200 likes | 635 Views
শুভেচ্ছা. পরিচিতি. শ্রেণিঃ নবম বিষয়ঃ জীব বিজ্ঞান সময়ঃ ৪৫মিনিট তারিখঃ ২৭/০৩/২০১৩ইং. মোঃআব্দুস সালাম সহকারি শিক্ষক (গনিত) তারাগঞ্জ ও/এ বহুমূখী উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ ,রংপুর । মোবাইলঃ ০১৮৩১৩০০৩০৪ salam.twe@gmail.com. রক্ত ও রক্তের উপাদান. শিখন ফল.
E N D
পরিচিতি শ্রেণিঃ নবম বিষয়ঃ জীব বিজ্ঞান সময়ঃ ৪৫মিনিট তারিখঃ ২৭/০৩/২০১৩ইং মোঃআব্দুস সালাম সহকারি শিক্ষক (গনিত) তারাগঞ্জ ও/এ বহুমূখী উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ ,রংপুর । মোবাইলঃ ০১৮৩১৩০০৩০৪ salam.twe@gmail.com
শিখন ফল রক্ত কি তা বলতে পারবে। রক্তের উপাদান বর্ণনা করতে পারবে। রক্তের কাজ সম্মন্ধে বলতে পারবে।
রক্তঃরক্ত এক ধরনের লাল বর্নের ঈষত ক্ষারীয় তরল যোজক কলা। রক্তের উপাদান ১। রক্তরস এবং ২। রক্ত কনিকা ক) লোহিত রক্ত কনিকা খ) শ্বেত রক্ত কনিকা গ) অনুচক্রিকা
শ্বেত কনিকা লোহিত কনিকা রক্তরস অনুচক্রিকা রক্তের উপাদান
রক্তরস * রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। রক্তেরসের প্রধান উপাদান *পানি *আমিষ-অ্যালবমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন *গ্লুকোজ *চর্বিকণা *খনিজ লবন *ভিটামিন *হরমোন *এন্টিবডি *বর্জ্যপদার্থ - কার্বন ডাই অক্সাইড ইউরিয়া ইউরিক এসিড
লোহিত রক্ত কনিকা বৈশিষ্ট্যঃ ১। অক্সিজেন পরিবহনে ভুমিকা পালন করে। ২। নিউক্লিয়াস থাকে না।
শ্বেত রক্ত কনিকা বৈশিষ্ট্যঃ ১। নিউক্লিয়াস থাকে। ২। আকারে অনিয়মিত ও বড়।
অনুচক্রিকা বৈশিষ্ট্যঃ ১। আকারে ছোট ও বর্ণহীন। ২। এরা গুচ্ছআকারে থাকে। ৩। জমাট বাধতে সাহায্য করে।
রক্তের কাজ *অক্সিজেন পরিবহন *কার্বন ডাইঅক্সাইড অপসারণ *খাদ্যসার পরিবহন *তাপমাত্রা রক্ষা *বর্জ্য পদার্থ নিস্কাশন *হরমোন পরিবহন *রোগ প্রতিরোধ *রক্ত জমাট বাঁধা
দলীয় কাজ গ্রুপ এ/সি লোহিত রক্ত কনিকার বৈশিষ্ট্য লিখ। গ্রুপ বি/ডি শ্বেত রক্ত কনিকার বৈশিষ্ট্য লিখ।
মূল্যায়ন *রক্ত কি? *রক্তের উপাদান কয়টি ও কি কি? *অনুচক্রিকার কাজ কি?
বাড়ির কাজ দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান রক্ত এ বিষয়ে তোমার মতামত লেখ।