30 likes | 43 Views
SPICY FISH CURRY RECIPE IN BENGALI <br><br>মশলাদার মাছের à¦à§‹à¦² পà§à¦°à¦¯à¦¼à§‹à¦œà¦¨à§€à¦¯à¦¼ উপকরণ ( Ingredients to make Spicy Fish Curry Recipe in Bengali )<br>মাছের টà§à¦•à¦°à§‹ - আধা কেজি<br>জল - দেড় কাপ<br>টমেটো - 4 টি (কà§à¦šà¦¾à¦¨à§‹)<br>লাল লঙà§à¦•à¦¾ - 2 টি (চেরা)<br>পেয়াà¦à¦œ 1 টি (কà§à¦šà¦¾à¦¨à§‹)<br>তেà¦à¦¤à§à¦²à§‡à¦° কাà¦à¦¥ - 1 বড় চামচ
E N D
মশলাদার মাছের ঝোল, Spicy Fish Curry recipe in Bengali - BetterButter Editorial : BetterButter SPICY FISH CURRY RECIPE IN BENGALI মশলাদার মাছের ঝোল প্রয়োজনীয় উপকরণ ( Ingredients to make Spicy Fish Curry Recipe in Bengali ) মাছের টুকরো - আধা কেজি জল - দেড় কাপ টমেটো - 4 টি (কুচানো) লাল লঙ্কা - 2 টি (চেরা) পেয়াঁজ 1 টি (কুচানো) তেঁতুলের কাঁথ - 1 বড় চামচ জিরের গুঁড়ো - 1 ছোট চামচ (ভেজে গুঁড়ো করা) কাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো - 1 ছোট চামচ
মশলাদার মাছের ঝোল, Spicy Fish Curry recipe in Bengali - BetterButter Editorial : BetterButter
মশলাদার মাছের ঝোল, Spicy Fish Curry recipe in Bengali - BetterButter Editorial : BetterButter • মশলাদার মাছের ঝোল | How to make Spicy Fish Curry Recipe in Bengali • হালকা বাদামি হওয়া পর্যন্ত পেয়াঁজ তেলে ভাজতে হবে। এবার আদা রসুন বাটা মিশিয়ে আরও 2 মিনিট নাড়তে হবে। • হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং নুন মেশান। আবার দুই মিনিট ধরে নাড়ুন। এবার কুচানো টমেটো মিশিয়ে তেল বের হওয়া পর্যন্ত কসাতে হবে। • এবারে আঁচ একেবারে কমিয়ে, এক কাপ জল এবং তেঁতুলের কাঁথ মিশিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। • এবার মাছের টুকরোগুলো সেই ঝোলে মিশিয়ে দিয়ে তাতে চেরা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। • ঢাকনা ঢেকে আরও 10 মিনিট রান্না করতে হবে। মাছগুলো যেন খুব ভালো করে সেদ্ধ হয়। • Reviews for Spicy Fish Curry Recipe in Bengali (5) • KNOW MORE ABOUT-http://www.betterbutter.in/bn/recipe/1731/spicy-fish-curry-in-bengali