুলে শোভিত উদ্যান বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যানের উত্তর পার্শ্ব জনসমুদ্রের উদ্যান সৈকত সেদিনের রেসকোর্স ময়দান
“কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ. . . . ।” বঙ্গবন্ধুকে হত্যার পর অশুভশক্তি সকল সৌন্দর্য ও কল্যানকে সমাহিত করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।
তাহলে কেমন ছিল সেদিনের সেই উত্তাল সময়? লক্ষ লক্ষ ব্যাকুল বিদ্রোহী শ্রোতা অপেক্ষমান
সকলেরই কেবল প্রতীক্ষাঃ কখন আসবে কবি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘নিউজউইক’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বঙ্গবন্ধুকে “রাজনীতির কবি” বলে আখ্যায়িত করা হয়।
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি এসে দাঁড়ালেন আর লক্ষ জনতাকে শোনালেন তাঁর সেই অমর কবিতা- • সেই থেকে স্বাধীনতাশব্দটি আমাদের
এবার নিচের শব্দগুচ্ছগুলো লক্ষ্য কর শ্রেষ্ঠ বিকেলের গল্প শত বছরের শত সংগ্রাম শেষে তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল/ হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার/ সকল দুয়ার খোলা। গণসূর্যের মঞ্চ
দলবদ্ধ কাজ ৭১ এর মুক্তিযুদ্ধের ছবি একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিপ্লবী চেতনার পেছনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ কী ভূমিকা রেখেছিল?
এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন কবি নির্মলেন্দু গুণের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? ৭ই মার্চের রেসকোর্স ময়দান এখন কি নামে পরিচিত? কবি সেই বিকেলের গল্প কেন লিখে রেখে যাচ্ছেন? কেন সমুদ্র জনতার এই ব্যাকুল প্রতীক্ষা?
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর শহীদ নুর হোসেন বাড়ির কাজঃ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ৭১ এর ৭ই মার্চের প্রেক্ষাপট তুলনা কর।