1 / 14

By Shubhankar Sarkar B.Ed 1 st Semester Roll No-41

SEMINAR ON Nature Of Questioning In The Classroom ( শ্রেণিকক্ষে প্রশ্ন করণের প্রকৃতি ). By Shubhankar Sarkar B.Ed 1 st Semester Roll No-41 University B.T. & Evening College Guided By Dr. Aniruddha Burmon. Nature Of Questioning In The Classroom.

luciar
Download Presentation

By Shubhankar Sarkar B.Ed 1 st Semester Roll No-41

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. SEMINAR ON Nature Of Questioning In The Classroom(শ্রেণিকক্ষে প্রশ্নকরণেরপ্রকৃতি) By ShubhankarSarkar B.Ed 1st Semester Roll No-41 University B.T. & Evening College Guided By Dr. AniruddhaBurmon

  2. Nature Of Questioning In The Classroom

  3. ভূমিকা • জ্ঞান অর্জনের জন্য অন্যতম জরুরিবিষয় হল তথ্য।তথ্যসংগ্রহের একটি বিশেষ পদ্ধতি হল প্রশ্নকরণ। প্রশ্নকরণের দ্বারা কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। • Borgandবলেছেন,“A questionnaire is a list of questions sent to A number of person for them to answer.It secures standarized results that can be tabulated and treated statistically.” • অর্থাৎ প্রশ্নপত্র হল কতকগুলি প্রশ্নের সমষ্টি যার কতকগুলি সুনির্দিষ্ট উত্তর আছে। যেগুলির একটি প্রমাণ ফলাফলের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। • ভাষারবিকাশেশ্রেণীকক্ষেপ্রশ্নেরভুমিকাগুরুত্বপূর্ণ।প্রশ্নএক্ষেত্রেপারস্পরিকআদানপ্রদানেরযোগসূত্রহিসাবেকাজকরে।

  4. প্রশ্নকরণ কি? • An interrogative expression after used to test knowledge. • A subject or aspect in dispute or open for discussion. • A subject or point of debate. • The specific point of issue. • An act or instance of asking. • Official investigation. • ভাষার মাধ্যমে যোগাযোগ সৃষ্টির একটি অন্যতম কৌশল হল প্রশ্ন।প্রশ্নের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর আদানপ্রদান সম্ভব,বাচনিক এই কৌশল ভাষা এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ দুটিকেই প্রভাবিত করে।

  5. শ্রেণিকক্ষে প্রশ্ন ঊপস্থাপনের উদ্দেশ্য • শিক্ষার্থীদের কোন নির্দিষ্ট বিষয়ে আগ্রহী করা, • শিক্ষার্থীদের কোন নির্দিষ্ট বিষয়ে নিবিষ্ট করে রাখা, • পাঠক্রমের বিষয়ের অগ্রগতি মূল্যায়ন করা, • শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের মধ্যে স্পষ্টতা নিয়ে আসা, • শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী ভাবনার উদ্রেক ঘটানো, • শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা সৃষ্টি করা, • কোন নির্দিষ্ট ধারণাকে দীর্ঘ সময় ধরে ভাবতে শেখানো, • শিক্ষার্থীদের মধ্যে বাচন ও কথনশৈলীর জড়তা দূর করা, • শিক্ষকের প্রশ্নের ভিত্তিতে উত্তর বলার অভ্যাস করানো,ফলে শিক্ষার্থীদের মধ্যে কথন শৈলীর উন্নতি ঘটবে।

  6. প্রশ্নেরশ্রেণিবিভাগ • AramএবংRahamanএরদৃষ্টিভঙ্গিঅনুযায়ীতিনধরনেরপ্রশ্নমালারকথাবলাহয়েছে :- • ১.উচ্চ ও নিম্নস্তরেরপ্রশ্ন • ২.কেন্দ্র অপসারীএবংকেন্দ্রমুখীপ্রশ্ন • ৩.কাঠামোযুক্ত ও কাঠামোহীনপ্রশ্ন

  7. প্রশ্নেরশ্রেণিবিভাগ • B N Ghoshএরদৃষ্টিভঙ্গিঅনুযায়ীপ্রশ্নগুচ্ছেরবিভাগগুলিহল :- • ১.মুক্তপ্রান্ত প্রশ্ন • ২.বদ্ধপ্রান্ত প্রশ্ন • ৩.সচিত্র প্রশ্ন • ৪.দ্বৈত প্রশ্ন • ৫.প্রধান প্রশ্ন • ৬.দ্ব্যর্থক প্রশ্ন • ৭.মিশ্র প্রশ্ন • ৮.ছাচ প্রশ্ন • ৯.আনুসঙ্গিক প্রশ্ন

  8. প্রশ্নেরশ্রেণিবিভাগ P V Youngএর মতানুসারে প্রস্নমালা দুই প্রকারের :- • ১.কাঠামোযুক্ত প্রস্নমালা • ২.কাঠামোবিহীন প্রশ্নমালা এছাড়াও শিক্ষক মহাশয় শ্রেণিতে যে সমস্ত প্রশ্ন করে থাকেন তা হল- • ১.সুস্পষ্ট প্রশ্ন • ২.অনুসন্ধানমূলক প্রশ্ন • ৩.চিন্তনমূলক প্রশ্ন • ৪.বোধমূলক প্রশ্ন • ৫.জ্ঞানমূলক প্রশ্ন • ৬.অনুভূতিমূলক প্রশ্ন • ৭.দক্ষতামূলক প্রশ্ন

  9. শ্রেণিকক্ষে প্রশ্নের স্তর • শ্রেণিকক্ষের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন স্তরে প্রশ্ন করা হয়।সাধারণত প্রশ্নগুলিকে তিন ভাগে ভাগ করা হয় – ১.নিম্নস্তরে শ্রেণিকক্ষের প্রশ্নাবলি ২.মাঝারিস্তরে শ্রেণিকক্ষের প্রশ্নাবলি ৩.উচ্চস্তরের শ্রেণিকক্ষের প্রশ্নাবলি • ১.নিম্নস্তরে শ্রেণিকক্ষের প্রশ্নাবলিঃ- শিক্ষার্থীদেরসম্পূর্ণভাবেশেখাকোনোঘটনা,সাধারণীকৃতবিষয়,সংজ্ঞা,মূল্যবোধ,দক্ষতাপ্রভৃতিবিষয়কেপুনরায় মনেকরাইহলনিম্নস্তরে শ্রেণিকক্ষের কার্যাবলী।

  10. শ্রেণীকক্ষে প্রশ্নের স্তর • ২.মাঝারি স্তরে শ্রেণীকক্ষের প্রশ্নাবলিঃ- মাঝারি স্তরের শ্রেণীকক্ষের প্রশ্ন হল শিক্ষার্থীদের সাধারনত ৩ টি মানসিক পদ্ধতি,পদ্ধতিগুলি হল • ১.Translation • ২.Interpretation • ৩.Application সাধারনত তুলনামূলক ও সম্পর্কের ক্ষেত্রে ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে,তুলনামুলক ব্যাখ্যার জন্য সিদ্ধান্তের সাদৃশ্য ও বৈসাদৃশ্যর উপর নির্ভর করে।আর সম্পর্কের ব্যাখ্যার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক,সাক্ষী,তাৎপর্যপূর্ণতাও হয়ে থাকে।

  11. শ্রেণিকক্ষে প্রশ্নের স্তর • ৩.উচ্চস্তরের শ্রেণিকক্ষের প্রশ্নাবলিঃ- উচ্চস্তরের শ্রেণিকক্ষের প্রশ্ন হল Analysis,Synthesis,Evaluation।Analysis বাআরোহী ও অবরোহীদুইভাবেহয়েথাকে। Synthesis,Uniqueness,Originality,Diversity imaginary situation- এর দ্বারা হয়ে থাকে,উচ্চস্তরে শ্রেণিকক্ষের প্রশ্নের ক্ষেত্রে মূল্যায়ন খুব গুরুত্বপূর্ণ। মূল্যায়ন করতে গেলে কোন বিষয়ের Justification,Judgementএর ওপর নির্ভর করে থাকে। • শ্রেণিকক্ষের প্রশ্নের ক্ষেত্রে ৩ টি level খুব গুরুত্বপূর্ণ। Higher Level-এ যেমন উচ্চস্তরের চিন্তন করা হয় তেমনই Lower Level-এ মুখস্তকরনের উপর জোর দেওয়া হয়ে থাকে।

  12. প্রশ্ন গঠন করার নির্দেশিকা • K C Rossতাঁর ‘Air University Sampling And Surveying Handbook Guideline For Planning Conducting And Organizing Survey’(1996) শীর্ষক গ্রন্থে উত্তম প্রশ্নমালা গঠনের নিম্নলিখিত নির্দেশিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। এগুলি হল- • ১. ভাষাগুলি সাধারণ রাখা, • ২. প্রশ্নসংখ্যা সিমিত রাখা, • ৩. আবেগময় ও নৈতিকতাযুক্ত প্রশ্নসমূহ এড়িয়ে চলা, • ৪. প্রশ্নের ভাষা হবে সহজ ও সরল, • ৫. শ্রেণির সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করতে হবে, • ৬.শিক্ষক মহাশয়ের উচ্চারণ স্পষ্ট হতে হবে, • ৭. শ্রেণির সকল ছাত্রছাত্রীকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, • ৮. প্রশ্নগুলিকে ছোট ছোট বাক্যে করতে হবে, • ৯. প্রশ্নের মধ্যে এমন কোনও শব্দ ব্যবহার করা যাবে না যার একাধিক অর্থ থাকে।

  13. References • পাঠক্রম মারফত ভাষা শিক্ষা- ডঃ দিব্যেন্দু ভট্টাচার্য • Google • Wikipedia

  14. THANK YOU

More Related