170 likes | 312 Views
Welcome A re you ok?. পরিচিতি. নামঃ চিন্ময় মজুমদার পদবীঃ প্রভাষক ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ) প্রতিষ্ঠানঃ মহাকাল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ , অভয়নগর, যশোর।. শ্রেণীঃ একাদশ ও দ্বাদশ সময় ঃ 4 ৫ মিনিট বিষয়ঃ মোবাইল ফোনের প্রজন্ম অধ্যায়ঃ দ্বিতীয় তারিখঃ ০ 4 /০৩ /২০১ ৪ ইং. শিখনফল.
E N D
পরিচিতি নামঃ চিন্ময়মজুমদার পদবীঃ প্রভাষক ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রতিষ্ঠানঃ মহাকাল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, অভয়নগর, যশোর। শ্রেণীঃএকাদশ ও দ্বাদশ সময়ঃ4৫ মিনিট বিষয়ঃমোবাইল ফোনের প্রজন্ম অধ্যায়ঃ দ্বিতীয় তারিখঃ০4/০৩/২০১৪ ইং
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা… 1। মোবাইল ফোনের প্রজন্মকিতাবলতেপারবে। • 2। মোবাইল ফোনের প্রজন্মেরপ্রকারভেদ উল্লেখ করতে পারবে। • ৩।মোবাইল ফোনের এক একটি প্রজন্মের মধ্যে পার্থক্য • কিতাবলতেপারবে।
ছবি দেখ এবং চিন্তা করে বল নেটওয়ার্ক টপোলজি
আজকের পাঠ মোবাইল ফোনের প্রজন্ম
মোবাইল ফোন প্রজন্ম কি? অত্যাধুনিক মোবাইল ফোন বর্তমান অবস্থায় একবারে আসেনি। একে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়েছে। অতিক্রমের এক একটি ধাপকে এক একটি প্রজন্ম বলে। এক একটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয় এবং পুরনো বৈশিষ্ট্যগুলোর বিলুপ্তি ঘটে।
মোবাইল ফোনের প্রজন্মকে মূলত চার ভাগে ভাগ করা যায় ১। প্রথম প্রজন্ম ২। দ্বিতীয় প্রজন্ম ৩। তৃতীয় প্রজন্ম ৪। চতুর্থ প্রজন্ম
১। প্রথম প্রজন্ম 1979 • প্রথমপ্রজন্মেরমোবাইলফোনগুলোছিলসেলুলারনেটওয়ার্কনির্ভর এবং এগুলো এনালগ সিস্টেমের উপর ভিত্তি করে বিকাশ লাভ করে। ১৯৭৯ সালে জাপানের এনটিটি প্রথম বাণিজ্যিক ভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে ১ম প্রজন্মেরসূচনা করে।
২। দ্বিতীয় প্রজন্ম ১৯৯০ Global System For Mobile Communications ব্যবহার করেদ্বিতীয় প্রজন্মের টুজি মোবাইল সিস্টেমের প্রথমিক যাত্রা শুরু হয়।এটিতারআগেরপ্রজন্মের চেয়েভিন্ন। এনালগট্রান্সমিশন সিস্টেমের পরিবর্তে এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয়। এ প্রজন্মের যোগাযোগের নতুন এক ধারার প্রবর্তন ঘটে এসএমএস টেক্সট মেসেজিংয়ের মাধ্যমে।
একক কাজ ১। G S M C কি ? ২। প্রথমপ্রজন্ম ও দ্বিতীয় প্রজন্মের মোবাইলফোনের আকার কেমন তা বল।
৩। তৃতীয় প্রজন্ম 2001 মূলত ডেটা সার্ভিসের চাহিদা বৃদ্ধি পাওয়ায়র ফল স্বরপ সূচনা ঘটেমোবাইলেরতৃতীয়প্রজন্মের।
৪। চতুর্থ প্রজন্ম 2009- থ্রিজি প্রযুক্তিচালুর পর থেকেই ভালোমানের থ্রিজি কভারেজের অভাব অনুভূত হয় এবং তখন থেকেই শুরু হয় চতুর্থ প্রজন্মের মোবাইল প্রজন্ম নিয়ে গবেষণা।
দলীয় কাজ • কাজ-১মোবাইল প্রজন্ম কিতাবুঝিয়েলিখ । • কাজ-২ প্রথম প্রজন্ম ও দ্বিতীয় প্রজন্মের মোবাইলফোনের কয়েকটি বৈশিষ্ট্য লিখ । • কাজ-৩ মোবাইল প্রজন্মের প্রকারভেদ গুলো চিত্রসহ আলোচনা কর।
মূল্যায়ন • মোবাইলপ্রজন্ম বলতে কি বুঝ? • মোবাইলপ্রজন্ম কত প্রকার ও কি কি ? • প্রথম প্রজন্মেরমোবাইল কি? • চতুর্থ প্রজন্মের মোবাইলের কয়েকটি বৈশিষ্ট্য বল ।
বাড়ীর কাজ “মোবাইল প্রজন্মেরগুরুত্ব বর্ণনা কর”