170 likes | 753 Views
শিক্ষক পরিচিতি মোহাঃ রকিবুল ইসলাম সহকারী শিক্ষক শ্রেনীঃনবম বিষয়ঃ রসায়ন. মেন্ডেলিফ ও একটি সারণী. উপরের চিত্র গুলি লক্ষ্য কর. পাঠ শিরোনাম. পর্যায় সারণী. শিখন ফল. পর্যায় সারনীর গ্রুপ সম্পর্কে জানতে পারবে পর্যায় সারনীর গ্রুপের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে বলতে পারবে
E N D
শিক্ষক পরিচিতি মোহাঃ রকিবুল ইসলামসহকারী শিক্ষকশ্রেনীঃনবম বিষয়ঃ রসায়ন
মেন্ডেলিফ ও একটি সারণী
উপরের চিত্র গুলি লক্ষ্য কর
পাঠ শিরোনাম পর্যায় সারণী
শিখন ফল • পর্যায় সারনীর গ্রুপ সম্পর্কে জানতে পারবে • পর্যায় সারনীর গ্রুপের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে বলতে পারবে • পর্যায় বৃত্তিক ধর্ম সম্পর্কে বলতে পারবে • ১৮ টি গ্রুপ আছে তা বলতে পারবে • ৭ টি পর্যায় আছে তা বলতে পারবে
পর্যায় সারণী • মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমানবিক সংখ্যা অনুযায়ী পরির্বতিত হয়। • গ্রুপ ১ এর ক্ষার ধাতু সমূহ নরম , নিম্ম গলনাংক ও স্ফুট্নাংক বিশিষ্ট । • গ্রুপ ৭ এর মৌল গুলি একই গ্রুপে ধারাবাহিক পরির্বতন দেখা যায়।যেমন গলনাংক , স্ফুটনাংক ও ঘণত্ব পারমাবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।
আফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা যায় নিন্মে লক্ষ্য কর।
মৌল সমূহের ধাতু ধরমের ক্রম পরিবতন • একই পযায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় মৌল সমূহের ধর্ম ততই হ্রাস পায়।অপর দিকে একই গ্রুপে যতই উপর হতে নিচে যাওয়া যায় ততই ধাতু ধর্ম বৃদ্ধি পায়। • গ্রুপ ১ ও গ্রুপ ২ এর মৌল সমূহের ক্ষেত্রে যতই নীচের দিকে যাওয়া যায় , ততই ক্রিয়াশিলতা বৃদ্ধি পায়।অপর দিকে গ্রুপ ৭ মৌল সমূহের ক্ষেত্রে যতই উপর দিকে যাওয়া যায় ততই ক্রিয়াশিলতা বৃদ্ধি পায়।
পর্যায় বৃত্তিক ধর্ম সমূহঃ • মৌল সমূহের কতিপয় ধর্ম পযায়ক্রমে পরিবতিত হয়, তাদের কে পর্যায় বৃত্তিক ধর্ম বলে।পরমানুর আকার ,ধাতব বৈশিষ্ট, যোজনী প্রভৃতি এ পযায় বৃত্তিক ধরমের উদাহরণ।
একক কাজ Na, Mg, cu এর গ্রুপ ও পযায় নিনয় কর।
দলীয় কাজ • চার্ট দেখে Fe, k, Zn চিহ্নত কর
তোমরা সবাই খুব সুন্দর করেছ। সবাইকে ধন্যবাদ
বাড়ীর কাজ • পর্যায় সারনির চার্ট ভালভাবে দেখে মৌল গুলি চিনে রাখার চেষ্টা করবে।
সবাইকে ধন্যবাদ