1 / 18

ICT skill & led content development

ICT skill & led content development. ICT skill & led content development. পরিচিতি. এস,এম, সাদেকুল ইসলাম সহকারী শিক্ষক (বিজ্ঞান) পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় রাণীনগর, নওগাঁ । মুঠোফোনঃ ০১৭১০-০০০২৫০। bokul.glory@gmail.com. শ্রেণীঃ নবম বিষয়ঃ জীব বিজ্ঞান সময়ঃ ৫০ মিনিট ।

halil
Download Presentation

ICT skill & led content development

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. ICT skill & led content development

  2. ICT skill & led content development পরিচিতি এস,এম, সাদেকুল ইসলাম সহকারী শিক্ষক (বিজ্ঞান) পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় রাণীনগর, নওগাঁ । মুঠোফোনঃ ০১৭১০-০০০২৫০। bokul.glory@gmail.com শ্রেণীঃ নবম বিষয়ঃ জীব বিজ্ঞান সময়ঃ ৫০ মিনিট । তাং- ১৮/০৭/২০১৩

  3. ICT skill & led content development কোষ বিভাজন (Cell division) কোষ বিভাজন (Cell division)

  4. ICT skill & led content development শিখন ফল কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। মাইটোসিস ব্যাখ্যা করতে পারবে। মাইটোসিস এর গুরুত্ব সংক্ষেপে বলতে পারবে।

  5. ICT skill & led content development পাঠ উপস্থাপন এক কোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরণের কোষ বিভাজন দেখা যায় । এগুলোর কোনটি দৈহিক আকৃতি বাড়ায় , কোনটি জনন কোষ সৃষ্টি করে, আবার কোনটি দ্বি-বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরণের কোষ বিভাজন কীভাবে হয়ে থাকে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব।

  6. ICT skill & led content development এসো আমরা চিত্র দেখে কোষ বিভাজনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। কোষ বিভাজন( Cell division ): যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে একাধিক কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

  7. ICT skill & led content development কোষ বিভাজনের প্রকারভেদ ( Types of cell division ) জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন দেখা যায়, যথা -

  8. ICT skill & led content development অ্যামাইটোসিস কোষ বিভাজন ( Amitosis cell division ): যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পযায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।

  9. ICT skill & led content development মাইটোসিস কোষ বিভাজন ( Mitosis cell division ): যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটিএকটিসুকেন্দিককোষবিশেষপ্রক্রিয়ায়বিভক্তহয়েদুটিকোষেপরিনতহয়এবংপ্রতিটিকোষেক্রোমোসোমসংখ্যামাতৃকোষের সমানথাকেএবংসৃষ্ট অপত্য কোষের গঠনগুণাগুণহুবহুমাতৃকোষেরমতোইহয়তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।1719735515

  10. ICT skill & led content development মিয়োসিস কোষ বিভাজন ( Meiosis cell division ): যে কোষ বিভাজন প্রক্রিয়ারমাধ্যমেএকটিসুকেন্দিককোষবিশেষপ্রক্রিয়ায়বিভক্তহয়েচারটিকোষেপরিনতহয়এবংনতুনসৃষ্টকোষেক্রোমোসোমসংখ্যামাতৃকোষেরক্রোমোসোমসংখ্যাঅধেকহয়তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।

  11. ICT skill & led content development অস্বাভাবিককোষ বিভাজন ( Meiosis cell division ): ইহা ছাড়াও আরেক ধরেণের কোষ বিভাজন দেখা যায় সেটি হল অস্বাভাবিককোষবিভাজন। স্বাভাবিক কোষ বিভাজন একটিনিয়ন্ত্রিতপ্রক্রিয়া। কোনোকারণে এ নিয়ন্ত্রণহারালেবিরামহীনভাবেকোষ বিভাজনচলতেথাকে। একেঅস্বাভাবিককোষবিভাজনবলে। যেমন- টিউমার, ক্যন্সার ইত্যাদি। উল্লেখ্য প্যাপিলোমা ভাইরাস ই৬ এবং ই৭ নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে যা কোষ বিভাজনের নিয়ন্ত্রন নষ্ট করে ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ তথা ক্যান্সার।

  12. ICT skill & led content development এক নজরে কোষ বিভাজনের প্রকারভেদ

  13. ICT skill & led content development শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ভিডিও চিত্র দেখে মাইটোসিস এর ধারণা নিব।

  14. ICT skill & led content development দলীয় কাজ ১। মাইটোসিস ও মিয়োসিসকোষ বিভাজনেরমধ্যে পার্থক্য লিখ। ২। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ কর ।

  15. ICT skill & led content development মাইটোসিস ও মিয়োসিসকোষ বিভাজনেরপার্থক্য মাইটোসিসকোষ বিভাজনেরগুরুত্ব সংঘটনের স্থান, অপত্য কোষের সংখ্যা, নিউক্লিয়াস ও ক্রোমোসোমের বিভাজন, ক্রোমোসোমের সংখ্যা ক্রোমোমিয়ার, ক্রসিং ওভার, হোমোলোগাস ক্রোমোসোম জোড়, অপত্য কোষের গুণাগুণ ইত্যাদি বিষয়ে পার্থক্য লক্ষ করা যায়। মাইটোসিসকোষবিভাজনেরগুরুত্বসাধারণতজীবেরদৈহিকবৃদ্ধি, ক্রোমোসোমেরসমতারক্ষা, নিদিষ্টআয়তনরক্ষা, ক্ষতপূরণ, জননাঙ্গসৃষ্টি, বংশবৃদ্ধি ও জিনঘটিতস্বাতন্ত্র্যবজায়রাখারক্ষেত্রেদেখাযায়।

  16. ICT skill & led content development মূল্যায়ন ১। কোষ বিভাজন কী ? ২। ইন্টারফেজ এবং জাইগট কাকে বলে ? ৩। অ্যাস্টার-রে এবং আকর্ষণ তন্তু কী ? ৪। মিয়োসিস এবং মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? ৪। কোন কোষ বিভাজন দ্বারা গ্যামেট সৃষ্টি হয়। ৫। কোষ বিভাজন না হলে জীবকুল কী কী সমস্যায় পড়বে । ৬। অস্বাভাবিককোষ বিভাজনের ফলে কী হয়।

  17. ICT skill & led content development বাড়ির কাজ মাইটোসিস এর ধাপ গুলোর চিত্র এঁকে চারটি করে বৈশিষ্ট্য লিখে আনবে ।

  18. ICT skill & led content development ধন্যবাদ সবাইকে

More Related