170 likes | 617 Views
স্বাগতম. পরিচিতি. মোঃ জাহাঙ্গীর আলম. সহকারী শিক্ষক (কম্পিউটার). পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় পাঁচবিবি, জয়পুরহাট।. Email -82jahangir@gmail.com. শ্রেণীঃ ৯ম. প্রাকৃতিক ভূগোল. দ্বিতৃীয় অধ্যায়. পাঠের বিষয়ঃ বায়ুর আর্দ্রতা ও বারিপাত. বায়ুর আর্দ্রতা কি তা বলতে পারবে।.
E N D
পরিচিতি • মোঃ জাহাঙ্গীর আলম • সহকারী শিক্ষক (কম্পিউটার) • পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় • পাঁচবিবি, জয়পুরহাট। • Email-82jahangir@gmail.com
শ্রেণীঃ ৯ম • প্রাকৃতিক ভূগোল • দ্বিতৃীয় অধ্যায় পাঠের বিষয়ঃ বায়ুর আর্দ্রতা ও বারিপাত
বায়ুর আর্দ্রতা কি তা বলতে পারবে। • জলীয়বাষ্পের অবস্থা বলতে পারবে। • বৃটিপাত কি তা বলতে পারবে। • বৃটিপাত কত প্রকার তা বর্ণনা করতে পারবে।
শিশির (dew) ভূপৃষ্ঠ তাপ বিকিরনের মাধ্যমে রাত্রে শীতল হয়। এ সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরের তাপমাত্রা হ্রাস পায়। ফলে বায়ুর জলীয়বাষ্প ধারন ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভুত হয়ে ক্ষুদ্র জলবিন্দুরুপে ভূপৃষ্টে সঞ্চিত হয়। একে শিশির বলে।
কুয়াশা শীতকালে ঠান্ডা ভূপৃষ্টের সংস্পর্শে নিম্ন বায়ুস্তরের তাপমাত্রা হ্রাস পায়। ফলে বায়ুর জলীয়বাষ্প ভাসমান কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণারুপে ঘনীভূত হয় এবং ভূপৃষ্টের উপর ধোঁয়ারন্যায় ভাসমান অবস্থায় থাকে। একে কুয়াশা (Fog) বলে।
তুষারপাত শীতপ্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয়বাষ্প ঘনীভুত হয়ে পেঁচা তুলার ন্যায় ভূপৃষ্পে পতিত হয়। একে তুষার(Snow) বলে।
বৃষ্টিপাত পরিচলন বৃষ্টি শৈলোৎক্ষেপবৃষ্টি ঘূর্ণি বৃষ্টি সংঘর্ষ বৃষ্টি
পরিচলন বৃষ্টি নিম্নচাপমন্ডলীয় বায়ু উত্তপ্ত হয়ে উপরেট ওঠে এবং প্রসারিত হয়। ফলে সহজেই শীতল হয়ে পড়ে।এভাবে বায়ুর তাপ হ্রাস-এর অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভুত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে।
শৈলোৎক্ষেপ বৃষ্টি জলীয়বাষ্পপূর্ণ বায়ু উঁচু পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে এবং শীতল হয়ে পর্বতের ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।
ঘূর্ণি বৃষ্টি ঘূর্ণিবাত কেন্দ্রের বায়ু উপরে উঠে যাওয়ায় এর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতল হয়। এ সময় বায়ুর অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়। এরুপ বৃষ্টিপাতকে ঘূর্ণিবৃষ্টি বলে।
সংঘর্ষ বৃষ্টি শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জ মুখোমুখি হলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাওমাত্রা হ্রাস এবং শিশিরাঙ্কে পৌছায়। আরও ঘনীভূত হয়ে বায়ুপুঞ্জের সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটায়। এটি সংঘর্ষ বৃষ্টি বলে।
মূল্যায়ণ • চিত্রটি দ্বারা কি ধরনের বৃষ্টিপাত নির্দেশ করে? • মেঘ কিভাবে সৃষ্টি হয়? • বাংলাদেশের কোথায় প্রচুর বৃষ্টিপাতয়? • শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি সংঘর্ষ হলে কি ধরনের বৃষ্টিপাত হয়?
বাড়ীর কাজ বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয় চিত্রসহ বর্ণনা কর।