140 likes | 494 Views
পরিচিতি. মোঃ আলজাকারিয়া হোসেন সহকারি প্রধান শিক্ষক কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় পাঁচবিবি, জয়পুরহাট।. ষষ্ঠ শ্রেণি সাধারন বিজ্ঞান নবম অধ্যায় পাঠঃ ৪-৫ আজকের বিষয়ঃ আলোর প্রতিফলন. শিখনফল. পাঠ শেষে শিক্ষার্থীরা- আলোর প্রতিফলন কী- তা বলতে পারবে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সম্পর্কে জানতে পারবে।
E N D
পরিচিতি মোঃ আলজাকারিয়া হোসেন সহকারি প্রধান শিক্ষক কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় পাঁচবিবি, জয়পুরহাট।
ষষ্ঠ শ্রেণি সাধারন বিজ্ঞান নবম অধ্যায় পাঠঃ ৪-৫ আজকের বিষয়ঃআলোর প্রতিফলন
শিখনফল পাঠ শেষে শিক্ষার্থীরা- • আলোর প্রতিফলন কী- তা বলতে পারবে। • আপতন কোণ ও প্রতিফলন কোণ সম্পর্কে জানতে পারবে। • মশৃণ ও পালিশ করা পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন সম্পর্কে জানতে পারবে। • সকল পৃষ্ঠ থেকেই আলো প্রতিফলিত হয়-সে সম্পর্কে বলতে পারবে।
আলোর প্রতিফলন • কোন বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে, তাহলে তাকে প্রতিফলন বলে। • কোন বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে না আসে, তাহলে তাকে শোষণ বলে। • আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। • মশৃণ ও পালিশ করা পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। • সকল পৃষ্ঠ থেকেই আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
সবাই মিলে একটি ভিডিও দেখি
মূল্যায়ন একক কাজঃ - আলোর শোষণ কী? • আপতন কোণ ও প্রতিফলন কোণ কী সর্বদা সমান? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
বাড়ীর কাজ • সকল পৃষ্ঠ থেকেই আলো প্রতিফলিত হয়- বিশ্লেষণ কর।