1 / 15

Cotton Field (BD) Ltd. (9741) Shima Complex, Plot No. 23, Shataish Road, Gazipura , Dhaka

AMBER. Revision : Issue 01 Date: 12.03.2014. Cotton Field (BD) Ltd. (9741) Shima Complex, Plot No. 23, Shataish Road, Gazipura , Dhaka 12.MARCH.2014 Client Summary Report Observations & Actions Written By Alex Nott – 12.03.14 Reviewed By Marc Tardif – 12.03.14

gerry
Download Presentation

Cotton Field (BD) Ltd. (9741) Shima Complex, Plot No. 23, Shataish Road, Gazipura , Dhaka

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. AMBER Revision : Issue 01 Date: 12.03.2014 Cotton Field (BD) Ltd. (9741) Shima Complex, Plot No. 23, Shataish Road, Gazipura, Dhaka 12.MARCH.2014 Client Summary Report Observations & Actions Written By Alex Nott – 12.03.14 Reviewed By Marc Tardif – 12.03.14 Approved By Geoff Minto – 18.03.14

  2. সাইট পর্যবেক্ষন • It is recommended that a structural

  3. চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যাসমূহগুদামে লোড কমাতে হবে

  4. চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যা কনক্রিটের ভারবহন ক্ষমতা এবং ব্যবহৃত রডের অনুপাত বিশ্লেষণ থেকে দেখা যায়, স্ল্যাবের উপর অতিরিক্ত লোডিং রয়েছে । এর ফলে কলাম পীড়ন বেশী হয় এবং সেফটি ফ্যাক্টর কমে যায় । কলামের সেফটি ফ্যাক্টর কম

  5. চিহ্নিত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সমস্যাসমূহকলাম পীড়ন অনেক বেশীকাঠামোর নকশা অসম্পূর্ণ (Structural Drawing)

  6. চিহ্নিত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সমস্যা ন্যুনতম অনুমোদিত লোডের জন্য কলাম সেফটি ফ্যাক্টর কম । কলামের উপর পীড়ন অনেক বেশী ।

  7. চিহ্নিত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সমস্যা কাঠামোর নকশায় স্ল্যাবে কি পরিমান রড ব্যবহৃত হবে এর কোন উল্লেখ নেই । ছাদের স্ল্যাবের বিস্তারিত বর্ননা আছে, কিন্তু সকল স্ল্যাব এই নকশায় তৈরি হয়েছে কিনা তা জানা যায় না । কাঠামোর নকশা অসম্পুর্ণ ।

  8. চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যাসমূহছাদ থেকে উপরে কলাম তৈরী করা হয়েছে ।

  9. চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যা ছাদের উপরে কলাম থেকে ধারনা করা হয় যে আরো তলা নির্মাণ করা হবে অথবা স্টিলের কাঠামো তৈরী করা হবে । এর ফলে ছাদের উপর লাইভ লোডের পরিমান বেড়ে যাবে । ছাদের উপরে অতিরিক্ত কলাম ।

  10. জরুরী পদক্ষেপ সমূহ

  11. চিহ্নিত সমস্যা সমূহের সারাংশ সারাংশ ১: (চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যা) সার্ভেয়ার (Surveyor)ছাদে ঝুট কাপড়ের স্তূপ পর্যবেক্ষণ করেন । এছাড়াও ৭ম ফ্লোরের অনেকটা জায়গা জুড়ে কাপড়ের স্তূপ, ১ম ফ্লোরে কাপড়ের স্তূপ এবং অন্যান্য ফ্লোর গুলোতে ছোট ছোট গুদাম করা হয়েছে । সারাংশ ২:(চিহ্নিত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সমস্যা ) কলাম লোড রান ডাউন বিশ্লেষন (Column Load Run-down Analysis) থেকে দেখা যায়, সর্বনিম্ন লোডের জন্যও ফ্যাক্টর অব সেফটি (FOS) কম । সারাংশ ৩:(চিহ্নিত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সমস্যা ) স্ল্যাবে কি পরিমাণ রড ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত নকশায় নেই ।ছাদের স্ল্যাবের বিস্তারিত বর্ননা আছে, কিন্তু সকল স্ল্যাব এই নকশায় তৈরি হয়েছে কিনা তা জানা যায় না । তাছাড়া যদি তাই হয়ে থাকে তাহলে ছাদের স্ল্যাব ফ্যাক্টরী লোড এর ভারবহন করতে পারবে কিনা তাও নিশ্চিত নয় । সারাংশ ১: (চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যা) ছাদ হতে কলামগুলো অতিরিক্ত একতলা পর্যন্ত বাড়ানো হয়েছে । যেহেতু কলামের ফ্যাক্টর অব সেফটি (FOS) ইতিমধ্যেই প্রয়োজনের তুলনায় কম, তাই ছাদের উপরে আর কোন তলা নির্মাণ করা যাবে না ।

  12. সারাংশ ১ এবং পদক্ষেপ সমূহ ছাদসহ ৭ম এবং ১ম তলার গুদামে স্তূপের উচ্চতা অতিরিক্ত । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • ছাদসহ ৭ম এবং ১ম তলার গুদামে স্তূপের উচ্চতা কমিয়ে স্ল্যাব এর উপর লোড কমাতে হবে । অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • প্রয়োজন নেই কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • প্রয়োজন নেই

  13. সারাংশ ২ এবং পদক্ষেপ সমূহ কলামের ফ্যাক্টর অব সেফটি (FOS) প্রয়জনের তুলোনায় কম । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • প্রয়োজন নেই অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • Factory Engineer কে আবার ডিজাইন,কলামের লোড ও পীড়ন পর্যবেক্ষণ করা দরকার । কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • ফ্লোর ও কলামের ভারবহন ক্ষমতা অনুসারে সকল ফ্লোরে লোড পরিকল্পনা করতে হবে ।

  14. সারাংশ ৩ এবং পদক্ষেপ সমূহ কাঠামোর নকশায় স্ল্যাবে কি পরিমাণ রড ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা নেই । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • প্রয়োজন নেই • ফ্যাক্টরী লোডিং এর জন্য স্ল্যাবের ভারবহন ক্ষমতা নিশ্চিত করতে বিস্তারিত প্রকৌশলগত মূল্যায়ন (Engineering Assessment) করতে হবে । অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • উল্লেখিত প্রকৌশলগত মূল্যায়ন (Engineering Assessment) শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।

  15. সারাংশ ৪ এবং পদক্ষেপ সমূহ ভবিষ্যতে কোন তলা না হয় বা সামান্য কিছু লোড ছাড়া অন্য কোন কাজে ব্যবহার না হয় তাই বর্তমান ছাদের উপর যে কলামসমূহ আছে তা ভেঙ্গে ফেলতে হবে । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • প্রয়োজন নেই অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • প্রয়োজন নেই কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • ছাদের উপর ১ ফুট পর্যন্ত রেখে কলামের বাকী অংশ ভেঙ্গে ফেলতে হবে ।

More Related