140 likes | 525 Views
¯^ vMZg. আইডি নং ১৯. বিষয়: কৃষি বিজ্ঞান শ্রেণী : সপ্তম ছাত্র-ছাত্রী সংখ্যা: ৩৮ জন। সময়: ৪০ মিনিট তারিখ – ২৩/১১/১২. যমুনা পাড়ি ছাগল. ছাগলের বাচ্চা. ব্ল্যাক বেঙ্গল ছাগল. যমুনা পাড়ি ছাগল. পাঠ ঘোষনা. ছাগল পালন. শিখনফল.
E N D
¯^vMZg • আইডি নং ১৯
বিষয়: কৃষি বিজ্ঞান • শ্রেণী : সপ্তম • ছাত্র-ছাত্রী সংখ্যা: ৩৮ জন। • সময়: ৪০ মিনিট • তারিখ – ২৩/১১/১২
যমুনা পাড়ি ছাগল ছাগলের বাচ্চা ব্ল্যাক বেঙ্গল ছাগল যমুনা পাড়ি ছাগল
পাঠ ঘোষনা ছাগল পালন
শিখনফল • *আমাদের দেশে কত ধরনের ছাগল পালন করা হয় • তা বর্ণনা করতে পারবে। *একটিছাগল বছরে কতটি বাচ্চা দেয় তা বলতে পারবে। *পরিবারে ছাগল পালনের সুবিধা ব্যাখ্যা করতে পারবে ।
বৈশিষ্ট্য: ব্ল্যাক বেঙ্গল ছাগল ১. গায়ের রঙ প্রধানত কালো ২. সাদা, বাদামি বা মিশ্র হতে পারে। ৩. দৈনিক ১ লিটার দুধ দিতে পারে। ৪. বছরে ২ বার এবং প্রতিবার ১ – ৪ টি বাচ্চা দেয়।
যমুনাপাড়ি ছাগল বৈশিষ্ট্য: ১. গায়ের রঙ প্রধানত ধুসর-বাদামি । ২. কান লম্বা ও ঝোলানো ৩. দৈনিক ২-৩ লিটার দুধ দেয়। ৪. বছরে ১-২টি বাচ্চা দেয়।
ছাগল পালনের সুবিধা / অর্থনৈতিক গুরুত্ব: বসত বাড়িতে অল্প জায়গায় পালন করা যায়। জমির আইল, রাস্তার ধার বা অনাবাদি জায়গায় ঘাস, লতাপাতা খেতে পারে। অল্প পুজিতে ছাগল পালন করে অধিক লাভবান হয়ে পরিবারে স্বচ্ছলতা আনা যায়। ছাগলের দুধ অধিক পুষ্টিকর যা শিশুর জন্য উপযোগী।
দলীয় কাজ ১০ মি. ক দল: ছাগল পালনের অর্থনৈতিক গুরুত্ব লিখ (৫ বাক্যে )। খ দল: ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা পাড়ি ছাগলের দুইটি করে বৈশিষ্ঠ লিখ। গ দল: কি ধরণের ছাগল পালন বেশী লাভজনক এবং কেন?
মূল্যায়ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। * একটি দেশী ছাগল বছরে কতটি বাচ্চা দেয় ? • * বাংলাদেশে সাধারণত কত ধরণের ছাগল পালন করা হয় এবং কী কী?
বাড়িরকাজ কোন ব্যক্তিকে QvMjcvj‡bআগ্রহী করার জন্য তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবেতার একটি তালিকা তৈরী কর।