320 likes | 651 Views
স্বাগতম. পরিচিতি. শিক্ষকের নাম. পাঠ পরিচিতি. বিষয়ঃ বাংলাঃ ১ম (কবিতা) শ্রেণিঃ ৮ম তারিখঃ০৬/০৬/১৩ সময়ঃ ৪৫মিঃ. মোঃ হামীম সহঃ শিক্ষক, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর।. বাংলাদেশের নদী. পাঠ শিরোনাম. আবার আসিব ফিরে. শিখন ফল. শিক্ষার্থীরা কবিতায় ব্যবহৃত দুটি নদীর নাম বলতে পারবে.
E N D
পরিচিতি শিক্ষকের নাম পাঠ পরিচিতি বিষয়ঃ বাংলাঃ ১ম (কবিতা) শ্রেণিঃ ৮ম তারিখঃ০৬/০৬/১৩ সময়ঃ ৪৫মিঃ • মোঃ হামীম • সহঃ শিক্ষক, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর।
পাঠ শিরোনাম আবার আসিব ফিরে
শিখন ফল শিক্ষার্থীরা কবিতায় ব্যবহৃত দুটি নদীর নাম বলতে পারবে কবিতায় ব্যবহৃত কয়েকটি পাখির নাম বলতে পারবে হেমন্ত ও শীতে বাংলাদেশের প্রকৃতি কেমন হয় তা বলতে পারবে
মূল বিষয় আবার আসিব ফিরে কবিঃ জীবনানন্দ দাস
আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তোবা শংখচিল শালিখের বেশে
একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়
কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে
নদী মাঠ ক্ষেত আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালবেসে
জলাংগীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায়
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়; রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে
আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে
দলিয় কাজ বাংলাদেশের নদী সম্বন্ধে একটি তথ্যচিত্র তৈরি কর। বাংলাদেশের পাখি সম্বন্ধে লিখ হেমন্তে বাংলাদেশের প্রকৃতি কেমন থাকে তা তুলে ধর।
মূল্যায়ন কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? কবিতাটিতে কোন কোন নদীর কথা বলা হয়েছে? কবিতাটিতে কোন কোন পাখির কথা বলা হয়েছে?
বাড়ীর কাজ বাংলাদেশের প্রকৃতি সম্বন্ধে একটি রচনা লিখ।