250 likes | 461 Views
স্বাগতম জয় প্রকাশ দে সহকারী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ চট্টগ্রাম কলেজ. জীব বিদ্যা ২য় পত্র দ্বাদশ শ্রেণী সময়ঃ ৪৫ মিনিট. নিচের ছবি গুলো দেখা যাক. মানবদেহের শ্বসনতন্ত্র শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা সাইনুসাইটিস. এই পাঠ শেষে শিক্ষার্থীরা- ১। সাইনুসাইটিস কি তা বলতে পারবে।
E N D
স্বাগতম জয় প্রকাশ দে সহকারী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ চট্টগ্রাম কলেজ
জীব বিদ্যা ২য় পত্র দ্বাদশ শ্রেণী সময়ঃ ৪৫ মিনিট
মানবদেহের শ্বসনতন্ত্র শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা সাইনুসাইটিস
এই পাঠ শেষে শিক্ষার্থীরা- ১। সাইনুসাইটিস কি তা বলতে পারবে। ২। সাইনাস কি তা বলতে পারবে। ৩। সাইনাসের প্রকারভেদ সম্বন্ধে বলতে পারবে। ৪। সাইনুসাটিসের প্রকারভেদ সম্বন্ধে বলতে পারবে। ৫।সাইনুসাইটিসের কারন, লক্ষণ, রোগ নিরুপন ও প্রতিকার সম্বন্ধে বলতে পারবে। ৬। সাইনুসাইটিসের চিকিৎসা সম্পর্কে জানতে পারবে।
এই অংশগুলিকে সাইনাস বলে।
বিভিন্নকারণেমুখমন্ডল তথা মাথার খুলির সাইনাসের মধ্যেযখনপ্রদাহ, জীবাণুসংক্রমণ, অ্যালার্জিবাস্বতঃপ্রতিরোধীপ্রতিক্রিয়াতৈরিহয়,তখনবিদ্যমানঅবস্থাকেবলেসাইনুসাইটিস।
সাইনাস হল মুখমন্ডল তথা মস্তিষ্কের বায়ুপূর্ণ ফাকা স্থান। • মাথারখুলিতেঅবস্থিতএইসাইনাসেরবিভিন্নকাজরয়েছে। • এইসবসাইনাস- • ১। নাকেরমধ্যস্থিতবাতাসকেউষ্ণ ও আর্দ্ররাখে • ২। মাথাকেহালকারাখে • ৩। খুলিরবিভিন্নঅঙ্গকেরক্ষাকরে
সাইনাসসমূহেরঅবস্থানঅনুসারেসাইনাসসমূহেরঅবস্থানঅনুসারে সাইনুসাইটিসকে চারভাগে ভাগ করা হয়- ম্যাক্সিলারিসাইনুসাইটিসকপোলএলাকারম্যাক্সিলানামকঅস্থিরঅভ্যন্তরেঅবস্থিতসাইনাসেরসংক্রমণহলেতাকেম্যাক্সিলারিসাইনুসাইটিসবলে।এতেআক্রান্তহলেদন্তপীড়া ও শিরঃপীড়াদেখাদেয়। স্ফেনয়েড সাইনাস ফ্রন্টাল সাইনাস এথময়েড সাইনাস ম্যাক্সিলারি সাইনাস
ফ্রন্টালসাইনুসাইটিসকপালেরঅস্থিতেবিদ্যমানফ্রন্টালসাইনাসেরপ্রদাহেফ্রন্টালসাইনুসাইটিসদেখাদেয়।এতেশিরঃপীড়াহয়।ফ্রন্টালসাইনুসাইটিসকপালেরঅস্থিতেবিদ্যমানফ্রন্টালসাইনাসেরপ্রদাহেফ্রন্টালসাইনুসাইটিসদেখাদেয়।এতেশিরঃপীড়াহয়। স্ফেনয়েড সাইনাস ফ্রন্টাল সাইনাস এথময়েড সাইনাস ম্যাক্সিলারি সাইনাস
এথময়ডালসাইনুসাইটিসদুইচোখেরমাঝখানে ও পিছনেঅবস্থিতইথময়ডালসাইনাসেরসংক্রমণেসংশ্লিষ্টএলাকায়ব্যাথা ও চাপঅনুভূতহয়।একেইথময়ডালসাইনুসাইটিসবলে। স্ফেনয়েড সাইনাস ফ্রন্টাল সাইনাস এথময়েড সাইনাস ম্যাক্সিলারি সাইনাস
স্ফেনয়ডালসাইনুসাইটিসমুখেরঅভ্যন্তরেতালুরওপরপ্রজাপতি-আকৃতিরসাইনাসেরপ্রদাহেস্ফেনয়ডালসাইনুসাইটিসদেখাদেয়।স্ফেনয়ডালসাইনুসাইটিসমুখেরঅভ্যন্তরেতালুরওপরপ্রজাপতি-আকৃতিরসাইনাসেরপ্রদাহেস্ফেনয়ডালসাইনুসাইটিসদেখাদেয়। এতেচোখ ও চোখেরপেছনেব্যথা ও চাপঅনুভূতহয়এবংমাথারতালুতেসেব্যথাছড়িয়েপড়ে। স্ফেনয়েড সাইনাস ফ্রন্টাল সাইনাস এথময়েড সাইনাস ম্যাক্সিলারি সাইনাস
সময়ের ব্যাপ্তির উপর ভিত্তি করে সাইনুসাইটিস চার ধরনের। যেমন- অ্যাকিউটঃনূতন প্রদাহ বা সংক্রমণ যা সাধারণত চার সপ্তাহ অবধি বজায় থাকে।উপসর্গ ভেদে তীব্র ও মৃদু ধরণের হতে পারে। পুনঃঘটমান অ্যাকিউট সাইনুসাইটিসঃবছরে চার বার বা তার অধিক এই ধরনের প্রদাহ ও সংক্রমণ সংঘটিত হয়। সাব-অ্যাকিউট সাইনুসাইটিসঃসাধারণত চার সপ্তাহের অধিক এবং অনূন্য বারো সপ্তাহ এ ধরনের প্রদাহ বিরাজ করে। ক্রনিক বা পুরাতনী সাইনুসাইটিসঃ উপসর্গ বারো সপ্তাহেরঅধিককাল বিরাজ করে।
নিচের ছবিটি দেখা যাক রোগাক্রান্ত সাইনাস সুস্থ সাইনাস
সাইনুসাইটিসের কারন সমূহ ১। নাকের ইনফেকশন। ২। নাকের হাড় বেঁকে যাওয়া । ৩। নাকের মাংস ফুলে বড় হয়ে যাওয়া। ৪। নাকের পলিপ। ৫। দূষিত পানিতে বা উচ্চ ক্লোরিন যুক্ত পানিতে স্নান করলে। ৬। আঘাতের কারনে সাইনাস ফুটা হয়ে গেলে।
সাইনুসাইটিসের কারন সমূহ... ৭। দাঁতের মাড়ির একদম শেষ প্রান্তের দাঁত তুলে ফেললে। ৮। ধূমপান। ৯। এলার্জি। ১০। ধূলাবালি। ১২। ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ।
সাইনুসাইটিসের লক্ষণ সমূহ ১। মাথা ব্যাথা ও মাথা ভারী ভারী লাগা। ২। মুখমন্ডলের বিভিন্ন অংশে ব্যাথা। ৩। নাকের বিভিন্ন স্থান থেকে পূঁজ বেড়িয়ে আসতে পারে। ৪। গা ম্যাজম্যাজ, শরীর ব্যাথা। ৫। মানসিক অবসাদ। ৬।গন্ধানুভূতি ও স্বাদ অনুভূতি কমে যাওয়া। ৭।কাশি।
রোগনিরূপণ রোগেরইতিহাস ও লক্ষণ পর্যালোচনা প্যারান্যাজাল সাইনাসের এক্স-রে সিটি স্ক্যান ও নিউক্লিয়ার আইসোটোপ স্ক্যানিং ন্যাজাল এন্ডোস্কপি
সাইনুসাইটিসের চিকিৎসা ১। ন্যাসাল স্প্রে ব্যবহার করা। ২। উষ্ণ ভিজা কাপড় আক্রান্ত স্থানে দেওয়া। ৩। প্রচুর তরল পান।
সাইনুসাইটিসের চিকিৎসা ৪। গরম পানির ভাপ নেওয়া। ৫। অ্যান্টিবায়োটিক ব্যবহার। ৬।প্রযোজ্য ক্ষেত্রে সার্জারী করতে হবে। ৭। ন্যাসাল ওয়াশ দিতে হবে।
সাইনুসাইটিসের প্রতিকার ১। অ্যালার্জি ও ধূলাবালি হতে দূরে থাকলে । ২। রুমাল বা মাস্ক ব্যবহার করলে । ৩। ধূমপান পরিহার। ৪। চারপাশের পরিবেশ যতদূর সম্ভব পরিষ্কার রাখা। ৫। দাঁতের ক্ষয় এবং অন্যান্য পচনশীল পদার্থ থেকে দাঁতকে রক্ষা করতে হবে। ।
আজ এই পর্য্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।