320 likes | 696 Views
স্বাগতম. পরিচিতি. সুফিয়া খাতুন। স্যাটেলাইট টাঊন মাধ্যমিক বিদ্যালয়।. শ্রেণীঃঅষ্টম বিষয়ঃবাংলা ১ম পত্র তারিখঃ ২ 4 /০১/১২ সময়ঃ ৪৫মিনিট. শিখনফল. 1 .মানুষ না হয়ে শঙ্খচিল, শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন তা বলতে পারবে।
E N D
পরিচিতি সুফিয়া খাতুন। স্যাটেলাইট টাঊন মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণীঃঅষ্টম বিষয়ঃবাংলা ১ম পত্র তারিখঃ ২4/০১/১২ সময়ঃ ৪৫মিনিট
শিখনফল 1.মানুষ না হয়ে শঙ্খচিল, শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন তা বলতে পারবে। ২. 'আবার আসিব ফিরে ' কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করতে পারবে।
জীবনানন্দ দাশ ১৮৯৯সালের ১৭ ফেব্রুয়ারি। জন্ম তিনি ছিলেন পেশায় অধ্যাপক। পেশা মৃত্যুঃ রচিত গ্রন্থ ১৯৫৪ সালের ২২অক্টোবর। ঝরা পালক, বনলতাসেন, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা মাল্যবান।
শব্দার্থঃ নূপুর। ঘুঙুর লক্ষ্মীপেচাঁ সুলক্ষনযুক্ত পেঁচা নীড়ে পাখির বাসা
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো- কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদশন উড়িতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়; রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক ; আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
দলীয় কাজঃ • মানুষ না হয়ে শঙ্খচিল, শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন ব্যাখ্যা কর। • 'আবার আসিব ফিরে' কবিতার প্রাকৃতিক সৌন্দযের বণনা দাও। শাপলা শালুক
মূল্যায়নঃ 'আবার আসিব ফিরে' কবিতাটি কোন কাব্য থেকে নেয়া হয়েছে? ২ . বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কী বোঝানো হয়েছে? ৩. উঠানে খইয়ের ধান ছড়ায় কে?
বাড়ির কাজঃ জীবনানন্দ দাশের বারবার বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষাকে তুমি কী ভাবে মূল্যায়ন করবে -আলোচনা কর?