270 likes | 817 Views
স্বাগতম. পরিচিতি. মিঠু রানী দাস সহকারী শিক্ষক(কম্পিউটার) শহীদপুর খান এ সবুর মাধ্যমিক বিদ্যালয় হাড়িখালী, তেরখাদা, খুলনা ।. এ পাঠ শেষে তারা. বিভিন্ন বৃষ্টিপাতের সংজ্ঞা বলতে পারবে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বলতে পারবে। বিভিন্ন ধরনের বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বলতে পারবে।
E N D
পরিচিতি মিঠু রানী দাস সহকারী শিক্ষক(কম্পিউটার) শহীদপুর খান এ সবুর মাধ্যমিক বিদ্যালয় হাড়িখালী, তেরখাদা, খুলনা।
এ পাঠ শেষে তারা • বিভিন্ন বৃষ্টিপাতের সংজ্ঞা বলতে পারবে। • বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বলতে পারবে। • বিভিন্ন ধরনের বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বলতে পারবে। • অঞ্চল ভেদে বৃষ্টিপাতের নাম বলতে পারবে।
পাঠপরিচিতি বিষয়ঃ ভূগোল শ্রেণিঃ নবম অধ্যায়ঃ দ্বিতীয় (বায়ুমন্ডল) সময়ঃ ৪০ মিনিট
নীচের ছবিটার মাধ্যমে তোমরা কিছু বুঝতে পার? জলীয় বাষ্প
কিসের ছবি? বৃষ্টি
আজকের পাঠ বৃষ্টিপাত
বৃষ্টিপাত জলীয়বাষ্পপূর্ণ বায়ু উর্ধ্বাকাশে শীতল ও ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়।মেঘের মধ্যে অসংখ্য পানিকণা ও বরফকণা থাকে।এ সমস্ত পানি ও বরফকণা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বড় পানির কণায় পরিনত হয়। এ সব কণা এক সময়ে পৃথিবীর আকর্ষণের টানে পানির ফোঁটা হয়ে মাটিতে পড়ে।একেই বৃষ্টিপাত বলে।
পরিচলন বৃষ্টিঃ নিন্মচাপমন্ডলীয় বায়ু উত্তপ্ত হয়ে ওপরে ওঠে এবং প্রসারিত হয়। ফলে সহজে শীতল হয়ে পড়ে।এভাবে বায়ুর তাপ হ্রাস এ অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে।
শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত জলীয় বাষ্পপূর্ণ বায়ু
শৈলোৎক্ষেপ বৃষ্টিঃ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উঁচু পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে ওপরে ওঠে এবং শীতল হয়ে পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়। দক্ষিন পম্চিম মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পাওয়ায় সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।
সংঘর্ষ বৃষ্টিপাত সীমান্ত শুষ্ক ও শীতল বায়ু উষ্ণ ও আর্দ্র বায়ু
সংঘর্ষ বৃষ্টিঃ শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জ মুখোমুখি হলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় এবং শিশিরাঙ্কে পরিণত হয়। আরো ঘনীভূত হয়ে বায়ুপুঞ্জের সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটায়।এটি সংঘর্ষ বৃষ্টি নামে পরিচিত। নাতিশীতোষ্ণ এলাকায় এ ধরনের বৃষ্টি দেখা যায়।
ঘূর্ণি বৃষ্টিঃ ঘূর্ণিবাত কেন্দ্রের বায়ু ওপরে উঠে যাওয়ায় এর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতল হয়। এ সময় বায়ুর অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়।এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে।
মূল্যায়ন • বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়? • সিলেট জেলায় কোন ধরণের বৃষ্টিপাত বেশি হয়? • বৃষ্টিপাত কত প্রকার?
বাড়ীর কাজ • বিভিন্ন প্রকার বৃষ্টিপাতসৃষ্টির প্রক্রিয়া গুলো লেখ।