170 likes | 362 Views
উপস্থাপনায়. মো: মিজানুর রহমান সিনিয়র শিক্ষক সিভিল এভিয়েশন হাই স্কুল. শ্রেণিঃ- ৭ম বিষয়ঃ- সাধারণ বিজ্ঞান. সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ. পূর্বজ্ঞান যাচাই. অক্সিজেন গ্যাসের ধর্মগুলো কী কী?. চিএগুলো লক্ষ্য কর ।. তোমরা কী ছবিগুলো লক্ষ্য করেছ?. ছবিগুলো কিসের?
E N D
উপস্থাপনায় মো: মিজানুর রহমান সিনিয়র শিক্ষক সিভিল এভিয়েশন হাই স্কুল শ্রেণিঃ- ৭ম বিষয়ঃ- সাধারণ বিজ্ঞান
সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ
পূর্বজ্ঞান যাচাই অক্সিজেন গ্যাসের ধর্মগুলো কী কী?
তোমরা কী ছবিগুলো লক্ষ্য করেছ? ছবিগুলো কিসের? হাইড্রোজেন গ্যাসের প্রস্তুত প্রনালী। তোমরা ঠিক ধরেছ।
পাঠ শিরোনাম ঘোষণা হাইড্রোজেন গ্যাসের প্রস্তুত প্রনালী
শিখন ফল হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারবে। হাইড্রোজেন গ্যাসের ধর্ম পরীক্ষা করতে পারবে।
বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা
এই পরীক্ষায় কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে? * উল্ফ বোতল। * এক ছিদ্র বিশিষ্ট ২টি কর্ক। * থিসেল ফানেল। * একটি নির্গম নল। * কয়েকটি গ্যাস জার। * পানি ভর্তি পাত্র। জিংকের টুকরা। * • * সালফিউরিক এসিড।
বিক্রিয়া জিংক+সালফিউরিক এসিড=জিংকসালফেট+হাইড্রোজেন
হাইড্রোজেন গ্যাসের ধর্মঃ ১। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস। ২। হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা হালকা। ৩। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্য বাস্তুকে জ্বলতে সাহায্য করেনা। ৪। হাইড্রোজেন গ্যাস পানিতে অদ্রবনীয়। ৫। শ্বাসকার্যে কোন ভূমিকা নেই।
হাইড্রোজেন গ্যাসের ব্যবহার ১। হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা বলে বেলুনে ব্যবহার করা হয় । ২। বনস্পতি, ডালডা জাতীয় ভোজ্য তেল তৈরীতে হাড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। ৩। পেট্রোল অথবা লুব্রিকেটিং অয়েল তৈরীতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। ৪। নাইলন,প্লাস্টিক তৈরীতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। ৫। রাসায়নিকশিল্পেহাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।
দলীয় কাজ ৫জন করে দল গঠন করে ডিসকাসন করবে। হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলো পরীক্ষা কর। গ্রুপ ভিত্তিক ধর্মগুলো পরীক্ষা কবে।
মূল্যায়ন পর্ব শিক্ষার্থীদের দ্বারা দলীয় কাজ উপস্থাপন করা। দল ভিত্তিক ধর্ম উপস্থাপন করবে।
দলীয় কাজের জন্য প্রশংসা হাততালি
বাড়ির কাজ অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের ধর্মের তুলনা কর।
ধন্যবাদ জানিয়ে সমাপ্তি