90 likes | 412 Views
Britex Sportswear Ltd Parijat , Konabari , Gazipur , Bangladesh. (+24.00769N, +90.31557E) 08.MARCH.2014. চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ. চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যা ১.
E N D
Britex Sportswear Ltd Parijat, Konabari, Gazipur, Bangladesh. (+24.00769N, +90.31557E) 08.MARCH.2014
চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ
চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যা ১ প্রতিটিসুতার রোলের ওজন আনুমানিক 40 কেজি হবে । প্রতি সারিতে এক ব্যাগ করে প্রতিটি স্তূপ ছয় সারি উঁচু । যার ফলে প্রতিটি স্তুপে সর্বমোট 240 কেজি হিসাবে 3.35 KN ওজন আছে । প্রতিটি স্তুপ 0.5x0.9 বর্গমিটার স্থান দখল করছেএই হিসাবে প্রতিটি স্তুপেরলাইভ লোড দাঁড়ায়, 2.35KN/(0.5x0.9)m2= 5.2 kPa. যদিওআমরা ধরে নিতে পারি যে লোডিং 3.0kPa অতিক্রম করা যাবে না,সর্বোচ্চ অনুমোদিত লাইভ লোড হলো 4.0 kPa, লেভেল তিন –এ স্তূপ করা মালামালের উচ্চতা সামান্য বেশী
লেভেল তিন –এ স্তূপ করা মালামালের উচ্চতা সামান্য বেশী
চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ
চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যা ১ লোড রানডাউন বিশ্লেষণ থেকে দেখা যায় যে, বিল্ডিং এর লোড অনুমোদিত ভারবহন ক্ষমতার মধ্যেই আছে ।যখন আটতলা নির্মাণ শেষ হবে তখন কলাম হলুদ সংকেত নির্দেশ করবে । একারণে প্রত্যেক ফ্লোরের লোডিং সতর্কতার সাথে নিয়ন্ত্রন করতে হবে । অথবা বিল্ডিং কাঠামোর কনক্রিট পীড়ন পরীক্ষা করে দেখতে হবে যে কনক্রিট –এর সর্বোচ্চ অনুমোদিত ভারবহন ক্ষমতা কত । কলামের লোড কোডের অনুমোদিত সীমার চেয়ে বেশী
চিহ্নিত সমস্যা সমূহের সারাংশ সারাংশ ১:(চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সমস্যা ১) সুতার এবং মালামালের স্তূপের উচ্চতা সর্বোচ্চ অনুমোদিত লাইভ লোডের সীমাকে অতিক্রম করেছে । সারাংশ ২:(চিহ্নিত কম গুরুত্বপূর্ণ সমস্যা ১) লোড টেক ডাউন ক্যালকুলেশন (Load Take-down Calculation)থেকে দেখা যায় যে নির্মাণ শেষ হবার পর ফ্যাক্টর অব সেফটি (FOS)প্রয়োজনের তুলনায় কম হবে ।
সারাংশ ১ এবং পদক্ষেপ সমূহ সুতার এবং মালামালের স্তূপের উচ্চতা সর্বোচ্চ অনুমোদিত লাইভ লোডের সীমাকে অতিক্রম করেছে । • জরুরী ভিত্তিতে কাপড় ও সুতার স্তুপ করা মালামালের উচ্চতা কমাতে হবে যেন লাইভ লোড 3.0kPa অতিক্রম না করে । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬ সপ্তাহের মধ্যেকরতে হবে) • বাক্স স্তূপ করার ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদিত উচ্চতা চিহ্নিত করে রাখতে হবে । কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • প্রয়োজন নেই
সারাংশ ২ এবং পদক্ষেপ সমূহ লোড টেক ডাউন ক্যালকুলেশন (Load Take-down Calculation)থেকে দেখা যায় যে নির্মাণ শেষ হবার পর ফ্যাক্টর অব সেফটি (FOS)প্রয়োজনের তুলনায় কম হবে । • প্রয়োজন নেই চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬ সপ্তাহের মধ্যেকরতে হবে) • প্রয়োজন নেই কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • ফ্যাক্টরীর ইঞ্জিনিয়ার কর্তৃক নকশা, লোড এবং কলামের পীড়ন (Column Stress) পুনরায় যাচাই করতে হবে । • ১০০মিঃমিঃ ডায়া কোর (100mm Dia Cores) অথবা বর্তমান সিলিন্ডার স্ট্রেন্থ ডাটা (Cylinder Strength Data)থেকে সাইটের কনক্রিট পীড়ন পরীক্ষা করতে হবে । • ফ্লোর ও কলামের ভারবহন ক্ষমতা অনুসারে সকল ফ্লোরে লোড পরিকল্পনা করতে হবে।