130 likes | 569 Views
স্বাগতম. মোঃ তাহামিদুল হক ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) যশোর পলিটেকনিক ইন্সিটিউট যশোর. পূর্ববর্তী ক্লাসের আলোচনা. ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন সুত্র বর্ণনা কর।. পাঠ পরিচিতি. ৫ম পর্ব ইলেক্ট্রিক্যাল টেকনোলজী বিষয়ঃ ডি সি মেসিন সময়ঃ ৪৫ মিঃ
E N D
মোঃ তাহামিদুল হক ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) যশোর পলিটেকনিক ইন্সিটিউট যশোর
পূর্ববর্তী ক্লাসের আলোচনা • ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন সুত্র বর্ণনা কর।
পাঠ পরিচিতি ৫ম পর্ব ইলেক্ট্রিক্যালটেকনোলজী বিষয়ঃ ডি সি মেসিন সময়ঃ ৪৫ মিঃ টপিকঃ জেনারেটরের মুলনীতি ও বিভিন্ন অংশ
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • ডিসি জেনারেটর চিনতে পারবে • ডিসি জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ লোডে সরবরাহ করতে পারবে।
ডিসি জেনারেটরের মডেল চিত্র সংজ্ঞাঃ ডিসি জেনারেটর এমন একটা মেশিন , যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে । মুলতত্ত্বঃ যখন কোন চৌম্বক ক্ষত্রের মধ্যে একটি কয়েলকে ঘুরানো হয় বা একটি কয়েলের চারিদিকে কোন চৌম্বক ক্ষত্রকে ঘুরানো হয় তখন ফ্যা্রাডের সু্ত্র অনুসারে উক্ত কয়েলে emfউৎপন্য হয় । এই উৎপন্নemfএসি প্রকৃতির। যাকে commutator এরসাহায্যে ডিসি emf এ রূপান্তরিত করে। ব্রাশের সাহায্যে লোডে সরবরাহ দেয়া হয়।
ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ
জেনারেটরের বিভিন্ন অংশের কাজ • FIELD POLE: FIELD POLE এরকাজFIELD WINDING-কে ধরে রাখা। • FIELD WINDING: FIELD WINDING এরকাজচৌম্বক ক্ষেত্র তৈরী করা। • ARMATURE CORE: ARMATURE WINDINGকে ধরে রাখা। • ARMATURE WINDING: ARMATURE WINDINGএরকাজA/C EMF উৎপন্ন করা।
COMMUTATOR: COMMUTATORএরকাজARMATURE WINDINGএউৎপন্ন A/C EMF কেPULSATING D/C EMFএ রুপান্তরিত করা। BRUSH: COMMUTATOR এ উৎপন্ন PULSATING D/C EMFকে লোডেসরবরাহকরে। SHAFT: SHAFTএরকাজ ARMATUR WINDINGএবং ARMATURE CORE কেধরেরাখা। BEARING: BEARING এরSHAFT-কে ধরেরাখা। YOKE/FRAME: YOKE-এরকাজসকলঅংশকেধরেরাখাএবং বাহ্যিকআঘাতথেকেসকলঅংশকেরক্ষাকরা।
ডিসি জেনারেটর সম্পর্কিত প্রশ্ন ১। জেনারেটর কাকে বলে ? ২। ডিসি জেনারেটরের মুলনীতি কি ? ৩। ফ্যারাডের ইলেকট্রম্যাগনেটিক ইনডাকশন সুত্রটি লিখ। ৪। ডিসি জেনারেটরের চিত্র অংকন করে বিভিন্ন অংশের কাজ সংক্ষেপে লিখ।
বাড়ীর কাজ একটি জেনারেটরের চিত্র একে বিভিন্ন অংশ চিন্নিত কর এবং বিভিন্ন অংশের কাজ সংক্ষেপে লিখ।
পরবর্তী ক্লাসের ধারনা • ডি সি জেনারেটরের কম্যুটেশন পদ্ধতি
ধন্যবাদ সবাইকে