121 likes | 390 Views
স্বাগতম. মো: সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (কম্পিউটার) দশঘর এন. ইউ উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ, সিলেট । মোবা: ০১৭২৪১৯৩৪৫০. থার্মোমিটার. সংখ্যা রেখা : কোন রেখায় বিন্দুর সঙ্গে সংখ্যার যে এক এক মিল দেখানো হয় তাকে সংখ্যারেখা বলে।. ঋণাত্মক দিক. ধনাত্মক দিক. 5. 4. 3. 2. 1. 1. 2. 4. 3. 5.
E N D
স্বাগতম মো: সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (কম্পিউটার) দশঘর এন. ইউ উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ, সিলেট। মোবা: ০১৭২৪১৯৩৪৫০
সংখ্যারেখা : কোন রেখায় বিন্দুর সঙ্গে সংখ্যার যে এক এক মিল দেখানো হয় তাকে সংখ্যারেখা বলে। ঋণাত্মক দিক ধনাত্মক দিক 5 4 3 2 1 1 2 4 3 5 0 সংখ্যা রেখার ডানদিককে ধনাত্মক দিক এবং বামদিককে ঋণাত্মক দিক ধরা হয়।
সংখ্যারেখার সাহায্যে(-2, 5) রাশি নির্ণয় ঋণাত্মক দিকে -2 ধনাত্মক দিকে+5 5 4 3 2 1 1 2 0 সংখ্যা রেখার ডানদিককে ধনাত্মক দিক এবং বামদিককে ঋণাত্মক দিক ধরা হয়।
জোড়ায় কাজ নিচের রাশিগুলো সংখ্যারেখায় দেখাও: ক) 5,-3 • খ) 0,-4
(i) (+5)+(+3)=? 0 1 8 7 6 5 4 3 2 1 2 3 4 5 6 7 8 8 5 3 • এখানে0বিন্দু থেকে ডান দিকে 5 একক গেলে +5 বিন্দুটি পাই। এরপর আরও ৩ একক একই দিকে যাবার পর তখনযে বিন্দুটি পাওয়া যায় তা হল +8
(ii) (+8)+(-5)=? 0 1 8 7 6 5 4 3 2 1 2 3 4 5 6 7 8 5 3 8 • এখানে0বিন্দু থেকে ধনাত্মক দিকে 8 একক গেলে +8 সংখ্যাটি পাই। এর সঙ্গে (–5) যোগ করর অর্থ হল ঐ বিন্দু অর্থাৎ 8 থেকে ঋণাত্মক দিকে অর্থাৎ বাম দিকে 5 একক আসতে হবে। পিছিয়ে আসলে যে বিন্দুটি পাওয়া যায় তা হল +3
(iii) (-6)+(+2)=? 0 1 8 7 6 5 4 3 2 1 2 3 4 5 6 7 8 4 6 2 • এখানে0 বিন্দু থেকে বাম দিকে 6একক গিয়ে ডান দিকে 2 একক আসতে হবে। তখনযে বিন্দুটি পাওয়া যায় তা হল -4
(iv) (-3)+(-2)=? 0 1 8 7 6 5 4 3 2 1 2 3 4 5 6 7 8 3 2 5 • এখানে0বিন্দু থেকে বাম দিকে 3একক যেতে হবে। তারপর বাম দিকে আরও দুই একক অগ্রসর হলে তখনযে বিন্দুটি পাওয়া যায় তা হল -5
দলীয় কাজ নিচের রাশিগুলো সংখ্যারেখার সাহায্যে যোগ করে দেখাও: ক) (-5)+(-3) • খ) (-8)+(-4) • গ) (-7)+(+5) • ঘ) (-6) +(-4)