250 likes | 500 Views
স্বাগতম. প রি চি তি. মোঃ মুক্তার হোসেন সহকারী শিক্ষক (কম্পিউটার) মুক্তেশরী মাধ্যমিক বিদ্যালয় ভেকুটিয়া, যশোর. পাঠ পরিচিতি. দশম শ্রেণি মাধ্যমিক কম্পিউটার শিক্ষা দশম অধ্যয় পাঠঃ কম্পিউটার নেটওয়ার্ক. আচরণিক উদ্দেশ্য. এই পাঠ শেষে শিক্ষার্থীরা-- কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে
E N D
পরিচিতি মোঃ মুক্তার হোসেন সহকারী শিক্ষক (কম্পিউটার) মুক্তেশরী মাধ্যমিক বিদ্যালয় ভেকুটিয়া, যশোর
পাঠ পরিচিতি দশম শ্রেণি মাধ্যমিক কম্পিউটার শিক্ষা দশম অধ্যয় পাঠঃ কম্পিউটার নেটওয়ার্ক
আচরণিক উদ্দেশ্য এই পাঠ শেষে শিক্ষার্থীরা-- • কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে • বিভিন্ন প্রকার নেটওয়ার্ক সনাক্ত করতে পারবে • বিভিন্ন প্রকার নেটওয়ার্কের পার্থক্য করতে পারবে • লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন টপোলজি কীভাবে কাজ করে তা বর্ণনা করতে পারবে • কেন নেটওয়ার্ক করা প্রয়োজন তা ব্যাখ্যা করতে পারবে।
ছবি দুটির মধ্যে কি মিল লক্ষ্য করা যায়?
আজকের পাঠ কম্পিউটার নেটওয়ার্ক
নেটওয়ার্ক কাকে বলে লিখ। জোড়ায় কাজ- ৫মিনিট • মিলিয়ে নাও আনুষাঙ্গিক যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করা বা পরস্পর তথ্য আদান প্রদান করার কাজটি যখন কোনো কম্পিউটার ব্যবস্থায় করা হয় তখন তাকে নেটওয়ার্ক বলে। নেটওয়ার্কের মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটার বিভিন্ন যন্ত্রপাতি যেমন- প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, ইন্টারনেট ইত্যাদি ভাগাভাগি করে ব্যবহার করা যায়।
প্রয়োজনীয় হার্ডওয়ার Computer Switch Modem Cable LAN Card Telephone Line Hub Router
নেটওয়ার্কের কয়েকটি হার্ডওয়ার যন্ত্রের নাম লিখ একক কাজ-3মিনিট
লোকাল এরিয়া নেটওয়ার্ক(LAN)
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক(MAN)
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক(WAN)বা Internet
দলীয় কাজ 10মি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা লিখ।
বাস টপোলজি বাস পোলজির বৈশিষ্ট্য • কোন হোস্ট কম্পিউটার থাকে না • সকল কম্পিঃ ডাটা চেক করে কিন্তু কাঙ্খিত কম্পিঃ ডাটা গ্রহণ করে • একই পথে ডাটা চলাচল করে • প্রতিটি কম্পিউটার সতন্ত্র তাই একটি • খুলে নিলে কোন সমস্যা হয়না লোকাল এরিয়া নেটওয়ার্ক টপোলজি
রিং টপোলজি রিং টপোলজির বৈশিষ্ট্য • এটি বৃত্তাকার সঙ্গঠন • কোন হোস্ট কম্পিউটার থাকে না • সকল কম্পিঃ ডাটা চেক করে কিন্তু কাঙ্খিত কম্পিঃ ডাটা গ্রহণ করে • রিং আকারে একই পথে ডাটা চলাচল করে • প্রতিটি কম্পিউটার দুই দিকের কম্পিউটারের সাথে সঙযুক্ত থাকে তাই একটি খুলে নিলে সমস্যা হয়
স্টার টপোলজি স্টার টপোলজির বৈশিষ্ট্য • একটি হোষ্ট কম্পিউটার থাকে • সরাসরি কম্পিউটার ডাটা গ্রহণ করে না। হোস্ট কম্পিউটার ডাটার নিয়ন্ত্রণ গ্রহণ করে আদান-প্রদান করে • হোস্ট কম্পিউটা র নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে যায় • প্রতিটি কম্পিউটার সতন্ত্র তাই একটি নষ্ট হলে কোন সমস্যা হয়না
ট্রি টপোলজি ট্রি টপোলজি বৈশিষ্ট্য • স্টার সঙ্গঠনের সম্প্রসারিত রূপ • একাধিক স্তরে হোস্ট কম্পিউটার থাকে • একটি হোস্ট কম্পিউটার নষ্ট হলে ঐ কম্পিউটারের আধিনে বাকী কম্পিউটার তথ্য আদান-প্রদান করতে পারে না • তৃতী স্তরের হোস্ট প্রথম স্তরের হোস্টের সাথে সংযোগ পায় না
পরস্পর সংযুক্ত টপোলজি পরস্পর সংযুক্ত টপোলজি বৈশিষ্ট্য • কোন হোস্ট কম্পিউটার থাকে না • সকল কম্পিঃ সরাসরি সংযুক্ত থাকে • এধরনের নেটওয়ার্ককে পয়েন্ট-টু-পয়েন্ট নেটওয়ার্ক বলে
সংকর টপোলজি সংকর টপোলজি বৈশিষ্ট্য • অন্যান্য সঙ্গঠনের সম্প্রসারিত রূপ
বিভিন্ন নেটওয়ার্ক টপলজির কাজ করার পদ্ধতি গুলি লিখ। দলীয় কাজ
মূল্যায়ন • কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী? • ল্যান ও ওয়ান নেটওয়ার্কের পার্থক্য কী। • ইন্টারনেট বলতে কী বুঝ? • নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রের নাম বল।
বাড়ির কাজ নেটওয়ার্কের ব্যাবহার আমাদের কাজকে সহজকরেছে কীভাবে তা ব্যাখ্যা কর।