170 likes | 1.33k Views
সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়. ৮ম শ্রেণী বিষয়ঃ সাধারণ বিজ্ঞান মোঃ শাহ্ আলম (প্রভাষক) E-mail: fcnbd70@yahoo.com. আজকের পাঠ. ক্ষারক (Base). শিখন ফল. ক্ষারক কাকে বলে?বলতে পারবে। ক্ষার কাকে বলে?বলতে পারবে। ক্ষার ও ক্ষারকের পার্থক্য নির্নয় করতে পারবে। ক্ষারের ধর্ম বলতে পারবে।
E N D
সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৮ম শ্রেণী বিষয়ঃ সাধারণ বিজ্ঞান মোঃ শাহ্ আলম (প্রভাষক) E-mail: fcnbd70@yahoo.com
আজকের পাঠ ক্ষারক(Base)
শিখন ফল ক্ষারক কাকে বলে?বলতে পারবে। ক্ষার কাকে বলে?বলতে পারবে। ক্ষার ও ক্ষারকের পার্থক্য নির্নয় করতে পারবে। ক্ষারের ধর্ম বলতে পারবে। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় বলতে পারবে। সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)একটি ক্ষার তার যৌক্তিক প্রমান করতে পারবে।
ক্ষারক(Base) ধাতুর অক্সাইড ও হাইড্রোঅক্সাইড- কে ক্ষারক বলে। অন্যভাবে- যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যা পানির সাথে বিক্রিয়া করিয়া লবন ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। Next Page
নিম্নে কয়েকটি ক্ষারক এর নাম এবং সংকেত দেওয়া হল নাম সোডিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড পটাসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত NaOH Zno Cao KOH Ca(OH)2
ক্ষার যে সমস্ত ক্ষারক পানিতে পানিতে দ্রবীভূত হয়, তাকে ক্ষার বলে। Next Page
নিম্নে কয়েকটি ক্ষারের নামএবং সংকেত দেওয়া হল নাম সোডিয়াম হাইড্রোক্সাইড পটাসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত NaOH KOH Ca(OH)2
ক্ষার ও ক্ষারকের পার্থক্য নিম্ন দেওয়া হল
ক্ষারের ধর্ম • ক্ষার পানিতে দ্রবণীয়। • ক্ষার জলীয় দ্রবনে হাইড্রোক্সিল(OH-)আয়ন দেয়। • ক্ষারের জলীয় দ্রবণ লাল লীটমাসকে নীল করে। • ক্ষারের জলীয় দ্রবন বিদ্যুৎ পরিবাহী। • ক্ষার পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করিয়া লবন ও পানি উৎপন্ন করে।
সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়ব্যাখ্যা- ১। ২। ৩।
সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)একটি ক্ষার তার যৌক্তিক প্রমান নিম্নে দেওয়া হল- সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকটি পানিতে দ্রবনীয়। সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ লাল লীটমাসকে নীল করে। সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে পাতলা এসিড মিশালে তীব্রভাবে বিক্রিয়া করিয়া লবন ও পানি উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ সাবানের মত পিচ্ছিল।
দলীয় কাজ ৫টি ক্ষারকের নাম লিখ। ক্ষারের ৩টি ধর্ম লিখ। শূণ্যস্থান পূরন করঃ ১। ক্ষার পানিতে ......। ২। ক্ষারের জলীয় দ্রবন ......... পরিবাহী। ৩। ক্ষার পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করিয়া ......ও ......... উৎপন্ন করে।
মূল্যায়ন মুখে মুখে বলি ১। NaOH,KOH,Ca(OH)2-এগুলো কিসের সংকেত ? ২। চুনের পানিতে লাল লীটমাস কাগজ ডুবালে, লীটমাস কাগজের রং কী রূপ হবে? ৩। সকল ক্ষারকই ক্ষার -সত্য/মিথ্যা । ৪। সকল ক্ষারই ক্ষারক -সত্য/মিথ্যা ।
বাড়ির কাজ • ১। ক্ষারক কাকে বলে ? • ২। ক্ষার ও ক্ষারকের পার্থক্য নির্নয় কর। • ৩। একটি বর্নহীন দ্রবনে লাল লীটমাস কাগজ ডুবালে নীল হয়ে • গেলদ্রবনটি কী ? ঐ দ্রবনটি এসিড দ্রবণের মধ্যেপার্থক্য করা • যায় বর্ননা কর। • ৪।সমীকরণগুলো পূর্ণ করঃ • CaO + H2O= • NaOH+ HCl = • CaO+ H2O=